![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ যে দূরে সেন্ট মার্টিন দ্বীপ
সেন্ট মার্টিনে ট্রলার
সেন্ট মার্টিন এর সৈকত
সেন্ট মার্টিন এর সকালের সৈকত
সেন্ট মার্টিন এ ইঞ্জিনবিহীন ভাঙ্গা ট্রলার
ছেঁড়াদ্বীপের লবেস্টার
সেন্ট মার্টিন এর বেলা শেষের সৈকত
ঢাকা কলেজের খেলার মাঠ (এই সবুজের জন্য এখন হাহাকার লাগে)
ঢাকা কলেজের পুকুরের দুইটি ছবি
ঢাকা কলেজের ভিতর একটি রাস্তা
ঢাকার এক দল ছেলে
ডিভাইস:
সেইন্ট মার্টিনের ছবিগুলো: সনি এরিকসন সাইবার সট, ৩.১ মেগাপিক্সেল
পরের গুলো স্যামস্যাং
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪০
আকন বিডি বলেছেন: ধন্যবাদ। কেন প্রথম পাতার অনেকখানি জুড়ে আছে আমিতো জানি না। একটু সাহায্য করতে পারবেন এই সমস্যা সমাধানে?
২| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
নেওয়াজ আলি বলেছেন: প্রাকৃতিক মনোরম দৃশ্য
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪১
আকন বিডি বলেছেন: ধন্যবাদ।
আলি ভাই আপনি তো সাজেক আসা যাওয়া করেছেন। "একটু বিস্তারিত, পথ, খরচ, থাকা খাওয়া মানে টোটাল বাজেট কত করলে ভালো ভাবে বেড়িয়ে আসা যাবে। ২-৩ দিনের জন্য টুর এর জন্য। দর্শনীয় স্থান কি কি?" তথ্য দিলে উপকার হত।
৩| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭
করুণাধারা বলেছেন: আমিতো কখনো এমন ছবি ব্লগ দেইনি, তাই ঠিক কারণটা বলতে পারছি না। শুনেছি প্রথম ছবি দেবার পরে কয়েক লাইন লেখা থাকলে থাকলে প্রথম পাতায় শুধু প্রথম ছবিটাই থাকে, বাকি ছবি পরের পাতায় যায়।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০০
আকন বিডি বলেছেন: আমি ঠিক বুঝতে পারছি না, কি করলে ঠিক হবে।
৪| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢাকা কলেজের ভিতর এরকম পুকুর আর মাঠ আছে জানা ছিল না। এগুলি মনে হয় ভিতরের পাশে অবস্থিত। আমরা তো শুধু সামনের অংশ দেখি।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০২
আকন বিডি বলেছেন: দুইটা মাঠ আছে আর একটা পুকুর।এই পুকুরে বহুবার সাঁতার কেটেছি।
৫| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৮
ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
মাছ এবং ভাঙ্গা ট্রলারের ছবি দুর্দান্ত।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৫
আকন বিডি বলেছেন: ধন্যবাদ।
২০০৯ এ তোলা সেন্ট মার্টিনের ছবি গুলো। পরের গুলো ২০১৪-১৫ এর দিকে।
৬| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: আমার বাসায় আজ নেট খুব বেশি স্লো। ছবি গুলো দেখা যাচ্ছে না।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৫
আকন বিডি বলেছেন: অন্য সময় না হয় দেখেন যখন নেট খুব ফাস্ট হবে।
৭| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
শেষ ছবি:
২০ বছর পর, এইসব নাগরিকদের ভবিষ্যত কি রকম হওয়ার সম্ভাবনা?
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭
আকন বিডি বলেছেন: কালা জাহাঙ্গীর, মুরগী মিলন, এরশাদ সিকদার এদের নাম শুনেছেন?
