নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

চাতক পাখি

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৯


চাতক একটা পাখি। ছোট এই পাখির বসবাস সমুদ্রের কিনারায়। এই পাখির একটা বৈশিষ্ট্য হচ্ছে সে বৃষ্টির পানি ছাড়া অন্য কোন পানি পান করে না। তৃষ্ণায় জীবন শেষ হয়ে গেলেও না। সে শুধুমাত্র বৃষ্টির পানি খেয়েই বেঁচে থাকে।

সুফি, ফকির, কবিরাজ, বাউল, সাধু-গুরুদের কাছে চাতক একটা সাধনার প্রতীক। ঠিক চাতকের মতই তারা নিজেদের সাধনার প্রতি অনর থাকতে চায়। চাতকের মতো কোন কিছুই যেন তাদের সাধনা-ধ্যান, লক্ষ্য, উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটাতে না পারে।

ভাবুন তো আপনার চোখের সামনে এক নদী জল অথচ আপনি তৃষ্ণায় মারা যাচ্ছেন। পারবেন জল না খেয়ে থাকতে?

বর্তমান সমাজের অবস্থা ঠিক তেমনি— একই স্বরূপ। চারিদিকে মুনাফিক আর বেইমান এবং তাদের গড়ে তোলা অনিয়ম আর দুর্নীতির চাকচিক্যময় জীবন আর অঢেল টাকা-পয়সার লোভ দিয়ে তৈরি সামাজিক সিস্টেম।

পারবেন এমন সমাজে একদিন কোন প্রকার পাপ ছাড়া টিকে থাকতে? পারবেন নাহ। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ— প্রতিদিন আপনাকে কোন না কোন ভাবে পাপের ভাগীদার, অংশীদার হতেই হবে। কারণ চুপ থাকাও যে একটা পাপ।

সাধারণ মানুষদের কাছেও চাতক একটি অনুপ্রেরণার উৎস। সমুদ্রের পানির মতো আপনার চোখের সামনে এক সমুদ্র পাপের টাকা, ঘুসের টাকা, হারামের টাকা অথচ আপনি আল্লাহ—ঈশ্বরের আদেশ মেনে তা ছুঁইছেন না, স্পর্শ করছেন না। আপনি আপনার ঈমানের প্রতি অনর।।

যারা নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্যে অনর থেকে সংগ্রাম চালিয়ে যায়, তারাই একটা সময় সফল হয়। হয়তো ইহকালে— নয়তো আখিরাতে। আল্লাহ, ঈশ্বর অথবা মনের মানুষ সকলের কথা জানেন, শুনেন এবং দেরীতে হলেও সাড়া দেন। আমার মনে হয়, শত নিরাশায় এক বুক আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন।।

চাতক নিয়ে ফকির লালন সাঁইজী অসংখ্য বাণী, কালাম, পদ বলে গিয়েছেন। যার মধ্যে আমার ভালো লাগা কিছু পদ :-

❝চাতক ম’লে যাবে জানা। ঐ নামের গৌরব রবে না। জল দিয়ে করো সান্তনা অবোধ লালনে।। চাতক বাঁচে কেমনে? মেঘের বরিষণ বিনে।।❞

❝মেঘে কত দেয় গো ফাঁকি। তবু চাতক মেঘের ভুখী। অমনি নিরিখ রাখলে আঁখি। তারে সাধক বলে।। অমৃত মেঘের বারি, মুখের কথায় কি মেলে। চাতক স্বভাব না হলে।।❞

❝চাতক পাখির এমনি ধারা। অন্য বারি খায় না তারা। প্রান থাকিতে জ্যান্তে মরা। ঐ রূপ ডালে বসে ডাক।। আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ। সে রূপ দেখবি যদি নিরবধি, সরল হয়ে থাক।।❞

❝নবঘন বিনে বারি। খায় না চাতক অন্য বারি। চাতকের প্রতিজ্ঞা ভারি। যায় যাবে প্রাণ সেও ভালো।। ওরে বিধি হায়রে বিধি। তোর মনে কি ইহাই ছিলো।। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী ম'লো।।❞

❝চাতক প্রায় অহর্নিশি। চেয়ে আছে কালো শশী। হব বলে চরণদাসী। তা হয় না কপাল গুণে।। মিলন হবে কত দিনে।আমার মনের মানুষের সনে।।❞

বৈশাখের বর্ষা শুরু হয়ে গেছে। বসে বসে ঝুম-ঝুম বৃষ্টি পড়া দেখছি। কর্ম-ব্যস্ততা পাশ কাটিয়ে বৃষ্টি দেখলেই চায়ের কাপ হাতে মন আমার আপন মনেই গেয়ে ওঠে লালনের ভালোলাগা প্রিয় কিছু গান। বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। যদি না তার বাসা পুরান ঢাকা হয়। হা হা এটাই বাস্তব। যারা বর্ষাকালে পুরান ঢাকায় যায়নি তারা এই কথার মর্ম বুঝবে না। যাইহোক, বর্তমান আমি পুরান ঢাকায় নেই তাই আই লাভ রেইন। বর্ষা উপভোগ করি। চাইলে আপনিও "চাতক" নিয়ে আপনার পছন্দের কিছু লাইন লিখে যেতে পারেন। লালন ভক্তদের জয় গুরু।।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩১

