নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

হাবিজাবি কিছু ছবি ২

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৪

করোনা কালে সাধারণত বাসা আর অফিসের মাঝেই আসা যাওয়া। আজকের এই দিনে হঠাৎ পাওয়া ছুটিতে একটু হেঁটে আসলাম ঢাকার কয়েকটি স্থানে, সে সময় ছবিগুলো তুলি, মোবাইলের মেইন ক্যামেরার লেন্স এর উপর স্ক্র্যাচ পরা, তাই সেলফি ক্যামেরা দিয়ে তোলা। রেজুলেশন খুবই কম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আগারগাঁও মোড়ে কর্মযজ্ঞ






সেকেন্ড গেইট




সারি সারি মেহেগনি গাছ


একা হয়ে থাকা মেহেগনি গাছ


গাছকে অবলম্বন করে বেঁচে থাকা কিছু আগাছা


বিজয় সরনির মোড়ে


কয়েকটি নারিকেল গাছ



ঐ দূরে ঐ পারে কামরাঙ্গা গাছ দুই নারিকেল গাছের মাঝে


কয়েকটি তাল গাছ


সবুজের ঘাস


এখানে কি কি খাবার আছে?

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮

আমি সাজিদ বলেছেন: শেষের ছবিটার সবগুলো খাবারের নাম বলুন

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫০

আকন বিডি বলেছেন: এইটাতো আমি জানতে চেয়েছি

২| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



৩ বিলিয়ন ডলার ব্যয় করে, মেট্রোরেল না করে, দরকার ছিলো আধুনিক ট্রাম লাইন; ১ বিলিয়নের কমে হয়ে যেতো

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫

আকন বিডি বলেছেন: গ্রাউন্ডেতো স্পেস কম। তার উপর আমাদের মানসিকতা, গাড়ি আর ট্রাম এর মাঝে মারামারি চলতো।
আন্ডার গ্রাউন্ড রেল হইলে কেমন হইতো?

৩| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

আমি সাজিদ বলেছেন: গাজী সাহেবের সেকেন্ড কমেন্টে সুপার লাইক।

৪| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ছবি ইতিহাস হয় । ছবি সুখ দঃখের সাক্ষী হয় ।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০০

আকন বিডি বলেছেন: আগে মিরপুরের দিকে আসলে ভালো লাগতো, প্রচুর গাছ ছিল রাস্তার মাঝে, এখন কংক্রিটের স্থাপনা।

৫| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " গ্রাউন্ডেতো স্পেস কম। তার উপর আমাদের মানসিকতা, গাড়ি আর ট্রাম এর মাঝে মারামারি চলতো।
আন্ডার গ্রাউন্ড রেল হইলে কেমন হইতো? "

-ব্যাং প্রস্রাব করলে ঢাকা ডুবে যায়, আন্ডার-গ্রাউন্ড অসম্ভব।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৩

আকন বিডি বলেছেন: কেন? কমলাপুর থেকে যে রেল পথ আছে, সেটাকে আন্ডার গ্রাউন্ড করা যায়তো। আর পানির সমস্যাওতো সমাধান করা যায়। টেকনলজিতো অনেক আপডেট হইছে।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪০

আকন বিডি বলেছেন: চট্টোগ্রামের কর্নফুলী নদীর নিচে টানেল করা হচ্ছে।

৬| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেশ এগিয়ে চলছে। আন্তর্জাতিক মানের বিমান বন্দরের কাজ অনেক এগিয়ে যেত,বিএনপির কথায় বিক্রমপুর বাসি না নাচলে।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪১

আকন বিডি বলেছেন: মানুষ তার প্রয়োজনে এগিয়ে চলে, বেগম বা আপা এরা খালি আখের গুছায়, আর তাইরে নাইরে না করে।

৭| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৪

মা.হাসান বলেছেন: যার সেলফি ক্যামেরা এত ঝকঝকা ছবি তোলে, তার মেইন ক্যামেরা না জানি আরো মতো ভালো ছবি তোলে!

আমার চোখ আপনার ক্যামেরার মত পাওয়ারফুল না, কামরাঙা একটাও দেখলাম না :(

ছবি দেখে তো মনে হলো আপনি আপনার গাড়ি রাস্তায় না, ফুটপাথে চালান। এমন করলে আমরা বাঁচি কেমনে?

