নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

‘ভোট -ভাতের সমীকরণ’ ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

আইজুদ্দী যুদ্ধে যাবে শত্রুরে সব করতে সাফ,
মা ডেকে কয়- ওরে সোনা, গন্ডোগোলে যাসনে বাপ ৷
আইজুদ্দী বলে মাগো ভোটটা দিছ তাতে কি ?
কপাল ঠুকেও জীবনভর জুটবেনা ভাত পাতে ঘি ৷
মায়ের কথা এই নিয়তি- শত জনমের মহাপাপ,
জীবন দিয়েও পারলে ঘোচা হাভাতের এই অভিশাপ ৷
ক্ষমতাসীনের নখরে ধার মুখে ছিল 'ভন্ডবোল' ,
আইজুদ্দীদের রক্তেনদী বানভাসায় সেই গন্ডোগোল ৷
আজোবধী আইজুদ্দীরা 'ভন্ডবোলে' কী মন দেয় ?
ভোট আর ভাতের অধিকারে গন্ডোগোলে জীবন দেয় ৷
দুবৃত্তরা (?) আজকে কেন জনমানূষের প্রাণ কোপায় ?
সদিচ্ছা নয় স্বেচ্ছাচারের গন্ধটাতো ‘তারানকো’ পায় !
ক্ষমতার বড়াই করে মুখে না আর ভাষণ দিই,
পুরোনো সব বিষয় নিয়ে আর ঘাটিনা কাসুন্দিই ৷
‘স্বাধীনতা’তো একার কোনো সস্তা কেনা রেশন নয়,
‘গন্ডোগোলের’ আজো কেন বস্তা জেনারেশন বয় ?
আইজুদ্দীরা ঠিকই বুঝে 'স্বাধীনতার' মানে কি ?
ভোট-ভাতের সেই গন্ডোগোল ‘মা’ বুঝি আজ জানে কি?
'ভোটে- ভাতে সমীকরণ '-এই কথা আজ কে মানে ?
'ভোট' না থাকলে 'ভাত' থাকেনা মায়ের চেয়ে কে জানে ?
============

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

সুপ্ত আহমেদ বলেছেন: সুন্দর :) +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.