নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

জঙ্গী ঘাঁটির ভেতরের দৃশ্য

২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৪:১৮

ঢাকার কল্যাণপুরে কথিত জঙ্গী আস্তানার ভেতরে পুলিশের তোলা কিছু ছবি।

তাজ মঞ্জিলের সিঁড়িতে বন্দুকযুদ্ধে ব্যবহৃত গুলির খোসা। রয়েছে রক্তের ছোপ-

জঙ্গী ঘাঁটি থেকে উদ্ধার করা অস্ত্র ও ছুরির একাংশ।

বেশ কিছু বই-পত্র সাক্ষ্য দিচ্ছে এই আস্তানায় পড়াশুনাও চলতো।

আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট-এর পতাকা। বিশ্বব্যাপী আইএস-এর ভাবধারায় উদ্বুদ্ধ বিভিন্ন জঙ্গী গোষ্ঠীও একই পতাকা ব্যবহার করে থাকে।

পুলিশি অভিযানের মুখে তড়িঘড়ি করে টাকা পোড়ানোর প্রচেষ্টা চলেছে বলে দৃশ্যত মনে হচ্ছে।

বাংলাদেশে জঙ্গীদলের কী এটাই পোশাক? গুলশানে হামলার জঙ্গীদের পরনেও একই ধরনের কালো পাঞ্জাবি দেখা গিয়েছিল।

আইএসর-এর পতাকাটিকে দৃশ্যপট হিসেবে ব্যবহার করা হয়েছে বলে ধারনা করা হয়।

সুত্রঃ
BBC
বাংলা।
(Click This Link)


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩১

চাঁদগাজী বলেছেন:




বাংগালী জংগী হাসির খোরাক, সরকারের জন্য পান্তাভাত ও জনতার জন্য রূপ-কাহিনী; জামাত ও শিবির ইডিয়টদের মিলনমেলা

২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আহম কামাল বলেছেন: জঙ্গি- বাঙ্গালী হোক বা সিরিয়া কি পাকিস্তানি।
---জঙ্গি মানবতার শত্রু।



হাসির খোরাক, পান্তাভাত, ইডিয়ট- যাই হোক- চরম মূল্য দিচ্ছে জনগণ।
আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম'র শান্তি কোন পথে?

২| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পার্তাছিনা কিছুই, ওবে আসল জঙ্গিদের মৃত্যুর ভালো সাধারণ মানুষষদের জন্য অবশ্য্য সুখবর

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৩

আহম কামাল বলেছেন: ইতিহাস সাক্ষ্য- শান্তি বা অশান্তি প্রতিষ্ঠায় প্রাণহানী ও রক্তপাত অবশ্যম্ভাবী।
পৃথিবী- আজকের এই অবস্থানে আসতে পথচলা কুসুমাস্তীর্ণ ছিলো না।



কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পৃথিবী কি মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.