![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
মিরপুর থেকে মহাখালী যেতে আমার সকালে সময় লাগে ১ ঘণ্টা ১৫ মিনিটের মত। আবার বিকালে মহাখালী টু মিরপুর ফেরত আসতে লাগে ১ ঘণ্টা ৩০ মিনিট। +- হিসাব করে মোট ৩ ঘণ্টাই ধরলাম। সপ্তাহে ৬ দিন আমার বের হতে হয়। সেই হিসাবে মাসে, রাস্তায় মোট সময় থাকা হয়, ৩০ দিন গুন ৩ = ৯০ ঘণ্টা। বছরে ১২ মাস x ৯০ ঘণ্টা = ১০৮০ ঘণ্টা (৪৫ দিন)। যদি ধরি, আমি আরও ২৫ বছর বেঁচে থাকবো এবং রাস্তায় থাকার সময় যদি অপরিবর্তিত থাকে, তবে আমার বাকী ২৫ বছরে, রাস্তা কাটাতে হবে ২৭০০০ ঘণ্টা (১১২৫ দিন বা ৩৭.৫ মাস বা ৩.১২৫ বছর)। যদিও এই সময় আরও অনেক বেশী। এই সময়টাকে কি ভাবে কাজে লাগিয়ে ব্যালেন্স করা যায় চিন্তক হয়ে, কিছু পয়েন্ট বের করলাম।
১. ২৪ ঘন্টার অন্য সময় না ঘুমিয়ে, জার্নির সময় ঘুমাতে হপে। তাতে ঘুমও হবে, আবার রাতে না ঘুমিয়েও অন্য কাম করা যাবে। বাসে সিট না পাইলে ঘোড়া হতে হপে। আর যারা রাতে না ঘুমিয়ে সারারাত জেগে ফেসবুকিং করে উল্টা পাল্টা পোষ্টান, তাদের জন্য রাস্তায় থাকার সময় এই পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।
২. খাওয়া দাওয়ার অংশ, খাওয়ার টেবিলে না করে যাত্রা পথে করা। এক্ষেত্রে শুকনো জাতীয় খাবার হতে হবে। তা না হলে বাসে আপনার আইটেমের ঝোল যদি ময়নার বাপের উপর পড়ে। তাইলে কিন্তুক খবর আছে।
৩. বই পড়া। বাসের ভিতরে ৩ বছর বই পড়লে, জিআরই, আইএলটিএস, নোবেল-টোবেল কোন ব্যাপারই না মাম্মা।
৪. জিকির করা। ২৭০০০ ঘণ্টার মধ্যে ২৭০০ ঘণ্টাও যদি করা যায়, অলি না হয়ে যামু কই।
৫. ল্যাপি/স্মার্ট ফুন দিয়ে আউটসোর্সের কাজ করা। খালি ট্যাকা আর ট্যাকা।
৬. পাশের সিটের বসে থাকা মানুষটার সাথে আলাপ করা। নিজের ব্যাবসা থাকলে ফাক তালে তার প্রচারনা চালানো বা ভাল মানুষ বানানোর জন্য দাওয়াত দেওয়া...
৭. বাসে হকারি করতে করতে যাওয়া। বেচা কেনাও হবে আবার নিজের গন্তব্যেও পৌছানো হবে।
ভাবছিলাম ১০ পয়েন্ট লিখবো। আর তো বাইর হইতাছে না। কি করি। কি করি।
এ্য্য্য্য ইয়ে মানে, ট্রাফিক জ্যাম আমাদের অনেক অনেক অনেক উপকার করে, যে সময় আমরা অনেক গঠনমূলক কাজ করতে পারি। যা লিখে শেষ করা সম্ভব নয় ।
এক জায়গায় পেলামঃ
১ বছরের মূল্য বুঝতে হলে আমাদেরকে সেই ছাত্রকে জিজ্ঞাসা করতে হবে যে পরীক্ষায় পাস করতে না পারায় নতুন শ্রেণীতে ভর্তি হতে পারেনি।
১ মাসের মূল্য বুঝতে হলে সেই মা-কে জিজ্ঞাস করতে হবে যে নাকি একটি প্রিমেচুর বাচ্চা(গর্ভধারণের ৩৮ সপ্তাহের পূর্বেই) জন্ম দিয়েছেন।
১ সপ্তাহের মূল্য বুঝতে হলে আমাদেরকে সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে জিজ্ঞাস করতে হবে।
১ ঘন্টার মুল্য বুঝতে হলে আমাদেকে সেই লোককে জিজ্ঞাস করতে যে কিনা আগের বাস মিস করে ১ঘন্টা পরের বাসের জন্য অপেক্ষা করছেন।
১ মিনিট এর মূল্য বুঝতে হলে সেই লোককে জিজ্ঞাস করতে হবে যিনি নাকি ১ মিনিটের জন্য ট্রেইন মিস করেছেম।
১ সেকেন্ডের মুল্য তিনিই ভালো বুঝতে পারবেন যিনি নাকি এইমাত্র একটুর জন্য দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন।
১ মিলিসেকেন্ডের মূল্য অলিম্পিকের সেই রৌপ্যপদক বিজয়ীই ভালো বলতে পারবেন যিনি নাকি ১ মিলিসেকেন্ডের জন্য স্বর্ণপদক পাননি।
বি.দ্রঃ কোন আইডিয়া থাকলে শেয়ার করুন। নাম সহকারে আইডিয়া পোস্টানো হপে।
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫
আলাপচারী বলেছেন: ?
???
++++
৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩
এ কে এম রেজাউল করিম বলেছেন: জানতাম জল জমে পাথর হবে। রক্ত গড়িয়ে ক্ষত বাড়াবে, অপ্রাপ্তি থেকেই ঘৃণা আসবে। জানতাম, একদিন, তুমি হারবে। একদিন সাক্ষাৎ যমদূত এসে বলবে তোমায়,
তুই রাজাকার
তুই রাজাকার
তুই রাজাকার !
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ???
৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: ৮ - সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল কানে হেডফোন লাগিয়ে রেডিও প্যাক প্যাক শোনা।
৯ - আমি বিভিন্ন শিক্ষামুলক আপস অফিস থেকে ইন্সটল করে বাসে বসে দেখি।
১০ - প্রিয়জনের সঙ্গে প্রিয় কোন মুহূর্তের কথা মনে করলে অনেক সময় পার হয়ে যায়। কেউ কেউ টেলিপ্যাথির মত জটিল অবস্থায় পৌঁছে যায়।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯
তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: ৮ এবং ১০ নম্বরের ফায়দা আমার কাছে নাই। ৯ নং কে সাধুবাদ জানাই।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
অন্যসময় ঢাবি বলেছেন: সৃজনশীল কাজ, যেমন কবিতা লিখা, নাটক বা বিজ্ঞাপন এর জন্য আইডিয়া চিন্তা করার উপযুক্ত সময় হল যানজট।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যক্তি জীবনে আপনি মনে হয় খুব হিসেবি লোক।