নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

(**) পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় শীতের ছড়া : ।। গহরাকাল ।। - আহমেদ রুহুল আমিন ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

কি করিমো, কুন্ঠে যামো-
মাঘ মাসিয়া জারত /
দার্জিলিংগের হেমপাহাড়খান
ভাঙ্গে পইছে ঘাড়ত ।

লেপ-তোষক মোর নাই তাতে-কী-
কপাল হইছে পুড়া /
চৌকিত বিছানু খসলা- খের
জ্বলানু বাঁশের মুড়হা ।

খাটা- খাটনির দেহাতে আইজ
নিন্দত হনু ককরা /
গাওত গুদুলী সামটে দিনু
তারহে উপরে ধকরা ।

বিহানে ডাকে টোটুয়া মুরগা
কুহাকাপে মোর দিহা /
ভাদরকাটানীর আগের রাইতত
নিকাত কইছু বিহা ।

হামরা বলে বনিহার
আর নিনাংটিয়ার জাত /
ঝাল- সিদলে জার কাটে আর
লাফা শাকে ভাত ।

হাত-পা টাটায় শীল-পাথরত
ভজনপুরের খামার /
দশ চাকার এক আস্ত ট্রাক
বুকত বইসছে হামার ।

ঘসি- পোয়ালে জ্বলায় অগুন
হাত-পা শেকি পোড়ত /
পইশাঞ্জতে রাইত নাভেছে
সন্দায় সবায় ঘড়ত ।

চেংরা-চেংরির দশা পইছে
চুপসে গেইছে মহড়া /
এই নিদানকাল কয়দিন রহে-
সবাকে ধইছে গহরা... !
==============
(**)
#সাম্প্রতিক সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 2.6 ডিগ্রি সেলসিয়াস । আমার মনে হয়, এই তাপমাত্রা এখানে এটি নুতন নয় । এখানকার মানুষ প্রকৃতির এই বিরুপ আবহাওয়ায় যুগ যুগ ধরে অভ্যস্ত এবং কঠোর পরিশ্রম আর মেধাবলে বর্তমানে চরম দারিদ্রসীমা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে । নিম্নবিত্ত মজুর শ্রেণীর মানুষেরা এই প্রবল ঠান্ডা উপেক্ষা করে নিত্যনৈমিত্তিক কাজে শ্রম দেয় । বিশেষ করে, জেলার উত্তর প্রান্তের মানুষ এই প্রবল শীতেও পাথর উত্তোলনসহ সংশ্লিষ্ট কাজকর্ম করেই চলেছে যা দেখে বাইরের মানুষ অবাক না হয়ে পারেনা ! ' ব্যাঙের আবার সর্দ্দি কী ...' বিষয়টি হয়'তো সেরকম । ছড়াটিতে যে চিত্র তুলে ধরা হয়েছে তা কয়েক দশক আগের ।
কিছু শব্দার্থ : গহরা-প্রবল ঠান্ডা । জারত- এই শীতে । নিন্দত-ঘুম । ককরা-কাহিল । ধকরা- পাটের তৈরী মোটা চট । বনিহার,নিনাংটিয়া-ছোট লোক ।পইশাঞ্জতে -সন্ধ্যায় । সন্দায় - প্রবেশ করা ।দশা-অবস্থা ।গুদুলি-কাঁথা । শেকা-আগুনে তাপ দেয়া । নিদানকাল- দুরবস্থা ।রহে- থাকবে ।সিদল- শুটকি মাছের প্রক্রিয়াকরণ একটি খাবার বিশেষ ৷সবাকে ধইছে-সবাইকে ধরেছে ৷

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

কামরুননাহার কলি বলেছেন: বাহ খুব সুন্দর করে আঞ্চলিক ভাষায় কবিতাটি লিখেছেন ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য প্রদানর জন্য ৷

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ৷

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ৷

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

মিনহাজুল পলক বলেছেন: এই অঞ্চলের ওপর দিয়ে আজরাইল খুব ঘোরাঘুরি করছে। সারাদিন মাইকিংয়ে শোকসংবাদ শোনা যায় :(

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: কথাটা আংশিক সত্য, তবে চিন্তিত হওয়ার কিছু নেই ৷

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: আঞ্চলিক ভাষা আমার ভালো লাগে। বিশেষ করে চাঁপাই নবাব গঞ্জ, কুষ্টিয়া।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

আহমেদ রুহুল আমিন বলেছেন: আঞ্চলিকতা সবখানে বিদ্যমান ৷আপনাকে ভাল লেগেছে আমারও ভাল লাগছে ৷ ধন্যবাদ ৷

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

নাছির খান বলেছেন: ভালোয় লাগিল তুমহার কবিতাগিনা পড়েহেনে।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ... । তোমহার দে বাড়ি কুন্ঠে বাও...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.