নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

"জয় জয় এরশাদ, জয় জয় বাংলা............"

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

হুমু এরশাদ-কে সঙ্গত কারণে মামলা দিয়ে- সেই মামলা 'মূলা' হিসেবে ঝুলিয়ে রেখে তার গন্ধ গ্রহণ করেছে সুজোগ সন্ধানীরা।
এতো এতো মামলা চলছে- নিষ্পত্তি হচ্ছে। কিন্তু, হুমু এরশাদের মামলাগুলো চলছে না কেনো?
উপরন্তু, হুমু এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ রাষ্ট্রদূত হওয়ার গৌরব অর্জন করেছেন।
---তা, এই বিশেষ দূত- এ যাবত, কি ঘণ্টা বাজিয়েছেন দেশে ও বিদেশে?

সামরিক উর্দি পড়া জেনারেল হুমু এরশাদ-কে বিএনপি ও আ' লীগ-
দু' দলই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে।
-যাকে 'স্বৈরাচার' আখ্যা দিয়ে বিএনপি ও আ' লীগসহ প্রায় সব দল প্রায় ৯ বছর আন্দোলন, সংগ্রাম করেছে।
জেল খেটেছে, রক্ত ও জীবন দিয়েছে অনেকে।
সেই স্বৈরাচারের সঙ্গে একে একে আপোষ করেছে বিএনপি, আ' লীগ, চরমোনাইসহ বেশ কয়েকটি দল।

অতএব, হুমু এরশাদ-এর এই প্রেমিকরা বলতেই পারেন-
"জয় জয় এরশাদ, জয় জয় বাংলা............"।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



পাকী সেনা বাহিনীর বেংগল রেজিমেন্টের পুর্ব পাকিস্তানে অবস্হানরত সৈনিকেরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সুচনা করেন ও নেতৃত্ব দেন; সেই অনুযায়ী আশা ছিল, সেনা বাহিনী জাতির পাশে থাকবেন আজীবন; এরশাদের মত ধুর্ত শিয়াল মানুষের অধিকারকে খর্ব করে নিজে লুট চালায়েছে; আজ তাকে পালন করছে শেখ হাসিনা, এর আগে পালন করেছে বেগম জিয়া; এগুলো জাতির সাথে খুবই খারাপ ব্যবহার ছাড়া আর কিছু নয়।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

আহম কামাল বলেছেন:
দৃশ্যত এই জাঁতাকলে পড়ে দেশের মানুষ আজ দিশেহারা।
রক্তের হোলি খেলা চলছে। জীবন-যাপন ও সম্পদ নিরাপত্তাহিন।



এমতাবস্থায়, এই জাঁতাকল থেকে মুক্তির উপায় কী ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.