নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওবায়েদ উল্লাহ আইমান

ওবায়েদ উল্লাহ আইমান › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট সংযোগ ছাড়াই ইন্টারনেট

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই । ভালো থাকাটাই সবসময়ের জন্য প্রত্যাশা ।

তথ্য প্রযুক্তির বদৌলতে বর্তমানে আমরা এখন অনেকখানি এগিয়ে আছি । এ এগিয়ে থাকাই শেষ নয়, এখনো বাকী আছে বহু দূর পথ পাড়ী দেয়ার । কিন্তু বহুদূর পথ পাড়ী দেয়ার পূর্বেই যদি থমকে দাড়াতে হয় তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক । আপনি সাত সমুদ্র তের নদী পার হওয়া অনেক দূরের কথা । হঠাৎ খেয়াল করে দেখলেন আপনিতো এখনো তীরেই দাড়িয়ে আছেন । তবে যদি হঠাৎ দৌড় শুরু করেন তবে কতটুকু সফল হবেন । এখানেই শেষ নয়, সমস্যা্ আরো আছে । হঠাৎ দৌড় শুরু করে কিছুদুর হয়তো আগালোন কিন্তু তাতে হাত পা ভাঙ্গার শঙ্কাও থেকে যাবে। যাইহোক আমি আমার প্রসঙ্গের কাছাকাছি চলে এসেছি ।


ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে যখন আমরা এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক তখন আমাদেরকে থমকে দেয় কিছু বাধা বিঘ্ন, কিছু প্রতিবন্ধকতা এবং কিছু সমস্যা । সমস্যাগুলোকে ওভারকাম করাও অনেক কষ্টসাধ্য, আবার এটিকে বাদ দিয়ে চলারও সুযোগ নেই । এমন পরিস্থিতিতে আপনি কি করবেন । হ্যাঁ, আমি মোবাইলের ডাটা কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের কথাই বলছি । যে দেশে আমরা ইন্টারনেট সহজলভ্য করার জন্য গলা ফাটিয়ে ফেলছি, আন্দোলনে বিলিয়ে দিচ্ছি নিজেদের, সে দেশেই আমাদের ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে গুণতে হচ্ছে প্রচুর টাকা । যা আমাদের স্থবির করে দিচ্ছে, রুদ্ধ করে দিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার পথ ।



আমাদের দেশে যারা যারা ব্রডব্যান্ড সংযোগের সুবিধা পাচ্ছেন, তারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন প্রতিনিয়ত । কিন্তু যাদের ব্রডব্যান্ড সংযোগ নেই, তারা বিপাকে পড়েন প্রতিনিয়ত । সবকিছুতেই যেন সীমাবদ্ধতা । ডাউনলোড দেয়া যাবেনা, আপলোড করা যাবে না । মোবাইল কোম্পানীগুলো যেন গলা টিপে ধরে রাখে । আপনি যে ডাটা কানেকশনই ব্যবহার করেন না কেন তা অত্যন্ত ব্যবয়বহুল । সাম্প্রতিক আমি ১০০ মেগাবাইট ইন্টারনেট কিনেছিলাম গ্রামীনফোন এর কাছ থেকে, অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হওয়ার কারণে সেটি শেষ হয়ে গিয়েছিলো মাত্র ৫ মিনিটেই । অতপর আবার ২৫০ মেগাবাইট কিনেও নিস্তার পাইনি, সেটি শেষ হয়ে গেছে ১০ মিনিটে। সেক্ষেত্রে আপলোড ডাউনলোডকেতো রীতিমত কবর দিতে হবে । চিন্তাই করা যাবে না এসবের । যেখানে আপলোড ডাউনলোড ছাড়াই ডাটা শেষ হয়ে যাচ্ছে কয়েক মিনিটের ব্যবধানে সেখানে কি করে আমরা আগাবো, কিভাবে গড়বো ডিজিটাল বাংলাদেশ । এবার কিনলাম ১ জিবি, কিন্তু তাতে সমস্যা, মেয়াদ ১৪ দিন আর স্পীড কম। কেমন লাগে বলুনতো । আবার বাংলালিংকের মাধ্যমে ১ জিবি কানেকশন কিনলাম, কিন্তু আরো বাজে অবস্থা । ২ জী দেখাচ্ছে, কোন পেজে ঢুকছেনা । ১০ মেগাবাইটও ব্যবহার করতে পারলাম না । চটকা মেরে বাদ দিয়ে দিলাম ডাটা কানেকশন নেয়ার বিষয়টি । এমন পরিস্থিতিতে খুব ভালো লাগার কথা, তাই না??? হ্যাঁ, এভাবেই মোবাইল কোম্পানীগুলো ডাটা কানেকশনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা । এ যেন বিলাসবহুল লাক্সারী ডাটা কানেকশন । অথচ ব্রডব্যান্ড সংযোগে মাসিক মাত্র ৫০০ টাকায় আপনি এক লাখ টাকার সম পরিমাণ ডাটাও ডাউনলোড করতে পারবেন নিশ্চিন্তে । এবার ভেবে দেখুন আপনি কোনটি করবেন । কোন একসময় ব্রডব্যান্ড কানেকশনের সুবাদে আমি ১৩০ জিবি ডাউনলোড করেছিলাম মাত্র ৩ দিনের ব্যবধানে । আবার আরেক সময় ৫ দিনে ডাউনলোড করেছিলাম ৭১ জিবি । এভাবে আরো কিছু ডাউনলোড করেছি যার পরিমাণ প্রায় ৫০০ গিগাবাইট এর অধিক । অথচ এ ডাটা যদি আমি মোবাইলের ডাটা কানেকশনের মাধ্যমে ডাউনলোড করতাম তবে নিসন্দেহে আমাকে বাড়ীর জমিও বিক্রি করা লাগতো ।


