নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\" https://www.facebook.com/ajoblinkon.official

আজব লিংকন

সহজ মানুষ

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

আজ বিদ্রোহী কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী তাকে স্মরণ করছি পরম শ্রদ্ধা সাথে।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৩

"যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে।
বুঝবে সেদিন বুঝবে।"

আজ বিদ্রোহী কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী তাকে স্মরণ করছি পরম শ্রদ্ধা সাথে।

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হ’লে কেঁদে কেঁদে
ফিরবে মর” কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙে নিশুত্‌ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদ্‌নাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুজবে।

গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আস্‌বে যখন কান্না,
ব’লবে সবাই-“ সেই য পথিক তার শেখানো গান না?’’
আস্‌বে ভেঙে কান্না!
প’ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প’ড়বে মনে অনেক ফাঁকি
অশ্র”-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে-
বুঝ্‌বে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন,
তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প’ড়বে মনে, উঠবে কাঁদি’!
বুকের মালা ক’রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু স্বজন,
থাকবে রাতে বাহুর বাঁধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে আবার শীতের রাতি, আসবে না ক আ সে-
তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে,
আসবে না ক’ আর সে!
প’ড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হ’য়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে!

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে,
প’ড়বে মনে সে কোন্‌ রাতে
এক তরীতে ছিলেম সাথে,
এমনি গাঙ ছিল জোয়ার,
নদীর দু’ধার এমনি আঁধার
তেম্‌নি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে!

তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ-
সখার কারা-বন্ধ!
বন্ধু তোমার হান্‌বে হেলা
ভাঙবে তোমার সুখের মেলা;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শান- এ ভার
মরণ-সনে বুঝ্‌বে-
বুঝবে সেদিন বুঝ্‌বে!

ফুট্‌বে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,
আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদ্‌নী-
চৈতী-রাতের চাঁদ্‌নী।
ঋতুর পরে ফির্‌বে ঋতু,
সেদিন-হে মোর সোহাগ-ভীতু!
চাইবে কেঁদে নীল নভো গা’য়,
আমার মতন চোখ ভ’রে চায়
যে-তারা তা’য় খুঁজবে-
বুঝ্‌বে সেদিন বুঝ্‌বে!

আস্‌বে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাঁধবে বুকে দুঃখ-রাতে-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগ্‌বে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে।

আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হান্‌ত,
সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–
আসবে তখন পান’।
হয়ত তখন আমার কোলে
সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,
আপনি সেদিন সেধে কেঁদে
চাপ্‌বে বুকে বাহু বেঁধে,
চরণ চুমে পূজবে-
বুঝবে সেদিন বুঝবে!
অভিশাপ (দোলনচাঁপা)
- কাজী নজরুল ইসলাম।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার শ্রদ্ধাঞ্জলী।+ +
এমন গঙ্গাজলে গঙ্গাপূজার সাথে কবি হৃদয়ের দু একটি কাব্য কথন থাকলে আরও জমে উঠতো।

শুভকামনা আপনাকে।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৩

আজব লিংকন বলেছেন: দাদা পুরো কবিতা পরার পরে হাত আর কোনকিছুই লিখতে চায় না। কিভাবে একজন মানুষ এত শব্দ আর এত অনুভূতি এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলে।

কবির নাততি খিলখিল কাজী আজ বলেছেন, কবির কবিতা বাংলাদের বাহিরে ছড়ানোর ঊদ্দ্যেগ গ্রহণ করা হচ্ছে না, কবির কবিতা গ্রন্থ-র ইংরেজী আনুবাদ করার দাবি জানান।

২| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

শেরজা তপন বলেছেন: ~এই কবিতাটার সাথে আমার ছেলেবেলার বিশেষ একটা স্মৃতি জড়িয়ে আছে।
তবে সত্যিকার অর্থে পুরো কবিতাটা আজকেই- আপনার সৌজন্যে পড়লাম।
কবিতা নিয়ে আমার মত অর্বাচীন আর কি-ইবা বলবে

- দারুন শ্রদ্ধাঞ্জলি +

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৭

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ দাদা।

৩| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


কবি জীবিত নন?

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৬

আজব লিংকন বলেছেন: দাদা আপনি দারুণ। যত দেখি অবাক হই আমি আজব না আপনি!

