নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

তানভীর আহমেদ সিদ্দিকী

You may have noticed, I don’t put myself in to scary situation.

তানভীর আহমেদ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

হাতির ঝিলে বাইকের কিরিঞ্চি

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

কয়েক দিন আগে হাতির ঝিল দিয়ে আসার সময় দেখলাম একজন ভদ্রলোক চলন্ত বাইক নিয়ে বিভিন্ন কসরত দেখাছেন। এই রকম কিরিঞ্চি জিনিস আমি আগে সরাসরি দেখি নাই। এই প্রথম। তখন বুজলাম কেন হাতির ঝিলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। পাবলিকরে ভাল রাস্তা দিয়া লাভ নাই। হুস থাকে না। ভাল রাস্তা বানাইলেও বিপদ। খারাপ রাস্তা হলেতো কথাই নাই। হাতির ঝিলে কিছু ভাঙা চুড়া রাস্তা থাকা দরকার। তাহলে ইনশাল্লাহ দুর্ঘটনা কম হবে বলে আমার ধরনা।



ভিডিও দেখুন





মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
পোলাপান প্রায়ই বাইক নিয়া কিরিঞ্চি দেখায় !

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: বন লাগান দরকার।

২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

হেডস্যার বলেছেন:
সে যখন এক যায়গায় দাঁড়ায় তারে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমায়।
টিকেট কাটলে কম টাকা উঠত না !!
চিড়িয়াখানার বান্দর দেইখা ও এত মজা নাই বিশ্বাস করেন। আমি নিজে দেইখা মজা পাইছি। ;)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ;);)

৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

শিপু ভাই বলেছেন:
মোটরসাইকেল নিয়া কিরিঞ্চি করা ভাল না। এক্সিডেন্ট একদিনই হয়!!!
তারপর আর জীবনেও বাইক চালানোর ভাগ্য নাও হৈতারে!!!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: কথা সত্য।

৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

আয়রন ম্যান বলেছেন: ট্রাফিক আইন অনুযায়ী ঐ ছেলেটি দন্ডনীয় অপরাধ করছে। কারণ সে যেই রাস্তা দিয়া কিরিঞ্চি দেখাইলো সেইটা কিরিঞ্চি দেখানোর রাস্তা নয়। মুহুর্তেই দূর্ঘটনা ঘটতে পারতো।
আমাদের ট্রাফিক পুলিশদের উচিৎ এদের শায়েস্তা করা।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ট্রাফিকই নাই, আবার আইন।

৫| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

বোকা_ছেলে বলেছেন: দেখা মাত্র গুলি হইতে পারে। আমিনা আলমগীর কাগু কইছেন। আইন শ্রেং্খলা ভংগকারী কে দেখা মাত্র,,,,

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ;)

৬| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মুহসিন বলেছেন: বাইকওয়ালারা প্রায় বেপরোয়া হয়ে পড়েন। কিন্তু সেটা যে কত ঝুঁকির তা কেবল দুর্ঘটনায় পড়লেই বুঝতে পারেন!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: খাটি কথা

৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

ত্ানজীর বলেছেন: হাতিরঝীল এ যখন প্রথম গিয়েছিলাম তখন আকাবাকা রাস্তা দেখেই মনে হয়েছিল আখানে প্রাই দুর্ঘটনা ঘটবে । তার উপর কিছু পাকনা আছে যারা নিজেরে প্রমান করতে গিয়ে অন্য কেও বিপদে ফেলে । আকবর চিন্তা করে দেখেন আপনি রাস্তা দিয়ে সুন্দর করে গাড়ী ড্রাইভ করছেন কিন্তু একটা পাকনা আপনার সামনে দিয়ে হোন্ডা নেয়া এমন খেল দেখাল যে দুর্ঘটনাই ঘটাল ঠিক তার পেছনে আপনার গারিটা ছিল তখন কি হতে পারে?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: তাকে চাপা দেওয়া যেতে পারে।

৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

আরজু পনি বলেছেন:

কয়েকদিন আগে রাতে হাতির ঝিলে গিয়েছিলাম, পাশ থেকেই কয়েকটা মোটর বাইক চলে গেল, তাদের মধ্যে একজন আবার তামাশা দেখানো শুরু করলো, আমরা বলতে শুরু করেছিলাম নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটবে, এবং অবাক হয়ে খেয়াল করলাম সামনেই জটলা...কারণ আর কিছুই নয়, সেই তামাশা ওয়ালাই পপাত ধরণীতল!

সত্যিই খুব মেজাজ খারাপ হইছিল!

জীবন নিয়ে এসব তামাশা দেখতে চাই না।

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: জীবন টা মস্ত বড়।
খাও দাওয় মজা করো।

এই নীতি নিয়ে চলাফেরা করলে, বিপদ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.