| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহম কামাল
আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।
আমাকে একজন প্রশ্ন করেছেন যে, 'জঙ্গি তৈরিতে তাবলীগ জামাতের ভূমিকা থাকতে পারে কী'?
অবশ্য, এই প্রশ্নটি সাম্প্রতিক সময়েই আরও কারও কারও কাছ থেকে উঠেছে মর্মে লক্ষ্য করছি।
এর আগে এমন প্রশ্ন শুনিনি।
তবে, তাবলীগ জামাতকে ঘিরে অন্য রকম একটি মন্তব্য অনেকের কাছ থেকেই শুনে এসেছি।
---তা হলো, "তাবলীগ জামাতে বিভিন্ন মামলার ফেরার আসামী বা অপরাধি অনুপ্রবেশ করে"।
গত কয়েক দিন আগে তেমন মন্তব্যের অন্তত একটি উত্তর পেয়েছি অন্তত 'একজন' তাবলীগ অনুরাগী' র কাছ থেকে।
সেই মন্তব্যটি শুনে, সেই তাবলীগ অনুরাগী' র উত্তরটি এই যে,
---"আমি একবার ৪০ দিনের একটি চিল্লায় গেছি। তখন আমাদের সঙ্গে যারা ছিলেন, তাদের মধ্যে দু' জনকে পেয়েছি- যাদের বাড়ি খুলনা জেলায়। সেই দু' জন ছিলেন 'জেল পালানো' (!) "।
©somewhere in net ltd.