![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা বদলাক যুক্তির চর্চার দ্বারা। বিশ্বাসের ভাইরাস ছড়ানো এ দেশটা বদলে যাক...।
মুজাহিদরে ডাকিয়া বলিছে সাকা,
ফাঁসি হইবো সমস্যা নাই
তবে ফেসবুক কেনো ফাঁকা...।
বাংলাদেশের সরকারের আদেশে ফেসবুক বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য! তাই আমরা মঙ্গল গ্রহে চলে আসছি, ফেসবুক ব্যবহারের জন্য! তবে বাংলাদেশ থেকে পাওয়া কোটি ডলারের বিজ্ঞাপনের ওপর ভ্যাট আরোপ করে তা আদায়ের জন্য যদি সরকার ফেসবুক বন্ধ করতো, তবে সেটা নির্দ্বিধায় মেনে নিতাম। এত্তো কষ্ট করে, টাকা-পয়সা খরচ করে মঙ্গল গ্রহে আসতাম না। একটা বিষয় অবশ্য ভালোই হয়েছে, সাকা আর মুজাহিদরে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে ওপর থেকে ভালোই ভীত দেখাইতেছে! আর ওপরের কথোপকথন স্পষ্ট শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম, কারা কর্তৃপক্ষ তাদেরকে ফাঁসির রায় শোনাচ্ছেন...।
আহসান কামরুল
১৯.১১.২০১৫ খ্রি.(বাংলাদেশে ফেসবুক বন্ধকালীন সময়)
মঙ্গল গ্রহ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬
তিক্তভাষী বলেছেন: দুদিন আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেছিলেন আপত্তিকর পোস্ট বন্ধে ফেসবুকের সঙ্গে চুক্তি করবে সরকার।মনে হয় চুক্তি স্বাক্ষরে সফল হওয়ার পূর্ব পর্যন্ত নিজগুনে ফেসবুকে আপত্তিকর(!) পোস্ট বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছেন উনি।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
আরণ্যক রাখাল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
চ্যাং বলেছেন: হায়রে বাকস্বাধীন বাংলাদেশ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!