নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা শেষে

আহম কামাল

আমি একজন সংবাদ কর্মী। পাশাপাশি, ছোটো খাটো বেবসার সঙ্গে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ও পুঁথিগত বিদ্যা অত্যন্ত সীমিত। আমি জানতে শিখতে চাই। অবশ্য, জানা ও শেখার আগ্রহ ছোটো বেলা হতে ছিলো। তখন, গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি- বেলা শেষে থলে শুন্য। শেখার কোনও বয়স নেই- তাই, শুন্য দিয়ে শুরু হোক না।

আহম কামাল › বিস্তারিত পোস্টঃ

মশাল তুলে নাও

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

মশাল তুলে নাও

সর্প হয়ে দংশন করো,
ওঝা হয়ে ঝাড়ো!
শ্রমিক সেজে বার্গেনিং করো,
মন্ত্রী হয়ে ঘুরো!

অন্দর মহলে বসে তুমি
ডাকো ধর্মঘট।
মন্ত্রী না কি শ্রমিক তুমি
এ কি ভজঘট।

বন্ধু না কি শত্রু তুমি
জিজ্ঞাসে জনগণ,
অাদালতের রায়কে তুমি
করছো প্রহসন।

দেশব্যাপী তান্ডব লীলা
ভূগলো জনগণ,
তোমার কি বা যায়গো অাসে
তুমি অানমন!

ভাঙচুর হলো পুলিশ বক্স
ভাংচুর হলো গাড়ি।
এ্যাম্বুলেন্সও বাদ গেলো না
একি মহামারী!

কতো মানুষ কতো রুগী
করলো অাহাজারী,
গালভরা হাসি তোমার
অামরা পরে মরি।

জাগো ভাই জাগো ভগ্নি
নিদ্রা ভঙ্গ দাও,
মনের ভেতর জাগাও অগ্নি।
মশাল তুলে নাও।

---অাবু হেনা মোস্তফা কামাল।
০২-০৩-২০১৭ খ্রী:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.