নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

ন্যায়ের পক্ষে কথা বলতে হবে ।। নিজের বিবেককে কি বলবো?

২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:০৬

মানুষের যুক্তি-বুদ্ধি, বিচার-বিশ্লেষণ, জ্ঞান-এর চর্চা যদি রুদ্ধ করা হয়- তবে মনে রেখো- সেই মানুষগুলো ধীরে ধীরে বিকলাঙ্গ মানুষ-এ পরিণত হবে।
বিকলাঙ্গ মানুষ জাতির জন্য মহা অভিশাপ হয়ে দেখা দেবে।
প্রাকৃতিক দুর্যোগ- কোনো এক বা দু' চার জনকে বেছে বেছে আসে না।
আজ যে বা যারা অন্যের কণ্ঠ রোধ করবে। কাল অন্য কেউ তার কণ্ঠ রোধ করবে না- তার নিশ্চয়তা কে দেবে?
তুমি যে ঘৃণ্য চর্চা আজ করছো। কাল অন্য কেউ তা করবে।
তার ফলে পরশু তোমারই বুকের ধন, তোমার গড়ে তোলা বালাখানা সেই ঘৃণ্য জিঘাংসার শিকার হবে। এটা তো প্রকৃতির নিয়ম। কেনো এই নিয়ম ভুলে যাও, বাছা?

শুনোনি, "তোমারে বধিবে যে গোকুল বাড়িছেসে"।

কোনো ঘটনা- বাস্তবে কিভাবে সংঘটিত হয়েছে, কিভাবে তা মোকাবেলা হয়েছে, কি ছিলো তার অন্তরালে, সফলতা কিভাবে এসেছে- মানুষ তা জানতে চায়। এই জানতে চাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। খুবই ন্যায় সঙ্গত।
এটা কোনোভাবেই অপরাধ নয়।

মনে রেখো, পশু আর মানুষের মিল আছে বেশীরভাগ ক্ষেত্রে।
পশুর দেহ, দেহে রক্ত প্রবাহ, রক্তের লাল রঙ, অঙ্গ, প্রত্যঙ্গ, পেট, ক্ষুধা, কষ্ট, সেক্স, সন্তান প্রসব বা জন্ম, এমনকি চিন্তা-চেতনা- অনেক ক্ষেত্রেই পশুর সঙ্গে মানুষের মিল রয়েছে।
তারপরও পার্থক্য তো আছেই। কি সেই পার্থক্য?

মানুষের যে সব গুনাবলি দ্বারা পশু থেকে, মানুষকে আলাদা করেছে- সেই গুণাবলিগুলো ভুলে গেলে চলবে না। সেই গুণাবলি দ্বারা মানুষকে মানুষ হতে হবে। নইলে যে, মানুষ আর পশুতে কোনো পার্থক্য থাকবে না।

আর, আমরা কেউই কোনোভাবেই জঙ্গি-টঙ্গি'র নামে মানুষ খুন, এমন কি পরমত অসহিষ্ণু হয়ে গুম-খুন সমর্থন করতে পারি না। তা কারো জন্যই মঙ্গলজনক নয়।
এই অসমর্থনের ফলে আমার লাশও যদি কোথাও পড়ে থাকে। তো থাকুক।

কিন্তু, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। তা না হলে যে, পৃথিবী মানুষের বসবাস-এর অযোগ্য হয়ে পড়বে।
অন্তত, নিজের বিবেককে কি বলবো?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:১৯

কবীর বলেছেন: এ প্রশ্নের উত্তর কে দিবে???

২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৩

আহম কামাল বলেছেন: আপনাকে প্রশ্ন করা হলে, উত্তরাটা তো আপনাকেই দিতে হবে।
তাই নয় কি, ভাই?



। ধন্যবাদ ।। ভালো থাকুন ।

২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৬

অরুনি মায়া অনু বলেছেন: একমত পোষণ করছি

২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৪

আহম কামাল বলেছেন:



একমত/সহমত পোষণ করার জন্য ধন্যবাদ, ভাই।

৩| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:৫২

কবীর বলেছেন: বড় ভাই বেয়াদবী নিবেন না,
আজ আমরা অন্ধ,বধির কিন্তু কেন?
এদের বিবেক বলে কিছু থাকে না।।
নাম,খ্যাতি সবি বাচেঁ যদি জীবন বাচেঁ
জীবন যেখানে প্রশ্নবিদ্ধ
সেখানে, বিবেক একটি অনথক শব্দ।।

ভাল থাকুন

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:৫০

আহম কামাল বলেছেন: আবার বিবেক বিবর্জিত জীবন পশু সমতুল্য।



এখন প্রশ্ন হচ্ছে, বিবেক সম্পন্ন মানুষ হয়ে বাঁচবো, নাকি বিবেক বিবর্জিত পশুর ন্যায় বাঁচবো?
সিদ্ধান্ত- মানুষের ভেতর বসত করা বিবেকের কাছে।

৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:৫১

কবীর বলেছেন: বিবেক সম্পন্ন মানুষ হয়ে বাঁচবো ।।।

নীতিকথার চচা কেন্দ্র ফেসবুক আর ব্লগে ।।

বস্তবে যে যত বিবেকহীন, সে তত বড়,যদি ভুল না বলি।

অতি আবেগেও আবার বিবেক নষ্ট,

নিজে ভাল তো জগৎ ভাল........


ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.