| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
\'গুজবে\' কান দিয়ে মানুষ
নিত্য পড়ে খাদে,
\'গজব\' তখন সামনে আসে
মৃত্যুপুরীর ফাঁদে ।
\'গুজব\' ছড়ায় রাস্তাঘাটে
\'গুজব\' ছড়ায় গাড়িতে,
\'গুজব\' ছড়ায় অফিস পাড়ায়
\'গুজব\' ছড়ায় বাড়িতে ।
কিছু মানুষ \'গজব\' করে
ঘটায় \'আসল ঘটনা\',
\'গুজবে\'...
এই পথে যাওয়ার হাজার রকম কারণ আছে-
এই পথে যেতে অনেক সময় বারণ আছে ৷
এই পথই তোমায় নিয়ে যাবে অনেক দুর-
এই পথই তোমায় নিতে পারে \'অচীনপুর\' ৷
এই পথেই যেতে চোরা-গুপ্তা হামলা...
শৈশব হারিয়েছে
তিস্তার নুড়িতে,
জন্মটা শুভক্ষণে
জলপাইগুড়িতে।
দুধে আলতা গড়নে
নেচারাল বিউটি,
পড়শিরা বলে সবে
সত্যিই \'কিউটি\'।
চুপচাপ স্বভাবের
শুনে বেশী বলে কম,
তিনবোন পিঠেপিঠি
বাড়ি ছিল গমগম।
কনকনে ঠান্ডায়
চা\'য়ে ছিল স্বস্তি,
স্মৃতিতেই দোলে শুধু
সেই নয়াবস্তি ।
ব্রিটিশের দেশ...
( সেই একাত্তুরের গল্প বলছি । সবে শৈশবকালোত্তির্ণ হচ্ছি । রাজ্যের আনন্দ মাথায় নিয়ে নতুন নতুন অভিজ্ঞতা গ্রামের বন্ধুদের নিকট শেয়ার করছি প্রতিনিয়ত । ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে...
বাংলাদেশের হৃদয়
‘ওসমান হাদী’,
হৃদয়ে ক্ষরণ নিয়ে
সবে মিলে কাঁদি।
শ্রমিক- মুজুর- মুটে -
চিরদুখি চাষা,
হাদিকে হারিয়ে আজ
হারিয়েছে ভাষা।
\'ইনসাফের\' স্বপ্নচারী
মানুষের \'জিয়া\',
\'হাদি\' সেই...
\'মামা\'দের হাতে ছোঁয়া
অভিনব যন্ত্র,
নিমেষেই হাওয়া হয়
সব \'যাদুমন্ত্র\' ।
অফিস বা আদালতে
\'মামা\' আছে কি পদে,
সময়েই দেখা মেলে
আপদে কী - বিপদে ।
চলনে কী বলনে তার
থাকে সদা ভক্তি,
হাতে থাকে সবসময়
মারফতি শক্তি ।
লাখ থেকে কোটি...
এই শহরে ইটের পরে ইট বিছিয়ে
শহরজুড়ে বাড়ছে বাড়ি,
এই শহরে চিটের পরে চিট মানুষের
বাড়ছে হাতে টাকা- কড়ি ।
এই শহরে সৎ এর উপর সৎ মানুষের
জীবনভর আহাজারি,
এই...
নীলাকাশে মেঘ জমেছে
অমানিশার ভাদর /
কালোমেঘে নীল ছুঁয়েছে
একটুখানি আদর ।
মেঘের ফাঁকে লাগলো কিনা
একটু রোদের ঝলক/
সেই আলোতে পড়লো চোখে
একটুখানি পলক ।
চোখ মেলে যেই জেগে দেখি
দাঁড়িয়ে আছিস তুই/
মেঘে মেঘে বেলার মতোই
বড়ো হলি \'মা\'...
১৯৭১ সালে চুয়ান্ন বছর আগে বাস্তবে দেখা ছিটেফোঁটা স্মৃতি নিয়ে লেখা আজকের এই গল্প :
কতইবা হবে বয়স তখন...! এই ছয় থেকে সাত । শিক্ষক বাবার সচেতন মানসিকতায় তখনকার দিনে কমবয়সে...
আমরা যাঁরা
পঁচিশোর্ধ বর্ষিয়ান/
আমরা একই সাথে
\'এনালগ\' ও \'ডিজিটালের\'
দর্শিয়ান।
আমরা \'ডাকে\' দিয়েছি
হাতে লেখা পত্র/
আমরা সফট কপিতে
আঙুল ছোঁয়াই
\'মেইলে\' যত্রতত্র ।
আমরা \'একান্নবর্তিতে\'
হইছি কিনা বড়/
আমরা এখন নিজেকে
নিয়ে ব্যস্ত জড়সড় ।
আমরা \'অদ্ভুতুরে\'
মলিন জেনারেশন /
আমরা ক্ষেতেই করি...
মৃত্যু ঘুরে পদে পদে
মৃত্যু আছে পাছে,
এ জীবনে ভাবিনা কেউ
মৃত্যু কতো কাছে.... ।
ভাবছি যারা এই ধরাটা
শুধুই লীলা-খেলা,
একপলকে শেষ হবে\'যে
দিবস-রাত্রি বেলা ।
ঢেউ এর পরে ঢেউ ঢলে যায়
ভাসান কেবল থাকে...
সেই অনেক বছর আগে ..... ষাট-সত্তর দশকে । তখনও আমি বিদ্যালয়ে যাওয়া শুরু করি নাই । শিক্ষক বাবার সুবাদে বিদ্যালয় থেকে একবার গরুর গাড়িতে চড়ে পিকনিকে গিয়েছিলাম মহারাজার দিঘী...
জীবন যখন ব্যতিক্রম
সবার কিছু কিছু,
\'মৃত্যু\' তখন আসছে ধেয়ে
তোমার পিছু পিছু ।
হতে পারে বয়সটা তোমার
আশি কিংবা কুড়ি,
\'মৃত্যু\' আসে চুপিসারে
মিলছেনা যার জুড়ি ।
\'মৃত্যু\' আছে রাস্তাঘাটে
\'মৃত্যু\' আছে...
সোনার বাংলা এই দেশেতে
সোনা ফলে মাটিতে,
সোনার টুকরো ছেলে কী হয়-
সোনায় ভরা খাটিতে.. !
বুকের মাঝে হাসন- লালন,
ধর্ম-কর্ম সঙ্গী যার,
এদেশ, মাটি, মা ও মানুষ
মুসলমানী ভাব-ভঙ্গি তার ।
তড়িৎ বিদ্যা, জটিল অংক
বিশাল কীনা সূত্র...
\'ছেলে - মেয়ে\' ঢাকায় থাকে
করছে পড়ালেখা /
খোঁজ খবরের তাগিদে তাই
করতে গেলাম দেখা ।
ঢাকায় গিয়েই খেলাম তখন
আচ্ছা মতোন ধরা/
আসব বাড়ি গাড়িতো নেই
বন্ধ নড়াচড়া ।
বিকল্প তাই রেলগাড়িতে
শেষ...
©somewhere in net ltd.