৮| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫০
মা.হাসান বলেছেন: ছোটো খেলনা প্লেটে বাচ্চা লবস্টার ম্যাক্রো লেন্স দিয়ে তুললেও বড় দেখাতে পারে । পাশে একটা স্কেল বা রেফারেন্স কিছু রাখলে আমার মতো অবিশ্বাসিদের মুখ বন্ধ থাকে।
প্রথম পাতায় অনেক অংশ জুড়ে ছবি দেখা গেলেও এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। যারা ব্লগ ডিজাইন করেছেন তারা কোড ফিক্স করে নিলেই পারে। আর যত ছবিই দেন না কেনো বা যত ছবিই দেখা যাক না কেনো, প্রথম পাতায় পনেরোটা পোস্টই জায়গা পাবে।
চমৎকার সব ছবি। আরো বেশি থাকলে আরো ভালো লাগতো।
১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৮
আকন বিডি বলেছেন: সরি দেরিতে উত্তরের জন্য।
১. যে কজন স্বাক্ষী ছিল তার মধ্যে দুই জন অস্ট্রেলিয়ায়, এক জন কানাডায়, আর দুই জন দেশে। তাই তাদের একসাথে হাজির করতে পারবো না এই বিষয়ে স্বাক্ষ্য দিতে। তবে তাদের সাথে সরাসরি দেখা করে এই বিষয়ে তাদের মতামত নিয়ে ব্লগে একটা আর্টিকেল লিখলেন। আমরা তা পড়ে অবিশ্বাস মুক্ত হতে পারবো।
২. মোবাইলটা ছিল সনি এরিকসন , তাদের এই মোবাইল দিয়ে অনু পরমাণুর ছবি তোলা গেলো না অথবা কেন সেই অনু পরমানুর মাপ দেখালো না এইরকম একটা উকিল নোটিশ তাদের দেন। তা হলে ভবিষ্যতে এই সমস্যা সমাধান হবে।
৩. অথবা একটা রকেট এ উঠেন, আলোর গতি অতিক্রম করে সেই ২০০৯ সালে চলে গিয়ে নিজ হতে ধরে মেপে তার পর না হয় বিশ্বাস করলেন।
এতগুলা সমাধান মূলক পরামর্শ বিনা পয়সা এই কলি যুগে কে কারে দিবে।
ধন্যবাদ। ছিল কিন্তু না না কারণ ছবি গুলো হারিয়ে ফেলেছি।
৯| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৭
রামিসা রোজা বলেছেন:
সুন্দর ছবিতে আমার ভাললাগা রেখে গেলাম +++
১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯
আকন বিডি বলেছেন: ধন্যবাদ। ভালে লেগেছে জেনে খুশি হলাম।
১০| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!!
১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০
আকন বিডি বলেছেন: থ্যাংকস
১১| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
শুধু চিংড়ি মাছের ছবিটা ভালো লেগেছে।
১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২০
আকন বিডি বলেছেন: ভাই আমিতো আপনার মত প্রফেশনাল না। এগুলো সেই ২০০৯ সালের দিকে ৩.১ মেগাপিক্সলে তোলা। কত আর ভালো তোলা যাবে।
যাক একটা ছবি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
১২| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
জুন বলেছেন: সেন্ট মার্টিনের ছবি দেখে খুব ভালো লাগলো আকন বিডি। আমি প্রথম বার যখন গিয়েছিলাম তখনকার সেই নৈসর্গিক সৌন্দর্য দ্বিতীয়বার পাইনি। চিংড়ি মাছ দেখে ছেরা দ্বীপের কথা মনে পরলো। খুব সুন্দর মনভালো করা ছবিতে প্লাস।
+
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৩
আকন বিডি বলেছেন: ধন্যবাদ।
প্রথমবার যখন সেন্ট মার্টিনে ভিজিট করি, তখন ১৯৯৯ সাল। অনেক ছবি তুলি কিন্তু ফিল্ম নস্ট হবার কারনে সব বাতিল হয়ে যায়। পরে আরো একবার যাই ২০০৯ সালে তখন এই ছবিগুলো তুলি। সেখানের নীল রং খুব ভালো লাগে।
১৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪২
মিরোরডডল বলেছেন:
ওয়াও ! কি সুন্দর ছবিগুলো ! মাথা নষ্ট করা ।
ঠিক এরকম একটা ছোট ট্রলারে আমরা সাতজন ফ্রেন্ডস সেন্ট মার্টিন গিয়েছিলাম ।
আচ্ছা আকন, এতো সুন্দর সমুদ্র সৈকতের ছবির মাঝে হঠাৎ করে ঢাকা কলেজের মাঠের ছবি কেনো
এটা কি ঠিক হয়েছে । ওটা একটা ভিন্ন পোষ্ট হতে পারতো
আর শেষের ছবির কথা কি বলবো !!!!
