| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহসান কামরুল
পৃথিবীটা বদলাক যুক্তির চর্চার দ্বারা। বিশ্বাসের ভাইরাস ছড়ানো এ দেশটা বদলে যাক...।
পেট্রোল বোমায় কয়েক'শো মানুষের জীবন নেয়ার পর দূর্নীতির মামলায় জামিনের একমাত্র দাবী আদায় করেই তবে 'গোলাপী বেগম' নিজের বাসভবন 'ফিরোজা'য় তাশরিফ নিলেন।
অতএব তিনি প্রমাণ করলেন, তার জামিনের দাবী ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চে শহীদ মিনার, বা স্মৃতিসৌধে যাওয়ার চেয়েও 'অধিক শক্তিশালী'! কে জানে, কামারুজ্জামানের ফাঁসির রায় হলে পেয়ারে পাকিস্তানের জন্য তিনি আবার কোন অনশনে বসেন!
আহসান কামরুল
০৫-০৪-২০১৫ খ্রি.
ঢাকা।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
পেট্রোল বোমায় কয়েক'শো মানুষের জীবন নেয়ার পর দূর্নীতির মামলায় জামিনের একমাত্র দাবী আদায় করেই তবে 'গোলাপী বেগম' নিজের বাসভবন 'ফিরোজা'য় তাশরিফ নিলেন ।
'গোলাপী বেগম'- পয়েন্দাবাদ !