![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
১৪ই ফেব্রুয়ারি একটি রক্তাক্ত দিন । এই দিনে রক্ত দিয়ে একটি প্রজন্ম শুরু করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে তার অভিযাত্রা । সেই যাত্রার পরিসমাপ্তি ঘটেছিল ১৯৯০ এ । যাত্রা পথে আরও অনেক রক্ত ঝরেছিল । রাউফুন বসুনিয়া তেমন একটি রক্ত । রক্তের শুরু হয়েছিল জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালী সাহা সহ আরও অনেক তাজা প্রান দিয়ে । শেষ হয়েছিল ফিরোজ - জাহাঙ্গীর নামক ফুলগুলো ঝরে গিয়ে । এই রক্তাক্ত পথকে মারিয়ে বড় হওয়া সেই প্রজন্ম শুধু ভালবাসা দিতে পারে এই দেশকে । কোন রক্ত মাংসের প্রেমিক - প্রেমিকাকে নয় । বসন্তের এলোমেলো হাওয়ায় উড়তে পারে বাংলা ভাষার শাড়ির আচল । সেই আচলে প্রেমিক প্রেমিকা চোখ মুছে গাইতে পারে ' আমি কি ভুলিতে পারি ২১শে ফেব্রুয়ারি" । ৫২ ও ৯০ এর দুই প্রজম্নের কান্না আজও ডুকরে কাদে । একটি লাল গোলাপ দিয়ে সাজানো ভ্যালেন্টাইন দিবস সেই কান্নাকে ভুলিয়ে দিতে পারে না । আমাদের নতুন প্রজন্মকে রক্তের ইতিহাস শেখানের দায়িত্ব আমাদেরই ।
©somewhere in net ltd.