নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

৷৷ মা’তোর বদনখানি মলিণ… ৷৷

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮


বাংলাদেশের মসজিদের সব 'ইমাম হুজুর' /

'ধনি-গরীব' নির্বিশেষে 'মুটে – মুজুর'/

শ্রদ্ধা যেমন চার্চ -মিশনের বৃদ্ধ 'ফাদার'/

মন্দিরেতে 'পুজারী' সব ভক্ত দাদার /

কোন দিনতো কারো সাথে বুঝা-পড়ার/

পথ চলাতে অমিল-বেমিল হয়নি ধরার/

সব মিলিয়েই আমরা তো ভালোইছিলাম /

'ঈষাণে' কেন কালো মেঘের ঠাইটি দিলাম ?


'টক-ঝাল-মিষ্টি-তেঁতো' স্বাদের সাথে/

'নোনতাটা' ঠিক লাগে আগেই সবার পাতে /

হাজারটা পথ শেষে মিলে 'একটি পথে' /

হাজার নদী মিলে মেশে 'সাগরেতে' /

থাকতে পারে দ্বিমতের সব হাজারো 'মত'/

সব মানূষের মত মিলে হয় এক 'জনমত' /

'জনমতের' অগ্রাধিকার সবার আগে/

না দিলেতো 'গণতন্ত্র' আগেই ভাগে /


'মানূষ' কেন হয় 'অমানূষ' রাজপথে আজ ?

পুড়ছে কেন মানবতা সভ্যতার তাজ ?

মাংসাসী আজ আত্মমূখী 'কাকেরা' সব /

প্রশ্নটা নিজের কাছেই – কী হচ্ছে এসব ?

এই যদি হয় ক্ষমতায় একমাত্র 'সিঁড়ি' /

এই সিড়িরও শেষ আছে যা পর্ব্বত-গিরি/

সবার আগে সম্ভাবনা যার ভেঙ্গে পড়ার/

পড়লে পরে থাকবেনা আর কেউতো ধরার /


তাই আসুন আজ সবাই মিলে সবার আগে/

'তাল গাছের' বিভেদ ভুলে নিজের ভাগে /

নাইবা নিলাম বিলিণ করে সবই দিলাম /

আমজনতার অন্তরেতে গেঁথে গেলাম /

যেমন গেঁথে আছেন মোদের ‘রবীঠাকুর’/

দাঁড়াই এসে একই ছায়ায় 'বট' আর 'পাকুর' /

‘বাংলামায়ের’ সেই মমতার তলে আসি/

'বদন মলিণ হলে' নয়ণ জলে ভাসি //
=========

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ... ভালোই তো ছিল কবিতাটি। কিছু বানান ত্রুটি আর ছন্দপতন ঠিক করে দিলে চমৎকার একটি কবিতা হবে।

ভালো লাগা রইল, ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.