নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। ‘খয়ের বুড়ার’ কাসুন্দি ।। -আহমেদ রুহুল আমিন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

কি কহিম বাও-
হামরা সেলা ঢেনা /
হামার নেতা ছিল -
'সেরাজুল পাগলা'/
সেই পালাপালির সম
মা-বাপ আর
*‘মাইয়া-ছোয়া’ ভায়
গেইছিনো 'ডাঙ্গি ক্যাম্প' ।
ক্যাম্পোত গেলে হবে কি-
মানুষ মরে থ্যাল-থ্যাল !
‘সেরাজুল ভাইর’ ছিল মুখ খারাপ ;
খালি মুখত্ 'শালা- বাইঞ্চত' -
মইরবা অইচ্ছেন এইঠে কেনে?
মানুষ তোমার নাম করিবে-
যুদ্ধ করে মরো দেশত ।
বোর্ড বাজারে মানুর দোকান-
টিভির খবর - কিসের বলে ওমরা
রোহিঙ্গা ।
‘মাইয়া-ছুয়া’ ভায় লাইন লাগিছে
মইরবার তানে !!
বিড়ি ফুকায়-আর চা খায়-
'খয়ের বুড়ার' আর গপ ফুরায় না
বাঁশখারার বেঞ্চত ।

‘শেখ সাহেবে’ হুঙ্কার দিল আর লাঠি ধরিল ‘জিয়া’-
ঢেনার 'বৈঙ্ঘাত' দেশ স্বাধীন হইল গেরিলা সাজিয়া ।
এত সহজ নাহায় বাওঘর হামার আছিল *‘বৈঙ্ঘা' ।
মাইয়া-ছুয়া ভায় পালায় অসেছে কিসের ওমরা রোহিঙ্গা !
'বৈঙ্ঘা' ওমার আছে ঠিকে 'বৈঙ্ঘার’ *‘ধারে’ খেদায় নাই ;
‘ওই শালারঘর কপালপোড়া' - ওমার বলে 'নেতায়' নাই !!
=============
* শব্দার্থ : *ঢেনা- অবিবাহিত ।
* বৈঙ্ঘা- ভারবহনযোগ্য দুইধার ধারালো বাঁশের খন্ড বা লাঠি ।
*মাইয়া-ছুয়া- বউ-বাচ্চা ।
* বাও- ছেলে ।
* ওমার , ওমরা - ওদের , ওরা।
* পালাপালির সম- একাত্তুরের মুক্তিযুদ্ধের সময় ।
* ধারে - ধারালো বা শান দেয়া ।
** সেরাজুল পাগলা - পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকার
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সর্বজন শ্রদ্ধেয়
বীরমুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সিরাজুল ইসলাম ।
** * পঞ্চগড় এর আঞ্চলিক ভাষায় রচিত কবিতা । ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার। অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.