৪| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৮

রাজীব নুর বলেছেন: দেখুন এই প্রশ্নের উত্তর গুলো পারেন কি না?
# কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত?
# বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন?
# কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত?
# কবি নজরুলের প্রথম রচনা কোনটি?
# কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
# আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন?
# কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
# কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল?
# নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?
# ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
# কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়?
# কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
# কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি?
# এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
# বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
# কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন?
# আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি?
# ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন?
# কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন?
# ‘চন্দ্রবিন্দু' কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
# ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
# কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?
# কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম লিখুন?
# কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
# কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
# বহরামপুর জেলে বসে বাংলা ১৩৩০ সালে কবি নজরুল কোন কবিতাটি লেখেন?
# ‘সাম্যবাদী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
# কত সালে কবি নজরুল কে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
# কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়?
# ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবরণ করতে হয়?
# কখন কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা এবং একুশে পদক প্রদান করা হয়?
# কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলকে ডক্টরেট উপাধি প্রদান করেন?
# কত সালে কাজী নজরুল ইসলাম কলিকাতা থেকে স্থায়ী ভাবে ঢাকায় আসেন?
# কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগ্য শিরঃপীড়ায় আক্রান্ত হন?

৫| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:০২

আজব লিংকন বলেছেন: # কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত?
উঃ জন্ম ২৫ মে, ১৮৯৯ সাল, (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ), মৃত্যু ২৯ আগষ্ট, ১৯৭৬ সাল (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)।

# বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন?
উঃ দুখু মিয়া।

# কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত?
উঃ বিদ্রোহী কবি।

# কবি নজরুলের প্রথম রচনা কোনটি?
উঃ বাউন্ডেলের আত্মকাহিনী।

# কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
উঃ মুক্তি (১৩২৬ বাং)।

# আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন?
উঃ আয়না।

# কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
উঃ সঞ্চিতা।

# কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল?
উঃ বিদ্রোহী।

# নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?
উঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।

# ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
উঃ প্রবন্ধ গ্রন্থ। প্রকাশকাল-১৯৬০ সালে।

# কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৩৩৮ (১৯২১), কার্তিক সংখ্যা, মোসলেম ভারত পত্রিকায়।

# কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা, প্রকাশকাল-১৯২২ সালে।

# কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি?
উঃ রুবাইয়াৎ-ই-হাফিজ এবং রুবাইয়াৎ-ই-খৈয়াম।

# এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
উঃ ৫১টি।

# বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উঃ কাজী নজরুল ইসলাম।

# কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন?
উঃ ১৯১৭ সালে।

# আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি?
উঃ রাজবন্দীর জবানবন্দি।

# ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন?
উঃ মিসেস এম রহমান।

# কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন?
উঃ সাহসিকা।

# ‘চন্দ্রবিন্দু' কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
উঃ গল্প

# ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
উঃ কাব্যগ্রন্থ

# কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ ‘ধূমকেতু’ (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১)।

# কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম লিখুন?
উঃ মৃত্যুক্ষুধা(১৯৩০), বাধঁনহারা (১৯২৭), ব্যাথার দান (১৯২৭)।

# কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উঃ শিউলী মালা।

# কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
উঃ প্রলয় শিখা (১৯৩০ সালে)।

# বহরামপুর জেলে বসে বাংলা ১৩৩০ সালে কবি নজরুল কোন কবিতাটি লেখেন?
উঃ ইন্দু প্রয়ান।

# ‘সাম্যবাদী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
উঃ কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’ পত্রিকায়।

# কত সালে কবি নজরুল কে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
উঃ ১৯৭৪ সালে।

# কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়?
উঃ ১৯২৪ সালে।

# ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবরণ করতে হয়?
উঃ ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়ৎ’।

# কখন কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা এবং একুশে পদক প্রদান করা হয়?
উঃ ১৯৭৪ সালে ঢাকা আনার পরে।

# কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলকে ডক্টরেট উপাধি প্রদান করেন?
উঃ ১৯৭৪ সালে।

# কত সালে কাজী নজরুল ইসলাম কলিকাতা থেকে স্থায়ী ভাবে ঢাকায় আসেন?
উঃ ১৯৭৪ সালের ২৩ শে মে।

# কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগ্য শিরঃপীড়ায় আক্রান্ত হন?
উঃ ১৯৪২ সালের আগষ্ট মাসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.