নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

। ডঃ জাকির নায়েক-এর বক্তৃতা। প্রতি ৫ মিনিটে ২৫টি ভুল।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪৪

একটা বক্তৃতা ডঃ জাকির নায়েক বলেছিলেন যে
"যেহেতু আরবে নারীর সংখ্যা বেশী ছিল সেহেতু একজন পুরুষ একাধিক বিয়ের অনুমতি না পেলে উদ্বৃত্ত নারীরা পাবলিক প্রপার্টি হয়ে যেত"

যে ব্যাক্তি 'নারী'কে পাবলিক প্রোপার্টি বানিয়ে দিতে পারে। সে আর যা-ই হোক, অন্তত সুস্থ চিন্তার মানুষ কি-না, তা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। আরব দেশে বহু বিবাহ চালু ছিলো। এখনও আছে। একজন আরবের কয়েকজন বিবি রয়েছে।

আমাদের বাংলাদেশেও পুরুষের চেয়ে নারী বেশী।
তা' বলে, এখানে কি তাদের মতো করে বহু বিবাহ চালু আছে?
একবার ভাবুন।

ডঃ জাকির নায়েকের ভিডিওটি দেখুন।
তিনি বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন।
প্রতি ৫ মিনিটে ২৫টি ভুল বলেন---
https://www.youtube.com/watch?v=bk5q9TeGo14

(সূত্র- 'গড়ল'-এর পোস্ট)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:



জাকির নায়েক ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের পাথর যুগে ধরে রাখার কাজটি করছেন; উনি নিজেই পাথর যুগে আছেন, আমাদের জাতিকে টেনে ওখানে রাখছেন।

আমাদের ৬০% মানুষ লিখটে পড়তে জানেন না, জাকির নায়েক সেই সুযোগ কাজে লাগিয়ে মধ্যযুগে বসবাস করছেন।

৭ দিন পর, কমেন্ট করার ক্ষমতা ফিরে পেয়েছি।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪১

আহম কামাল বলেছেন: আপনার মন্তব্য দেখে ও পড়ে ভালো লেগেছে।
ব্লগে ও পোস্ট, এটি আমার পাওয়া প্রথম মন্তব্য। তাই, আহম কামাল-এর ব্লগ' র জন্য আপনি ইতিহাস হয়ে থাকবেন।




আপনার মন্তব্য মতে- 'ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের পাথর যুগে ধরে রাখার কাজটি করছেন'। আপনার এই মন্তব্যটি না হয় ধরে নিলাম।
কিন্তু, তাঁর পিচ টিভি' র সম্প্রচার পৃথিবীর ২৪টি দেশে প্রচারিত হচ্ছে, ক্যানো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.