![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
নতুন বাচ্চার নাম খোঁজার নিমিত্তে শারমান ভাই আমার কাছে এলেন আজ। সিদ্দিকী ভাই, একটা নাম ঠিক করে দেন আমার ভাতিজার জন্য। বাবার নাম শাইফ, মায়ের নাম খাইরুন। দুইজনের নামের সাথে মিলিয়ে নতুন একটা নাম দেন।
হু। শাহরুখ খান রেখে দেন।
না না ভিন্ন কোন নাম দেন।
দেখি চিন্তা করে।
চিন্তা এবং নেট ঘেটে যা পেলাম তা হল, বাঙ্গালীরা সাধারনত অলস প্রজাতির। এ জন্য নাম রাখার ব্যপারে তারা বেশী কষ্ট এবং সময় নষ্ট না করে ছেলে মেয়ে একজনের সাথে মিলিয়ে অপরজনের নাম রেখে দেয়। যেমন ছেলের নাম শারমান হলে মেয়ের নাম রেখে দেয় শারমিন। আরও আছে। আনোয়ার-আনোয়ারা, হাসান-হাসনা, কমল-কমলা, হামিদ-হামিদা, সুলতান-সুলতানা, খালেদ-খালেদা, ফারহান-ফারহানা, নাসিম-নাসিমা ইত্যাদি। সিম্পল সূত্র টা হল ছেলের নামের শেষে “আ” শব্দ যোগ করে মেয়ে শিশুর নাম রেখে দেওয়া হয়। সেই হিসাবে আবার সনাতন ধর্মের অনুসারীরা দাস থাকলে দাসা বা সেন-সেনা, ধর-ধরা, কর-করা, নাগ-নাগা ব্যবহার করেন না।
বাংলাদেশে বিয়ের পর সাধারনত মেয়েদের নাম চেঞ্জ হয়। মরিয়ম সুলতানার স্বামীর নাম কাউসার আহমেদ হলে, বিয়ের পর মরিয়মের নাম হবে মরিয়ম আহমেদ। আজকাল অবশ্য মেয়েরা আর স্বামীর নামের কোন অংশ নিতে চায় না। তবে সন্তান জন্মের পর কিন্তু স্বামীর নাম অবশ্যই পরিবর্তিত হবে। স্বামীর নামের প্রথম অংশ হয় সন্তানের নাম এবং শেষ অংশ হয় আব্বা বা আব্বু। যেমন ফাতিহার আব্বা বা আলভীর আব্বু।
মাঝ দিয়ে ডিস শুরু জামানায় বিদেশী বিখ্যাত ব্যক্তিদের নাম অনুসরণ করে নাম রাখার প্রচলন শুরু হয়েছিল। যেমনঃ লেনিন, পুতিন, সাদ্দাম, স্ট্যালিন, অলড্রিন, রোমিও, জুলি/জুলিয়েট, জেমস,ডালাস, জন ইত্যাদি।
নামের শুরু দিকে বাঙ্গালীরা মোহাম্মদ ব্যবহার করে বেশী। আবেগী জনকুল মাঝে মাঝে কারো নামে মোহাম্মদ না থাকলেও জোর করে মোহাম্মদ বসিয়ে দেয়। তবে সংক্ষিপ্ত রূপে মোঃ/MD বেশী প্রচলিত। এ বাদে এসকে, এএসএম, এএফেমবি, এসএম ও দেখা যায়।
কমন কিছু নামের শেষাংশ হল আলী, খান, হোসেন, পাটোয়ারী, রহমান, ইসলাম, উদ্দিন, জামান, বেগম,আহমেদ, খাতুন, সুলতানা...
বাঙ্গালীরা বড় নাম পছন্দ করে না। বড় নাম সামনে পেলে তারা নিজের মত ছোট করে নেয়। যেমন বখতিয়ার কে বকতি, ফইয়সাল কে ফাসু, সরফরাজ কে সরফি, শানতনু কে শান্তু ইত্যাদি নামে ডাকা হয়।
নাম মানুষের স্বভাব চরিত্রের উপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব ফেলে। কাকতালীয়ভাবে দেখা যায় ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যের মিল থাকে। তাই নাম রাখতে হবে ভেবে চিন্তে। সময় নিয়ে, সুন্দর নাম রাখুন।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
খেলাঘর বলেছেন:
MD লেখার কারণে অনেক বাংগালীকে বিদেশে ডাক্তার ভাবেন