নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

নক্সীগাঁথা

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

বাংলার এক কিষানীর দূরন্ত ছেলেটি-
সেইযে যুদ্ধে গেলো ফেরেনিতো আর,
মন তার পড়ে আছে আজো পথ চেয়ে
কতো যুগ হয়ে গেলো ছেলে হারাবার।

সেই থেকে কিষানীর বড়ো সখ হলো-
সুটকেসে তুলে রাখা বিয়ের শাড়ির,
আঁচলে গাথবে এক স্মৃতির কাঁথা
গৌরব দীপ্ত বীর শহীদের ।

বিস্তৃত উঠোনে শাড়ির জমিন -
বেয়ে চলে চারদিক সুতোর বুণন,
আকাবাঁকা বাংলার মানচিত্র
শ্যামল-সবুজ এক রোদের কাফন।

বুক জুড়ে শত শত নদীর স্কেচ-
লাল সুতোয় বয়ে যায় রক্তের ধারা,
ধারে তার উর্বর স্মৃতির ফসল
সংগ্রামী চেতনায় পাগল পারা ।

এ নহে নক্সীকাঁথা এ নহে বিলাপ-
ছেলেহারা মায়ের রক্তের দায়,
বাংলার পতাকায় যার সম্ভ্রম
লাখো বীর শহীদের অমরাত্মায় ।
=======

** মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে ‘সামহোয়ারইন ব্লগের ’ সকল শুভানুধ্যায়ী / পাঠকদের জানাই শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা । এই ছড়াটি আশির দশকে লেখা গৌরবদীপ্ত আমাদের মহান মুক্তিযুদ্ধকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করা মনের মাধুরী মেশানো সেই চেতনাকে নুতন প্রজন্মের কাছে শেযার করতে এই পোস্টটি আবারো দিলাম । ধন্যবাদ সবাইকে -

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

অন্য এক আমি বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.