নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,

আজম মাহমুদ

আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma

আজম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আপনার ফেসবুকের তথ্য, ছবি, স্ট্যাটাস, বন্ধু তালিকা, মেসেজসমূহ, নোটস এক কথায় সকল কিছুই ব্যাকআপ করুন।

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭

কোন কোন ক্ষেত্রে দূর্ভাগ্যবশত আপনার ফেসবুক এ্যাকাউন্ট ব্লক, ডিজেবল, সাসপেন্ড কিংবা বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ফেসবুকে থাকা প্রয়োজনীয় সকল কিছু চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছুদিন পর পর আপনার ফেসবুকের ডাটা ব্যাকআপ করে রাখুন। প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন। এবার উপরে ডান কোনায় হোম বাটনের ডান পাশে সেটিংসে গিয়ে এ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করুন। এখন General Account Settings পেইজটির নিচের দিকে দেখুন লেখা আছে Download a copy of your Facebook data. এখানে ক্লিক করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিন। কিছুক্ষণের মধ্যে আপনার ফেসবুকের জন্য নিবন্ধিত ইমেইলে একটি লিংক চলে আসবে। সেই লিংকে একবার ক্লিক করে আপনার ফেসবুকের ডাটা ব্যাকআপ ফাইল ডাউনলোড করে নিন। উল্লেখ্য এই ফাইলটি জিপ ফাইল হিসেবে থাকে, এটিকে যে কোন জিপ সফওয়্যার (WinZip, WinRAR) দিয়ে আনজিপ করে নিন। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন। শুভ ফেসবুকিং!



*কিছুদিন আগে আমার ফেসবুক এ্যাকাউন্টটি কোন কারণ ছাড়াই ডিজেবল হয়ে চিরতরে বন্ধ হয়ে গেছে। আমার সাধের সব পোষ্ট, ছবিসহ প্রিয় বন্ধুদের হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছি! এই কাজটি যদি একবার করে রাখতাম! এইরকম দূর্ভাগ্যজনক পরিস্থিতিতে যেন আর কাউকে পড়তে না হয়, মূলত সেজন্যই আমার এই পোষ্ট। এই পোষ্টটি তাই আমার হারিয়ে যাওয়া ফেসবুক এ্যাকাউন্টকে উৎসর্গিত করা হলো!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধইন্না। জানা ছিল.....

২| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

মো রেজাউল করিম বলেছেন: একগুচ্ছ তাজা ধইন্যা পাতা

৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

আসিক ইসলাম বলেছেন: ভালো লাগলো.............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.