নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

শুভ সংবাদ (!!!)

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩২


শুভ সংবাদ (!!!)
মাননীয় দুদক চেয়ারম্যান বলেছেন, দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয়।
(এমন দুর্নীতিবাজদের চিহ্নিতও করেছেন তিনি)।
তাদের বিরুদ্ধে সুপারিশ করা হবে সরকারের কাছে।

(তবে, দুর্নীতি নিয়ে পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি তাঁর বক্তব্যে!
নিশ্চয়, এ দু' পক্ষের দেশ প্রেম, সততা, নীতি-নিষ্ঠায় তরতর করে মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ !!)
খুব ভালো সংবাদ- তাই নয় কি?
----------------------------------

মাননীয় দুদক চেয়ারম্যানের বক্তব্যের অংশ বিশেষ-
* জঙ্গিবাদ ও দুর্নীতি বর্তমানে বৈশ্বিক সমস্যা। এই দুটি একে অপরের সঙ্গে জড়িত। দুর্নীতির টাকাই জঙ্গিবাদে ব্যবহৃত হয়।
* সৎভাবে অর্থ উপার্জন করে কেউ জঙ্গিবাদের পেছনে ব্যয় করবে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জঙ্গিবাদের পেছনে টাকা ঢালছে, তারা অবশ্যই দুর্নীতিগ্রস্ত।
* সরকারি ব্যাংকগুলোর দুর্নীতি যেভাবে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে, তেমনি বেসরকারি ব্যাংকগুলোকেও গুরুত্ব দেয়া হবে।
* শিক্ষাখাতে দুর্নীতির ইঙ্গিত দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষার মান কমে গেছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে বাচ্চারা স্কুলে গেলেই পাস হয়ে যায়। যদি কোনো স্কুলে পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে উপরের ক্লাসে প্রমোশন দেয়া হয়, তাহলে আমরা মামলা করব।
* যেসব চিকিৎসক সরকারের বেতন নিয়ে গ্রামে কাজ করেন না, সেটাও ক্ষমতার অপব্যবহার। তাদের বিরুদ্ধেও মামলা হবে।
* কালো টাকা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত অর্থ দুর্নীতির গহ্বর। এর সঙ্গে ফ্ল্যাট মালিক, জমির মালিক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সবাই জড়িত। এ বিষয়ে আমরা সরকারকে সুপারিশ করবো।

---২৪-এ জুলাই, এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
(সংবাদ লিঙ্কঃ http://www.mzamin.com/article.php?mzamin=24150)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪৫

মহা সমন্বয় বলেছেন: দেখা যাক কি হয়??

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫

আহম কামাল বলেছেন: ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে সু-স্বাগতম।



জানেন তো, পানি নীচের দিকেই গড়ায়।
যত দোষ- নন্দ ঘোষ।

তবে, আম জনতা হোলো- দর্শক। তারা দেখে- কখনও হাসে, কখনও কাঁদে।
কখনও ফুঁসে ওঠে।
কিন্তু, এই আম জনতারা ছোবলও মারে।

২| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৯

ঢাকাবাসী বলেছেন: চাপা সবাই মারে। কামের কাম কিসসু করেনা। আবদুল হাই বাচ্চুরে ক্লীন বের করে দিল!

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

আহম কামাল বলেছেন: স্বাগতম, ভাই ঢাকাবাসী।



ক্লিনের তালিকা দেখলে মাথা ঘুরবে, ভোঁ ভোঁ করবে। রাগে শরির ফুঁসবে।
কিন্তু, এক সময় ক্লিন করার ক্ষুরটার ধার কমবে, খয়েও যাবে।
তারপর ...................?
ক্লিন ভুলে গেলে চলবে না- ক্লিন করার আসল শক্তি আম জনতা। তাদের কিন্তু ক্ষয় নেই। সাগরের পানি যেমন তলোয়ার দ্বারা কাটা যায় না। তেমনি আম জনতা। তাদের কাটবে কিন্তু, শেষ হবে না- বাড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.