নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

"ব্লগাররা লেখনির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে "। আইজিপি\' র অভিযোগটি কতোভাগ সঠিক?

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২২

ব্লগাররা লেখনির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।
আর জঙ্গিরা মানুষ হত্যা করে সমাজের, রাষ্ট্রের, মানবতার ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

আইটিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তরুণদের অবদান স্বীকার করে তিনি বলেন, ‘তরুণদের কেউ কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ঠ আবার কেউ কেউ মুক্ত চিন্তায় আদর্শিত।
অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে বিপদ ডেকে আনছে।’
ব্লগাররা ইসলাম ধর্ম ও রাসূল (সা.) সম্পর্কে যে ধরনের কটূক্তি করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না বলেও যোগ করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দৈনিক আমার কাগজ’ এর ১৪ বছর পদার্পণ উপলক্ষে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন : কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক এ কথা বলেন।
(খবরের লিংক- http://www.banglamail24.com/news/165341 )

:) লক্ষণীয় যে, আইজিপি মহোদয়- তাঁর বক্তব্যে ঢালাওভাবে ব্লগারদের অভিযুক্ত করেছেন।
:) এমনি অভিযোগ নতুন নয়। অনেক দিন ধরেই ব্লগারদের এমনি করে ঢালাওভাবে অভিযুক্ত করার প্রয়াস চালাচ্ছেন এক শ্রেণির রাজনিতিক। লক্ষণীয় যে, ওই সব রাজনিতিক-এর ঢালাও অভিযোগের পরই সরকারের এমনি দায়িত্বশীল কর্তা-ব্যাক্তিগণ রাজনিতিকদের পদাঙ্ক অনুসরণ করছেন।
:) প্রশ্ন হচ্ছে, এই অভিযোগটি কি সঠিক?
আমার মনে হয়, তা সর্বান্তকরণ সঠিক নয়।
:) সব ব্লগার কি ধর্ম নিয়ে লেখালেখি করে?
---নিশ্চয় না।
:) যারা ধর্ম নিয়ে লেখেন তাদের সংখ্যাই বা কতো?
---নিশ্চয় হাতে গোনা কতেকজন।

তবে, এমনি ঢালাও অভিযোগ তুলে ব্লগারদের বারংবার ক্যানো সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? বিপন্ন করা হচ্ছে তাদের ও তাদের পরিবারের জীবন?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা ধর্মবিদ্বেষী ব্লগার তাদেরকেই বলা হয়েছে। খামাখা অস্থির হওয়ার দরকার নেই...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

আহম কামাল বলেছেন: তাহলে বলতে হবে- "কোনো কোনো ব্লগার" ।



। ধন্যবাদ ।। ভালো থাকবেন ।

২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৫৬

মহা সমন্বয় বলেছেন:

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

আহম কামাল বলেছেন: মুক্ত চিন্তা আর উগ্রবাদ এক নয়। যারা একে গুলিয়ে ফেলছেন- তারা ঠিক করছেন না। বরং এতে উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠী সবাইকে এক কাতারে ফেলে এবং নিরপরাধ বেক্তি ও বেক্তিদের জীবন বিপন্ন করার প্রয়াস পাচ্ছে।

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৮

বিজ্ঞান মনস্ক বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা ধর্মবিদ্বেষী ব্লগার তাদেরকেই বলা হয়েছে। খামাখা অস্থির হওয়ার দরকার নেই...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

আহম কামাল বলেছেন: তাহলে বলতে হবে, "কোনো কোনো ধর্ম বিদ্বেষী ব্লগার"



। ধন্যবাদ ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

সোহাগ সকাল বলেছেন: অনেক ইসলামিক স্কলার ব্লগারও আছেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

আহম কামাল বলেছেন: হ্যাঁ, আছেন ।



। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.