নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

কনডেম সেল

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৯



ছোট্ট একটা ভেন্টিলেটর– চার দেয়ালে আমি
আলো-আঁধারি আবছায়ায় জীবনের গল্প বুনি ।
গগনের বুকে ফাটল– আক্রোশে সৌদামিনী
ভেঙ্গে-চুড়ে চৌচির আমার ভেতরে আমি ।

আমাকে দিনের আলো শুকায় ,
আমাকে রাতের আঁধার ভেজায় ;
তোমার দেয়া প্রতিটা মিথ্যা আশ্বাস ;
প্রতিটা নিঃশ্বাসে এখন রোজ আমায় ভাবায় ।
অথচ কতটা নির্লজ্জ আমার মন—
ঘৃণার বদল তোমার জন্য ভালোবাসা জাগায় !

ক্ষনিকের জন্য উঁকি দেয় রোদ
ক্ষনিকের জন্য চাঁদ ।
কালেভদ্রে সপ্তর্ষিমণ্ডলী ;
আর বাকীটা সময়– নীরব নিঝুম কালো রাত ।

আমার দোষ— আমার পাপ,
আমার পূণ্য— আমার অভিশাপ।
নির্জনতা— আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ পন্থা।
যেখানে চোখের পলকে ভাসে, আমার সম্পূর্ণ জীবনটা।

জেলখানায় বন্দী মানুষ,
মানুষের দেহকারাগারে বন্দী প্রাণ।
ছটফট করে মানুষ
খোঁজে জীবনের মানে অবিরাম।।

রোদের হাসিতে চাঁদের হয় ফাঁসি ;
চমকে উঠি— ভাঙ্গে দুঃস্বপ্নময় ঘুম।
শোনা যায়— খিলখিল— হায়েনার অট্টহাসি।
একটা হুতুম পেঁচার ডাকে যখন চোখ বুজি আমি।

একটা ক্লান্ত নদী
দুই তীরে যার শুভ্র কাশফুলে ভরা ।
পাশাপাশি ছুটে চলা দুটি ঢেউয়ের মতো
তুমি আর আমি ।
যাদের কখনো মিলন হয় না ।

কত কাছাকাছি তবুও কত দূরত্ব ।
আমরা আপন বলয়ের মাঝে বন্দী—
না ছোঁয়া যায় ;
না তার হাতটা ধরা যায় ;
যাকে প্রদক্ষিণ করে অনবরত ঘুরছি আমি ।

অদৃশ্য এক মায়ার টান তার প্রতি আমায় টানে
যেভাবে অনল মৃত্যুপানে পতঙ্গদের টানে ।
কত বাহানায়, শত উপমায়, শুধুশুধুই —
কেন নিজেকে তার এক অবিচ্ছেদ্য অংশ ভাবি আমি ?

হয়তো তারও ছিল কিছু বাধ্যবাধকতা
যেমন সবারই থাকে কিছু না বলা সীমাবদ্ধতা ।
কাউকে বুঝাতে না পারার অক্ষমতা ;
যে অক্ষমতায় অপ্রকাশিত আমাদের অসীম অসহায়ত্ব ।

আমার বাধ্যকতায় ছিলাম আমি অবাধ্য ।
এমন কোনো সীমানা ছিল না, যেখানে ছিলাম আমি সীমাবদ্ধ ।
তোমার ভালোবাসায় হলাম আমি আবদ্ধ ।
ভালোবাসার বাধ্যবাধকতায় আমাদের যত অসীম অসহায়ত্ব ।

উলঙ্গ তরবারির নখের উপর সাম্রাজ্য জয়ী
সম্রাট অশোক কিংবা বাজীরাও ।
অপ্রতিরুদ্ধ যোদ্ধাটাও দিনের শেষে
বিভৎস পরাজয়ের শিকার হয় ।
শত্রুর বুকে এত দম ছিল কই !
আপনজনের কাছেই প্রতিটা মানুষ হেরে যায় ।

একশো বাইশ পৃষ্ঠা লিখেছিলাম
একশো একুশ পৃষ্ঠা জুড়ে তুমি ।
শেষের একপৃষ্ঠা জুড়ে সব দায়ভার আমি নিলাম
তুমি নির্দোষ, অপরাধী আমি ।
তুমি বেকসুর খালাস — কনডেম সেলে আমি ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৫

হাসান জামাল গোলাপ বলেছেন: নির্জনতা - সেখানেই আত্ম-উপলব্ধি।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৬

আজব লিংকন বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জামাল ভাই।

২| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আহা!

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৭

আজব লিংকন বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইজান।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

জুল ভার্ন বলেছেন: আহারে জীবন!
ভাবের জগতে নয়, বাস্তব কন্ডেম সেলের চাইতেও কঠিন গুহায় ১১ দিন থেকেছি- সাথে প্রতিদিন নির্মম শারিরীক নির্যাতন!

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

আজব লিংকন বলেছেন: "বাস্তব কন্ডেম সেলের চাইতেও কঠিন গুহায় ১১ দিন থেকেছি . . ."
ভাইজান আমি জানি এর অনুভূতি কেমন। কিভাবে জানি তা বলতে পারব না।
ভাবের জগত নয় বড় ভাই লেখাটা আমার বাস্তব অনুভূতির কাব্যিক বহিরপ্রকাশ।
শারিরীক নির্যাতনের থেকে বড় নির্যাতন হলো মানসিক নির্যাতন।
যাইহোক, সময় সব ক্ষত সেরে দেয়, সেই ধর্য্য রেখে আগামীর পথ চলা।।
দোয়া রাখবেন।।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহা কি জীবন!

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৯

আজব লিংকন বলেছেন: মধুর জীবন। হি হি...
পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইসাব।।

৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মায়াস্পর্শ বলেছেন: আজকে পুরোটা পড়লাম।
অসাধারণ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.