![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশুরার রোজা
عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّه قَالَ: « صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ ».
হযরত আবূ খাতাদা, রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু, থেকে বর্ণিত নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ‘আমি আশা করি যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে তার এক বছরের গুনাহের কাফ্ফারা (ক্ষমা) হয়ে যাবে।’।
সহীহ মুসলিম: হাদীস নং: ১১৬২।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ - رضى الله عنهما – قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-: « لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لأَصُومَنَّ التَّاسِعَ ».
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, রাদিয়াল্লাহু আনহুমা, বলেন- নবীজী ইরশাদ করেছেন- ‘‘আগামী বছর যদি বেঁচে থাকি, তবে অবশ্যই নয় তারিখ রোজা রাখব’’।
সহীহ মুসলিম: হাদীস নং: ১১৩৪।
মাস্আয়া: শুধু ১০ তারিখ রোজা রাখা জায়েজ। তবে উত্তম হলো দশ তারিখের সাথে নয় তারিখ বা এগার তারিখ রোজা রাখা।
আগামি কাল বৃহস্পতিবার ৯ তারিখ, পরশু জুমাবার ১০ তারিখ এবং শনিবার ১১ তারিখ। সকলে দশ তারিখসহ যে কোন দু’দিন রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তা’য়ালা আমাদের তাওফীক দান করুন। আমীন
©somewhere in net ltd.