নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শেষ রাতের অবহেলিত চাঁদ। যাকে ইচ্ছায় অনিচ্ছায় সমাজের বেশির ভাগ মানুষ দেখতে পারে না। ঘুমের দোহাইয়ে সবাই আমার সাথে প্রতারণা করে। আর আমি সমাজ জাগতে জাগতে তে-পান্তরে হারিয়ে যায়।

আধার আমি

বাবা, আমি তোমাকে শিখিয়েছি, কিভাবে প্রজাপতির মত উড়তে হয়। বদ্ধ পুকুরে কিভাবে ছোট্ট হাতে কঙ্কর চালতে হয়। কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হয়। বাবার কোলে বসে কিভাবে চুপিচুপি গল্প শুনতে হয়। বাবার হাত ধরে কেমনে ছোট্ট পায়ে রাস্তার ধারে হাটতে হয়। তুমি আমাকে ব্যাকুল চোখে তালাশ করছো কিন্তু পাচ্ছো না। বাবা তোমার হতভাগা পিতাকে মাফ করে দিও। তোমাকে আমাকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন গড়ব বলেই এই দুরে পালিয়ে থাকা।

আধার আমি › বিস্তারিত পোস্টঃ

সুকুমার রায়ের বাজে গল্প.....

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬


দুই বন্ধু ছিল। একজন অন্ধ আরেকজন বদ্ধ কালা। দুইজনে বেজায় ভাব। কালা বিজ্ঞাপনে পড়িল আর অন্ধ লোকমুখে শুনিল কোথায় যেন- যাত্রা হইবে, সেখানে সঙেরা নাচগান করিবে।

কালা বলিল, ‘অন্ধ ভাই, চল, যাত্রায় গিয়া নাচ দেখি।’ অন্ধ হাত নাড়িয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল ‘কালা ভাই, চল, যাত্রায় নাচগান শুনিয়া আসি।’

দুইজনে যাত্রার আসরে গিয়া বসিল। রাত দুপুর পর্যন্ত নাচগান চলিল, তারপর অন্ধ বলিল, ‘বন্ধু গান শুনিলে কেমন?

কালা বলিল, ‘আজকে তো নাচ দেখিলাম-গানটা বোধ হয় কাল হইবে।’

অন্ধ ঘন ঘন মাথা নাড়িয়া বলিল, ‘মূর্খ তুমি! আজ হইল গান-নৃত্যটাই বোধ হয় কাল হইবে।’

কালা চটিয়া গেল। সে বলিল, ‘চোখে দেখ না, তুমি নাচের মর্ম জানিবে কি?’

অন্ধ তাহার কানে আঙ্গুল ঢুকাইয়া বলিল, ‘কানে শোন না, গানের তুমি কাঁচকলা বুঝিবে?’

কালা চিৎকার করিয়া বলিল, ‘আজকে নাচ, কালকে গান, ‘অন্ধ গলা ঝাঁকড়াইয়া আর ঠ্যাং নাচাইয়া বলিল, ‘আজকে গান, কালকে নাচ।’

সেই হইতে দুজনের ছাড়াছাড়ি। কালা বলে, ‘অন্ধটা এমন জুয়াচোর- সে দিনকে রাত করিতে পারে।’

অন্ধ বলে, ‘কালাটা যদি নিজের কথা শুনিতে পাইত, তবে বুঝিত সে কতবড় মিথ্যাবাদী।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

নেয়ামুল নাহিদ বলেছেন: সুকুমার রায় - এই মানুষটার জন্য সবসময় ভালবাসা। তার যে কোন লেখা পড়লেই নানাভাবে ভাল লেগে যায়।
আর গল্পটা তো অনেক সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

আধার আমি বলেছেন: হুম বাস্তব কথাই বলেছেন।

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

প্রামানিক বলেছেন: চমৎকার লাগল। ধন্যবাদ

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

আধার আমি বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| সুকুমার রায় রচনাসমগ্র সংগ্রহে আছে| সব পড়া হয়নি| ধন্যবাদ শেয়ার করার জন্য

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

আধার আমি বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.