আর কত!!! সময় এসেছে প্রতিবাদ জানানোর । মোবাইল কোম্পানীর এরকম ডিজিটাল প্রতারণা থেকে মুক্তি চাই । আর সরকারের কাছে ব্রডব্যান্ড সংযোগ আরো সহজলভ্য করার জন্য আকুল আবেদন জানাই ।


উপরের শিরোনাম দেখে হয়তো চমকে উঠেছেন ইন্টারনেট সংযোগ ছাড়াই ইন্টারনেট কিভাবে সম্ভব । হ্যাঁ, সত্যি কেমন হতো যদি ইন্টারনেট সংযোগ ছাড়াই ইন্টারনেট পাওয়া যেত । সুলভ মূল্যে ব্যবহার করা যেত স্বপ্নের ইন্টারনেট, তবে কেমন হতো । এ দুঃস্বপ্ন বাস্তবায়নের পথ ধরেই আমাদের এ পথ চলা শুরু হোক । দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি, মোবােইলের ডাটা কানেকশন আর ব্যবহার করবো না, প্রয়োজনে ইন্টারনেট সংযোগ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করবো । চেষ্টা করুন যত কষ্টই হোক, গ্রামে পাড়ায় মহল্লায় ব্রডব্যান্ড সংযোগ পাওয়ার জন্য দৃঢ় কন্ঠে আওয়াজ তুলুৃন । বিটিসিএলসহ বিভিন্ন ব্রডব্যান্ড কোম্পানীকে ইন্টারনেট সুবিধা আরো সহজলভ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি । মোবাইল ডাটা কানেকশন পরিহার করে বিটিসিএল, স্যাটেলাইট ও অন্যান্য ব্রডব্যান্ড এর প্রতি সমর্থন দিয়ে জনসমর্থন তৈরী করুন । তাতে দেশ ও জাতির অনেক কল্যাণ হবে ।


মোবাইল এর ডাটা কানেকশনকে না বলুন !!! থ্রীজী এর বদৌলতে ডিজিটাল প্রতারণার নতুন সকল ফাঁদকে না বলুন এবং এড়িয়ে চলুন চিরতরে ।



সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

[url]আমার ওয়েবসাইট । [url] http://e-aiman.blogspot.com


[url]আমার ফ্যানপেজ । [url] http://facebook.com/aimancse


[url]আমার ফেসবুক । [url] http://facebook.com/obaid.aiman[/url]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

ফান তুফান বলেছেন: ভাল বলিয়াছেন! মাগার কতা অইল গেরামে ইহা যায়বেনা, ইহা শহুরের জনিস গিরামে যাইতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.