নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

\'প্রথম জাতীয় ধামাচাপা উৎসব\' ও প্রাসঙ্গিক ভাবনা

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০

'প্রথম জাতীয় ধামাচাপা উৎসব' নামে ফেসবুক-এ একটি পেজ খোলা হেয়েছে।
ফেসবুক এডমিনদের দাবী- "ক্ষমতাসীন এবং প্রভাবশালীদের অপরাধের ঘটনা তদন্তে ধামাচাপা দেবার ক্ষেত্রে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। এই অর্জনকে উদযাপন করার জন্যই এই উৎসব"।

(লিঙ্কঃ Click This Link)

কিন্তু, আম জনতার প্রশ্নঃ "তারা ("ক্ষমতাসীন এবং প্রভাবশালীরা) আসলে 'ধামা'- চাপা দিতে পারলো কই"?
দিকে দিকে কতো 'ধামা' দেখতেছি।
সেই, 'ধামা আর চাপাতি' র নীচে একের পর এক আম জনতা নেতিয়ে পড়ছে।
রক্তাক্ত হচ্ছে মানুষ। রক্তাক্ত হচ্ছে মানবতা। একের পর এক অপমৃত্যুর কবলে ঢলে পড়ছে মনুষ্যকুল।
দিনে দিনে- গায়ে-গতরে বেড়ে ও শক্তিশালী হয়ে উঠছে, ধামা ও চাপাতি ওয়ালারা।

তবে, এক কথায় বা এক শব্দে- 'ধামাচাপা'- শব্দটি বেশ অর্থবহ।
---কোন ঘটনাকে সফলভাবে চাপা দেওয়াকে- এক শব্দে 'ধামাচাপা' বলা হয় বলে অনেকেই মনে করেন।
এ দিক থেকে 'ধামাচাপা উৎসব' পালন করা যেতে পারে। এই উৎসবটি পালন যথার্থ হবে বলে আম জনতা মত ব্যাক্ত করেছেন।

আলোচিত উৎসবে অংশ নিতে, ব্যাক্তিগতভাবে আমিও অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু, উৎসবটি হবার কোনো সম্ভাবনা দেখছি না। দেশে, একের পর এক বিভিন্ন ঘটনা ধামাচাপ হয়ে যাচ্ছে। এমন অভিযোগে এই 'ধামাচাপা' উৎসবটি আয়োজনের চেষ্টা করা হয়।

কিন্তু, বরাবরের মতো এখানেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। অন্যান্য ঘটনাবলি' র মতোই এই উৎসবটিও অবশেষে আয়োজকরা ধামাচাপা দিতে চলেছে। এই আয়োজকগণও সেই 'ক্ষমতাসীন ও প্রভাবশালীদের মতোই আচরণ করছে
ফলে, 'প্রথম জাতীয় ধামাচাপা উৎসব' পেজে যারা অনেক প্রত্যাশায় অংশ নিয়েছিলো- তারা আজ হতাশ।
(বলে রাখা প্রয়োজন যে, এখানে আয়োজকদের ওপর তেমন ক্ষোভ নেই অনেকেরই। কারণ, এটাই এ দেশের নীতি)।

এমতাবস্থায়, 'প্রথম জাতীয় ধামাচাপা উৎসবটি'ও ধামাচাপা দেওয়ার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে ধারণা করা হচ্ছে। এরা প্রকারান্তরে আন্তর্জাতিক কোনো গোষ্ঠী'র সঙ্গে হাত মিলিয়েছে কি-না। তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া আবশ্যক

অতএব, আসুন স্লোগান তুলিঃ
।। "উৎসব আয়োজকদের টালবাহানা, মানি না- মানবো না" ।। "আন্তর্জাতিক ষড়যন্ত্র, বন্ধ করো- করতে হবে "।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৪

গেম চেঞ্জার বলেছেন: পেজ নট ফাউন্ড!!! B:-/

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৮

আহম কামাল বলেছেন: ধন্যবাদ।


কোন পেজ-এর কথা বলেছেন?

৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

গেম চেঞ্জার বলেছেন: যে লিংক দিসেন ঐটা কাজ করছে না।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৬

আহম কামাল বলেছেন: আমি তো পাচ্ছি, ভাই।



। এখন আবার দেখেন, পান কি-না ।। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.