এ বয়সের বাচ্চাদের এরকম অবস্থায় দেখলে মন বিষণ্ণ হয়ে উঠে ।
ওদের কোথায় থাকার কথা আর কোথায় আছে !!!!!
১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৭
আকন বিডি বলেছেন: কি বলেন? আপনি যে ছবি গুলো দিয়েছেন তার তুলনা এই সব ছবি কিছুই না।
আমার কাছে অল্প কিছু ছবি ছিল, যে গুলো ফেসবুকে আছে। সেখান থেকে এই ছবি দিয়েছি। সেন্ট মার্টিনের ছবিগুলো ২০০৯ সালের।
ইট পাথরের এই ভীরে প্রচন্ড হাহাকার নিয়ে থাকি সবুজের জন্য। তাই ঢাকা কলেজের ছবি দেওয়া।
আর পোস্টাইতো হাবিজাবি। তাই সবকিছু মিশানো।
তাদেরও ইচ্ছা হয় ছবি তোলার। তাই এই ছবিটা হাটতে গিয়ে তুলেছিলাম। তাদের হাসিগুলো অদ্ভুত সুন্দর।
১৪| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২১
মিরোরডডল বলেছেন:
বুঝতে পারছি সবুজের জন্য আকনের মন কেমন করে ।
ঢাকার খুব কাছেই কিছু জায়গায় যেতাম শুধু সবুজ দেখতে । তার একটা হচ্ছে সিংগাইর মানিকগঞ্জ, লেস দেন ওয়ান আওয়ার । যেদিকে তাকাবে শুধুই সবুজ । আরেকটা নাম ভুলে গেছি টঙ্গি বাইপাস হয়ে পুবাইলের আগে । পুবাইলও খুব সবুজ আর সুন্দর । ওখানেও যাওয়া হয় ।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২২
আকন বিডি বলেছেন: ছবি নাই সেই স্থানের?
১৫| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৪
মিরোরডডল বলেছেন:
নাহ তো !!!
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৯
আকন বিডি বলেছেন: অনেক দিন হচ্ছে কোথাও বেড়াতে যাই না নানান কারনে, করোনার কারনে অবস্থা খারাপ, অফিস আর বাসা। মাঝে একদিন আশুলিয়ার বেড়ি বাধেঁ অনেকক্ষুন হাঁটি। মেঘলা আকাশ, পাগলা বাতাস, খুব ভালো লাগছিলো। এরপর আবার শহরে। ঢাকা এখন অসহ্য লাগছে। তাই সবুজের জন্য হাহাকার।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫০
আকন বিডি বলেছেন: অজি সবুজের আরো কিছু ছবি দিয়েন।
১৬| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১০
মিরোরডডল বলেছেন:
হুম বুঝতে পেরেছি । সেরকম সবুজ এ মুহূর্তে রেডি নেই, পরে খুঁজে দেখবো ।
যেটা সামনে পেলাম তাই দিচ্ছি । এটা একটা গ্রিন ভ্যালী । ওখানে ছিলাম একরা্ত ।
সানসেটে দূরে নীল পাহাড় ।
এটা ভোরবেলায় বিফর সানরাইজ । এই জুলাইয়ে ।
কিছুটা কুয়াশা আর কিছুটা মেঘ ।
১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪১
আকন বিডি বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬
করুণাধারা বলেছেন: ছবিগুলো চমৎকার, কিন্তু প্রথম পাতার অনেকখানি জুড়ে আছে।