![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন পাকিস্তানের মিস মালালা ও ভারতের মিঃ কৈলাস । মিস মালালা তালেবানের নিষেধ উপেক্ষা করে বিদ্যালয়য়ে যাওয়ার সময় তালেবানের গুলিতে মাথায় আঘাত পায় এবং পরবর্তীতে ব্রিটেনের উন্নত চিকিৎসা ব্যবস্থায় মৃত্যুর হাত থেকে ফিরে পশ্চিমা মিডিয়ার কল্যানে রাতারাতি তারকা বনে এখন নোবেল শান্তি পুরষ্কারের অধিকারী । আর একজন মিঃ কৈলাস ভারতে শিশু অধিকার প্রতিষ্ঠা নিয়ে সামাজিক আন্দোলন এর কল্যানে আজ নোবেল পুরষ্কারে ভূষিত । মিঃ কৈলাস পশ্চিমা দাতাদের কাছ থেকে দান নিয়ে শিশু অধিকারের আন্দোলন করছেন কিনা আমার জানা নেই কিন্তু বাংলাদেশে অনেকেই পশ্চিমা দাতাদের সাহায্য নিয়ে বিভিন্ন ধরনের অধিকার আদায়ে লিপ্ত আছেন তা আমার জানা বিধায় এই প্রশ্নটি এসেছে । ৯০'র আন্দোলনের অন্যতম প্রভাবশালী ছাত্রনেতা জনাব সফি আহমেদ আজ একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন শিক্ষা কোন পন্য নয় অধিকার ও তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব । আমি উনার কথার সাথে পুরোপুরি একমত । সেই সাথে এও বলতে চাই যে যা অধিকার তা নিশ্চিত করার দায়িত্ব যদি রাষ্ট্রের হয় তবে নোবেল পুরষ্কার ব্যাক্তিকে না দিয়ে রাষ্ট্রকে দেয়া উচিত । বিশেষ করে শান্তি পুরষ্কার । তাহলে রাষ্ট্রগুলোর মধ্যে অধিকার দেয়ার প্রস্নে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে । শান্তি পুরষ্কার এর সাথে আসলে সরাসরি রাষ্ট্রই জড়িত । রাষ্ট্র উদ্যেগ না নিলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় । শান্তির বিপরীত শব্দ হচ্ছে যুদ্ধ । যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা একমাত্র রাষ্ট্রই করতে পারে । আজ যদি ইসরাইল , আফগানিস্থান , ইরাক , লিবিয়া , সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধ করার উদ্যাগ নেয়া হয় তাহলে বিশ্বব্যাপী শান্তির পরিবেশ বিরাজ করবে । রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের শিক্ষা , স্বাস্থ্য, বাসস্থান , অন্ন , বস্ত্র ইত্যাদি নিশ্চিত করা । যা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব তার স্বীকৃতি রাষ্ট্রকেই দেয়া উচিৎ । বিশ্বব্যাপী শান্তির জন্য একজন মানুষ বা ব্যাক্তি আসলে তেমন ভুমিকা পালন করতে পারেন না যদি না তিনি কোন রাষ্ট্র নায়ক হন । শিক্ষা অধিকার ও স্বাস্থ্যের বিনাস বা শিশু অধিকার সব হরন করে যুদ্ধ , আক্রমনকারী ও আক্রান্ত রাষ্ট্রেই শান্তি বিঘ্নিত হয় ।
©somewhere in net ltd.