ঘ্রানে যেরকম অর্ধেক ভোজন হয়, মেট্রো রেলের ছবি দেখেই আমার অর্ধেক ভ্রমন হয়ে গেলো। সরকার শুনলে না আবার ট্যাক্স নিয়ে নেয়।

শেষের ছবিটাতে তো অসুখবিসুখ ছাড়া আর কিছু দেখলাম না। কাছে যাওয়াও নিরাপদ মনে করি না।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৩

আকন বিডি বলেছেন: প্রথম লাইনে লেখা আমার গাড়ির বিষয়ে।
ছবি ধইরা ঝাকি দেন, কামরাঙা বাপ বাপ কইরা ঝইরা পরবে আপনার কোচে।
ট্যাক্স এর টাকা দিয়াইতো এই খুটি উঠানো হইছে। আরো বেশি করে ট্যাক্স দেন দেখবেন রেল আপনাকে ঘরে পৌছে দিবে।
হাঁটবেন নাক বরাবর দেখবেন অসুখবিসুখ কেমনে পালায়।

৮| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: এই পোস্ট টা তো আমার দেওয়ার কথা ছিলো।
ঢাকার পথে পথে নামে আমি এরকম ছবি ব্লগ দেই।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

আকন বিডি বলেছেন: ভাই আপনে পোস্ট দেন ।আমারটা মুইছা দেই। আপনি প্রফেসনাল ফটোগ্রাফার আর আমি দুই দিনের বৈরাগী।

৯| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো ভালো লেগেছে। আমার কাছে হাইপাওয়রের চশমা আছে। কামরাঙার দেখা পেয়েছি।রেজিউশনে ছবির সমস্যা নেই। পলিথিনের মধ্যে থাকা খাবার গুলো দেখতে পেলাম না। তবে আপনি খেলে অবশ্য বুঝতাম কি খাবার খাচ্ছেন।
পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৩

আকন বিডি বলেছেন: ঠিক এই রকম সামু ব্লগার দারকার। আপনি সেই দেশের বাইরে থেকে কামরাঙার দেখা পেয়েছেন, দেশে থেকে মা.হাসান বস দেখতে পায়না। বুঝা গেছে তার বয়স হইছে। চক্ষুর ক্ষমতা কইমা গেছে।
মিস্টিটা বেশ মজার ছিল, কটকটি ভালো লাগে নাই। এই দুইটাই চেখে দেখেছি।
ধন্যবাদ লাইকের জন্য।
ভালোবাসা নিয়েনে।

১০| ২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেশ এগিয়ে চলছে।

আগে দুর্নীতিবাজ কর্মকর্তার সংখ্যা আঙ্গুল দিয়ে গোনা যেত, আর এখন সৎ কর্মকর্তা হারিকেন দিয়ে খুঁজতে হয়।
আগে আগারগাঁও থেকে মতিঝিল যেতে লাগতো আধাঘন্টা, আর এখন লাগে আড়াই ঘন্টা।

অনেক এগিয়েছে দেশ। :P

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৬

আকন বিডি বলেছেন: কি বলেন দাদা! বেশ এগিয়েছে। এই ধরেন নিজেস্ব নেটওর্য়াক, মালিশ ঘর, রাখি বান্ধনের লোহার রাখি আরো কত কিছু দিয়ে যে দেশে আগিয়েছে, তা আর বলতে।

১১| ২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২

জনৈক অপদার্থ বলেছেন: কাজ সেরেছে। BSEC তে ইন্টার্নশীপ করার জন্য এই রোড দিয়েই যাওয়া লাগত আগারগাঁও। তলহন খুব সুন্দর ছিলো এলাকাটা। এখন তো ভয়ংকর লাগছে!! এই হাইটেক প্রোজেক্টগুলার প্লানিং কি গরুগাধা করে??!! এরা কি একবারও এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি চেক করে দেখে নাই? আপনার ছবি দেখেই বুঝা যাচ্ছে আগারগাঁও এর বারটা বাজায়া ছেড়েছে এরা। হায়রে সরকারি চাকুরীজীবী!

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৮

আকন বিডি বলেছেন: আগে মিরপুরের দিকে আসলে ভালো লাগতো, প্রচুর গাছ ছিল রাস্তার মাঝে, এখন কংক্রিটের স্থাপনা।
এই প্রকল্প থেকে লোপাটের অংক কত?

১২| ২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

মিরোরডডল বলেছেন:



মেহেগনি গাছগুলো কোন এলাকায় ? সুন্দর ।

লাস্টের ছবির মধ্যে আছে নারকেলের ভাঁজা চিপ্সের মতো, আছে কটকটি, ওটা খুবই মজা ।
আছে তিলের খাজা টাইপের কিছু একটা, তারপর মুরালি আছে, মোরব্বা ।
সামনে যেটা গোল গোল ওটা সম্ভবত তেতুল আর চিনি দিয়ে একধরণের নাড়ু ।

আর তো বাকি নেই কিছু, মোটামুটি কয়েকটা হয়েছে নিশ্চয়ই ।
নিমকি আর সাদা মুরালি নেই কেনো !





২৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৭

আকন বিডি বলেছেন: সেকেন্ড গেইট এলাকার দিকে হলুদ দাগ দেওয়ার অংশে


বিক্রেতার কাছে এইগুলো ছিলো। মিস্টিটা বেশ মজার ছিল। কটকটি ভালো লাগে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.