যামিনী সুধা বলেছেন:



শুরুতেই গলদ!
চাতক মৌসুমী দেশগুলোর সর্বত্র বাস করে ও দিনে প্রতি ঘন্টায় পানি পান করে। ব্লগে লেখার সময় ভেবেচিন্ত লিখবেন।

২| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৭

এইচ এন নার্গিস বলেছেন: চাতক পাখির একটা ছবি পাঠান দেখি এটা গ্রামে গঞ্জে আছে কি না।

৩| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫১

আজব লিংকন বলেছেন: ❝১৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:০২
মিরোরডডল বলেছেন:
এই পোষ্টের পর দুই বছর নয় মাস মিসিং ছিলো কেনো?❞

ব্লগে এসেই প্রিয় মিরোর আপুর দুইটা মন্তব্য চোখে পড়লো, প্রিয় মিরোর আপু অসংখ্য ধন্যবাদ এই অধমের খোঁজ রাখার জন্য। আপনাকেও শুভ নববর্ষ। নতুন বছরের অনেক অনেক শুভ কামনা রইলো।

"এই পৃথিবী বড় ব্যস্ত" জীবু'দার লেখা একটা কবিতা আছে না
❝ঘাসের ভিতর ঘাসের মতো পৃথিবীর ভিড়ে আমি ভিড়
আমাকে নিয়ে পৃথিবীর স্বচ্ছ স্বাভাবিক ভিড় তৈরি হয়
আমি প্রত্যক্ষ নই— আমাকে খুঁজে বার করতে হয়
আমার মৃত্যুও ভিড়ের ভিতরে: কখন জন্মেছি, কখন শেষ হয়ে গেলাম,
কেউ খবর রাখে না।
পৃথিবীর একগুচ্ছ মৃত ঘাসের মত: একদিন সবুজ ছিলাম,
এই আনন্দ নিয়ে হারিয়ে যেতে হবে-

"কেউ খবর রাখে না" আজ সেই লেখার পরিপ্রেক্ষিতে জানলাম, কেউ কেউ খবর রাখে।
প্রিয় মিরোর আপু এটা আপনার জন্য
কেউ খবর রাখে না

৪| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৯

যামিনী সুধা বলেছেন:



আপনি বলছেন যে, আজকের সমাজে, চারিদিকে বেইমান ও মুনাফিক? মানুষকে ও সমাজকে এইভাবে দেখার কারণ হচ্ছে আপনার নিজস্ব সমস্যা; মানুষ ও সমাজ সব সময় ভালো থাকে ও থাকার চেষ্টা করে। পঁচা মানসিকতাকে রিপেয়ার করেন।

৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যামিনী সুধা = ব্লগার মিরর ডোল?

ইয়া মাবুদ!

লেখা ও থট প্রসেসে প্লাস।

১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

আজব লিংকন বলেছেন: "যামিনী সুধা = ব্লগার মিরর ডোল?"
পাগল নাকি ! আরে নাহ ভাই। যামিনী সুধা কেডা আমি চিনি নাহ।
ডল আপা আমার অনেক আগের অন্য একটা পোস্টে এই মন্তব্য কবেছিল। ওটাই এই খানে টেনে এনেছি। দুইটাই বৃষ্টি রিলেটেড এবং কোইন্সিডেরন্সলি একই দিনে মিলে গেছে।।

লেখা পড়ার জন্য ধন্যবাদ ভাই।

আর উপ্রে নিচে এই সব খ্যাত-খামার মার্কা কমেন্ট পইড়া আপনি টাইম নষ্ট করবেন না ভাই।

আমার মাঝখানের আঙ্গুল খাঁড়া কইড়া চাইলেই আমি ওদের উত্তর দিতে পারি বাট দেব না।

৬| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


সুফী,সাধক,মনীষিকে চাতক পুষতে বলবেন,তারপর লিখতে বলবেন।

৭| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

বাকপ্রবাস বলেছেন: আমরা সুশাসন এর জন্য চাতক হয়েছিলাম কিন্তু যে লাউ সেই কধু, সরকার ঠিকই দোষরদের নিয়ে চলছে, বিএনপি জামাত নির্বাচন এর জন্য মরিয়া। ঘুুরেফিরে ভারতের বি টিম দিয়ে দেশ চলবে। ইউনুস একটু বৃষ্টি হয়ে এসেছিল, নির্বাচন এর পর আবার যে লাউ সেই কধু

৮| ১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৫

শায়মা বলেছেন: লালন শাহের গানের অর্থ বুঝতে গেলে মাথা তালগোল লেগে যায়। অবাক হই কেমনে ভেবেছেন তিনি।


চাতক নাকি বৃষ্টির পানি ছাড়াও মাটিতে নেমে এসে পানি খায়। তবে কেনো লালন এই গানা লিখলো বুঝলাম না।

৯| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়লাম।
মন্তব্য গুলোও পড়লাম।

১০| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৬

মিরোরডডল বলেছেন:




থ্যাংকস লিংকন, লিংক শেয়ার করার জন্য।
দেখেছি এবং শুনেছি, ভালো লেগেছে।
ভালো থাকবে, পরে কথা হবে।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.