নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
মেরিল্যান্ডের ওয়ালড্রফ শহরের বাসিন্দাদের কর্মক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা আমেরিকার শহরগুলির মধ্যে সবচেয়ে খারাপ। ওলডর্ফের বাসিন্দাদের কর্মক্ষেত্রে যেতে গড়ে ৪৩.৪ মিনিট সময় লাগে। শতকরা ৩১.৮ ভাগ লোকের কর্মক্ষেত্রে যেতে ৬০ মিনিটেরও বেশী সময় লাগে। সৌভাগ্যক্রমে আমি এই শহরের বাসিন্দা। প্রতিদিন আমার বাসা থেকে ২৬ মাইল দূরে আমার কর্মস্থল ওয়াশিংটন ডিসিতে আসতে কম পক্ষে ৬০ মিনিট থেকে ৯০ মিনিট সময় লাগে।
আরো কিছু তথ্য:
(ক) কর্মক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে --
১. নিজের গাড়ি ব্যবহার করে শতকরা ৮৭.৪৬ ভাগ মানুষ;
২. গণ-পরিবহন ব্যবহার করে শতকরা ৮.৪৫ ভাগ মানুষ;
৩. বাসায় বসে কাজ করে ২.৪৫ ভাগ মানুষ;
৪. হেঁটে কাজে যায় ১.০৯ ভাগ মানুষ;
৫. ট্যাক্সিতে করে যায় ০.৪৭ ভাগ মানুষ এবং
৬. সাইকেলে করে যায় ০.০৭ ভাগ মানুষ।
(খ) কাজে যাওয়ার সময় --
১. শতকরা ৪১.৬৩ ভাগ মানুষ ভোর ৬টা থেকে ৮টার মধ্যে রওনা দেয়;
২. শতকরা ২৪.৩০ ভাগ মানুষ ভোর ৬টার আগেই রওনা দেয়;
৩. শতকরা ১৬.১০ ভাগ মানুষ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে রওনা দেয় ।
সূত্র:
©somewhere in net ltd.