নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ম’লে জান ইল্লিন সিজ্জিন রয়
যতদিন রোজ হিসাব না হয়।
কেউ বলে জান ফিরে জন্মায়
তবে ইল্লিন সিজ্জিন কোথায় খুঁজি।।"
#ইল্লিন ও #সিজ্জিন কি ?
ইল্লিন জান্নাতের একটা অংশ বা খন্ড। সাত আসমানের উপরে সিদরাতুলমুনতাহা পেরিয়ে, আলমে নাসুত পেরিয়ে, আলমে মালাকুত পেরিয়ে খোদার সিংহাসন আরশের নিচে ইল্লিনের অবস্থান।
দুনিয়াতে যারা ঈমানদার মুমিন, দ্বীনদার, নেককার, নামাজী আল্লাহ ও তার রাসূলের (সাঃ) দেখানো পথে চলেছে মৃত্যুর পর হাশরের আগ পর্যন্ত তাদের রুহকে ইল্লিনে রাখা হয়।
মানুষের দেহ নশ্বর পঁচে যায় গলে যায় কিন্তু রুহ অমর যার মৃত্যু নেই। মানুষের মৃত্যু পর যখন তাকে কবর দেয়া হয়, কবরের সাওয়াল জবাব শেষে ফেরেস্তাগণ বান্দার রুহ নিয়ে আসমানে উদ্দেশ্যে রওনা হন। মৃত্যুর পরে ধাপে ধাপে এসব প্রক্রিয়া ঘটে যার প্রথম ধাপ কবর।
যদি কোন মানুষকে বাঘ খেয়ে ফেলে, যদি কোন মানুষ আগুনে পুড়ে মারা যায় যাদের দেহের কোন অংশই অবশিষ্ট থাকে না, যদি কোন মানুষ পানিতে ডুবে মারা যায়, যাদের দেহ গলে পঁচে যায়, পানিতে মাছে খেয়ে ফেলে, যাদের দেহের কোন অংশই অবশিষ্ট থাকে না তাদের কি হবে?
সে ক্ষেত্রে কবরের পরের স্তরে তার সাওয়াল জবাব হয়। মানুষের পাপ-পুণ্য, আমল, নেকি ভালো-মন্দের সাওয়াল জবাবের জন্য কবরের প্রয়োজন নেই।
প্রতিটি রুহ সৃষ্টি থেকে এই দুনিয়ায় মায়ের গর্ভে ভ্রুণ হয়ে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু ফেরেস্তাগন লিপিবদ্ধ করে রাখেন। মৃত্যু পরে একজন মানুষের রুহ নিয়ে মালাকুল মউত আজরাইল ও তার সত্তুর হাজার সাথী ফেরেস্তাগণ আসমানের উদ্দেশ্য রওনা হন। প্রথম আসমানের দরজায় পৌছালে প্রথম আসমানের দরজার প্রহরী বা পাহারাদার ফেরেশতাগণ প্রশ্ন করেন, তোমরা কাকে নিয়ে এসেছো? তখন ফেরেস্তাগণ বলেন, অমুকে নিয়ে এসেছি। তখন ফেরেস্তাগণের কাছে সেই রুহের আমলনামা পেশ হয়। ফেরেস্তাগণ দেখেন, সেই রুহ দুনিয়াতে নামাজী, দ্বীনদার, ঈমানদার ছিল কি না? ঈমানদার হয়ে থাকলে পরম করুণাময় আল্লাহপাকের আদেশে আসমানের সত্তুর হাজার দরজা খুলে যায় এবং সেই রুহকে ইল্লিনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যেখানে কেয়ামতের পর হাশরের বিচারের আগ পর্যন্ত সকল ঈমানদার বান্দাগণের রুহকে রাখা হয়। সেখানে তারা বেহেশতের সকল সুখ ভোগ করে।
সিজ্জিন হলো জাহান্নামে এক টুকরো বা অংশ। যার অবস্থান সাত তবক জমিনের নিচে।
যারা এই দুনিয়ায় কোরান পড়েনি, আল্লাহ ও তার নবীর (সাঃ) কথা শোনেনি ও তার দেখানো পথে চলেনি তারা সবাই হাশরের আগ পর্যন্ত সিজ্জিলে থাকবে।
পূর্বের ন্যায় মৃত্যু পরে ফেরেস্তাগণ রুহ কবজ করে আসমানের প্রথম দরজায় কড়া নাড়বেন। আগের মতই, যেই রুহ নিয়ে উপস্থিত হয়েছে সেই রুহ যদি বেনামাজি বেঈমান কাফের মুনাফেক পাপী আল্লাহর নেয়ামত ও দ্বীন থেকে দূরে পাপে ব্যাভিচারে লিপ্ত ছিল, সেই রুহের জন্য সকল দরজা বন্ধ থাকবে।
সেই রুহ নিয়ে ফেরেস্তাগণ একের পর এক দরজায় কড়া নেড়েও যখন কোন দরজা তার জন্য খুলবে না এবং সকল দরজার ফেরেস্তাগণ লানত বর্ষণ করবে, তখন রুহ কবজকারী ফেরেস্তারা সেই রুহকে আসমান থেকে জমিনের দিকে ছুঁড়ে মারবে যার গতি এতটাই হবে যে তা সাত তবক জমিন ভেদ করে সিজ্জিনে পৌঁছে যাবে। দোজখের সকল শাস্তি এই সিজ্জিনে বিদ্যমান এবং
হাশরের আগ পর্যন্ত এইসব রুহ সিজ্জিনে শাস্তি ভোগ করবে।
- লিংকন।
photograph copyright.
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাবার হোটেলে খাচ্ছেন?