| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহম কামাল
আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।
কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে সাত জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এই সাতজন হলো জোবায়ের হোসেন, সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, আব্দুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজ উল হক রাশিক, আকিফুজ্জামান ও মতিয়ার রহমান।
জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে জঙ্গিদের আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে বলে জানান ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
ডিএমপির এই উপ-কমিশনার আরও জানান, সাব্বিরুল হক কনিকের স্বজনরা ছবি দেখে পুলিশকে কনিকের পরিচয় জানালেও জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে এই জঙ্গির আঙুলের ছাপ মেলেনি।
* নাম: আব্দুল্লাহ, পিতা: মো. সোহরাব আলী, মাতা: মোসা. মোসলেমা খাতুন, গ্রাম: বল্লভপুর, থানা: নবাবগঞ্জ, জেলা: দিনাজপুর, এনআইডি: ২৭২০৪৯০০০০৩০, জন্ম তারিখ: ১৫-০১-১৯৯৩*
* মো. মতিয়ার রহমান, পিতা: নাসির উদ্দিন সরদার, মাতা: মোসাঃ খাইরুন্নেসা, গ্রাম: ওমরপুর, থানা: তালা, জেলা: সাতক্ষিরা, এনআইডি- ৮৭০১৮১০০০০০৩, জন্ম তারিখ: ০১-০১-১৯৯২ *
* মো. জোবায়ের হোসেন(২০), পিতা: আব্দুল কাইয়ূম, মাতাঃ আয়েরা বেগম, গ্রাম: পশ্চিম মাইজদী আব্দুল্লাহ মেম্বারের বাড়ী, থানা: সুধারাম, জেলা: নোয়াখালী, এনআইডি-৭৫০৯৮১০০০৪৭৯, জন্ম তারিখ: ০১-০১-১৯৯৬ *
* সাজাদ রউফ অর্ক, পিতা: তৌহিদ রউফ, স্থায়ী ও বর্তমান ঠিকানা: ৬২ পার্ক রোড, বাসা নং-৩০৪, রোড নং-১০, ব্লক-সি, ফ্ল্যাট নং-০৯, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা, পাসপোর্ট নং- ৪৭৬১৪৫৯৯২ (যুক্তরাষ্ট্রেরও নাগরিক), এনআইডি- ২৬২১৮৬০০০৫৩৬, জন্ম তারিখ: ০৬-০২-১৯৯২ *
* আকিফুজ্জামান খান, পিতা: সাইফুজ্জামান খান, মাতা: শাহানাজ নাহার, বাসা: ২৫, রোড- ১০, গুলশান, ঢাকা, এনআইডি- ২৬১১০৬০০১০০৬, জন্ম তারিখ: ১১-০৯-১৯৯২ *
* আবু হাকিম নাইম, পিতা: নুরুল ইসলাম, মাতা: মোসা. হালিমা, গ্রাম: কুয়াকাটা, থানা: কলাপাড়া, জেলা: পটুয়াখালী, এনআইডি: ৭৮১১০৩০০০৩৬৯, জন্ম তারিখ: ১৫-০১-১৯৮৩ *
* তাজ-উল-হক রাশিক, পিতা: রবিউল হক, মাতা: জাহানারা বেগম, ওয়ার্ড নং: ১৫, বাসা: ৭২, রোড: ১১/এ, ধানমন্ডি, ঢাকা, এনআইডি: ২৬১৩৫০০০০৩৯৭, জন্ম তারিখ: ০৫-১২-১৯৯১ *
জানা যায়, সাব্বির ছয় ও জোবায়ের চার মাস ধরে নিখোঁজ ছিল। জোবায়েরের বাড়ি নোয়াখালীর মাইজদি এলাকায়। নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল সে। আর সাব্বিরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুণছড়া ইউনিয়নে। ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের ছাত্র ছিল সে। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী বলে একটি সূত্রে জানা গেছে।
সেজাদের বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ব্লক-সি, ৩০৪ নম্বর বাড়ি। তার বাবার নাম তৌহিদ রউফ। নর্থ সাউথের বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র ছিল সে। শাহবাগ থানার একটি অস্ত্র মামলার আসামি ছিল সে। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের সঙ্গে পালিয়ে গিয়েছিল সে। সেজাদ র্যাব ঘোষিত নিখোঁজদের সর্বশেষ ৬৮ জনের তালিকায় তার নাম ছিল। গত ১৬ ফেব্রুয়ারি ভাটারা থানায় তার বাবা সাধারণ ডায়েরি (ডিজি) করেন।
ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, তিনজনের (শেহজাদ রউফ, জুবায়ের হোসেন ও সাব্বিরুল হক কনিক) পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা ডিএমপির প্রকাশিত ছবি দেখে পরিচয় নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে মর্গে গিয়ে স্বজনদের লাশ শনাক্ত করতে অনুরোধ করা হয়েছে। লাশ শনাক্তের পর জঙ্গিদের স্বজনদের ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর লাশ হস্তান্তর করা হবে।
।। নুরুজ্জামান লাবু১৯:৪২, জুলাই ২৭, ২০১৬ ।।
(খবরের লিংক-
http://www.banglatribune.com/national/news/125725/ )
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৮
আহম কামাল বলেছেন: ধন্যবাদ, ভাই।
মূল জায়গায় হাত ওরা (শাসকেরা) দেবে না। কারণ, ওরাই বিশ্বব্যাপী এদের তৈরি করছে।
অতএব, মূল জায়গায় হাত দিতে হবে ভুক্তভোগীদের। ভুক্তিভোগিরা জানতে হবে, বুঝতে হবে- ঘটনার মূল কোথায়? ভুজক্তভোগিদের 'জোটও' বাঁধতে হবে। ভুক্তভোগিরাই সংখায় বেশী। কিন্তু, তাদের অনেকে জানে না এবং তারা বিচ্ছিন্ন।
২|
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
ইডিয়টগুলো মরে পরিবারগুলোকে বিপদে ফেলে গেলো; পরিবারগুলো থেকে এখন পুলিশ টাকা আদায় করবে। অবশ্য পরিবারগুলো জামাত থেকে টাকা পাবে।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯
আহম কামাল বলেছেন:
বাস্তব কথা বলেছেন, ভাই।
৩|
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৯
চাঁদগাজী বলেছেন:
"জোবায়েরের বাড়ি নোয়াখালীর মাইজদি এলাকায়। নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল সে। "
-পাশ করলে ভালো চাকুরী পেতো
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০
আহম কামাল বলেছেন:
পড়াশুনা, জ্ঞান অর্জন করা কি শুধুই চাকরীর জন্য?
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৯
মহা সমন্বয় বলেছেন: টাকা দিয়ে তো কখনো মানুষকে জঙ্গি বানানো যায় না, তাহলে এরা কেন এমন হয়? কিসের নেশায়? কিসের আশায়? কি সেই প্রলোভন যার আশায় জীবনের মায়া ত্যাগ করে তারা জঙ্গিবাদের রাস্তা খুঁজে নেয়? কি এমন নেশা যার দ্বারা তাদের ব্রেইনকে ওয়াশ করা হয়? বিষয়গুলো গভীরভাবে খাতিয়ে দেখার আছে কি কেউ?
শুধু ইহুদী নাসারাদের চক্রান্ত বলে পার পাবার সময় শেষ হয়ে এসেছে, সময় এখন মূল জায়গায় হাত দেবার।