নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
ব্লগের বর্তমান পরিবেশ আগের চাইতে অনেক ভাল।
আমি যখন ২০০৭ সালে অর্থাৎ আজ থেকে ঠিক ১১ বছর ৩ মাস আগে এই ব্লগে লিখতে শুরু করি তখন অবস্থা ছিল ভয়াবহ।
একদল উশৃঙ্খল ব্লগার, যারা একটা বিশেষ মতাদর্শে বিশ্বাসী, ব্লগে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তারা তাদের মতাদর্শ প্রচারে ছিল সংঘবদ্ধ, কৌশলী, এবং তথ্য সমৃদ্ধ।
তাদের কারো কারো লেখার মান ছিল খুবই উচ্চ মানের।
তাদের কৌশল ছিল---
১. নিজেদের মতাদর্শ সরাসরি এবং উগ্রভাবে উপস্থাপন করা।
২. প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা।
৩. প্রতিপক্ষকে গালিগালাজ করা।
৪. প্রতিপক্ষের বিপক্ষে অশ্লীল শব্দ এবং অশ্লীল ছবি ব্যবহার করা।
৫. প্রতিপক্ষের যুক্তিসঙ্গত বক্তব্যের জবাব না দিয়ে, সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গের অবতারণা করা।
৬. প্রতিপক্ষের যুক্তিসঙ্গত বক্তব্যকে বাদ দিয়ে পরিকল্পিতভাবে অপ্রাসঙ্গিক বিতর্কের অবতারণা করা। ফলে মূল বিষয় হারিয়ে যেত।
৭. একজন ব্লগার কোন মতাদর্শে বিশ্বাসী, তা প্রমাণের জন্য তাদের কাছে পরীক্ষা দিতে হত।
এদের অত্যাচারে অনেক সম্ভাবনাময় ব্লগার নিজেদেরকে গুটিয়ে নেয়।
এমনকি সামুর কর্তৃপক্ষও এদের কাছে অসহায় ছিল। এদের টেকনিক্যাল সক্ষমতাও ছিল এমন যে এদেরকে ব্যান্ড করলেও এরা ব্লগে আসতে পারতো।
এদের রাহু গ্রাস থেকে ব্লগ কি ভাবে মুক্ত হল?
ব্লগ এখনও এদের রাহু গ্রাস থেকে পুরাপুরি মুক্ত হয় নাই। এদের ছায়া বা প্রেতচ্ছায়া এখন ব্লগে আছে, তবে মূল শক্তি এখন ক্ষয়িষ্ণু। অনেক অনভিপ্রেত ঘটনার কারণে এই অশুভ শক্তি গা ঢাকা দিয়ে আছে।
এদেরকে কি ভাবে মোকাবেলা করবেন?
১. যখন কোন ব্লগার গালি দিবে, বা ব্যক্তিগত আক্রমণ করবে, তখন বুঝবেন আপনার বক্তব্যের বিরুদ্ধে তারা কোন যুক্তিসঙ্গত জবাব নাই।
২. গালিগালাজ বা ব্যক্তিগত আক্রমণের কোন প্রতি আক্রমণ করবেন না এবং পাল্টা গালি দিবেন না।
৩. গালিগালাজের অংশটাকে এমনভাবে এড়িয়ে যাবেন, যেন এটা লেখাই হয় নাই।
৪. গালিগালাজের অংশটাকে বাদ দিয়ে মূল পোস্টার প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করবেন।
৫. কোন অবস্থাতেই মূল প্রসঙ্গ থেকে সরে যাবেন না।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
অনেক ব্লগারকে নিরন্তর চেষ্টা করতে হয়েছে এই পর্যায়ে নিয়ে আসতে। শত উস্কানির মাঝেও কিছু কিছু ব্লগার শক্ত হাতে হাল ধরে রেখেছিলেন। কক্ষচ্যুত হতে দেন নাই। তবে অনেক অনভিপ্রেত ঘটনা নিয়ামক ভূমিকা পালন করেছে। ঘটনাগুলি অনাকাঙ্ক্ষিত হলেও ফলাফল স্বস্তি দায়ক ছিল।
সুস্থ ব্লকের প্রচেষ্টা নিরন্তর অব্যাহত থাকুক। আর যেন কোন অনভিপ্রেত ঘটনা না ঘটে। সংবিধান এবং আইনের আওতায় স্বাধীন ভাবে সবাই সবার মত প্রকাশ করুক।
২| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ ও জরুরী পোষ্ট দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি ।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
মানুষের মতামত প্রকাশ এবং অন্যের মতামত জানার জন্য ব্লগকে আমি খুব গুরুত্বপূর্ণ মাধ্যম মনে করি।
অন্য কোন মাধ্যমে আপনি কোন লেখার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবেন না।
ব্লগে যেমন তাৎক্ষণিক ভাবে লেখকের কাছে মতামত জানানো যায়।
লেখকের সাথে তার লেখা নিয়ে আলোচনা করা যায়।
তাই ব্লগ খুব গুরুত্বপূর্ণ মাধ্যম।
ভিন্নমত থাকবেই। ভিন্নমতকে সম্মান করুন। পাশাপাশি নিজের মতামতকে সুন্দর ভাবে তুলে ধরুন।
৩| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ব্লগ হতে পারে আমাদের মুক্ত চিন্তার জায়গা।
ব্লগ হতে পারে জ্ঞান চর্চার জায়গা।
ব্লগ হতে পারে যুক্তি ও বুদ্ধি চর্চার জায়গা।
এখানে আমরা শিখতে পারি, সীমালঙ্ঘন না করে কি ভাবে অন্যের মতের বিরোধিতা করা যায়।
৪| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
কাওসার চৌধুরী বলেছেন: স্যার, শুভেচ্ছা নেবেন।
আপনার আজকের পোস্ট পড়ে বেশ ভাল লাগলো। ব্লগে শুনেছি, আগে এমন পরিবেশ ছিল; যাক এখন আগের চেয়ে ভাল আছে শুনে খুশি হলাম।
এসব মানুষদের চেনার জন্য যে উপায়গুলো দিয়েছেন তা মিলিয়ে দেখবো। আর এগুলো মোকাবেলার ফর্মূলা দিয়েছেন বলে এদেরকে এড়িয়ে নিজেকে নিরাপদ রাখতে পারবো।
আপনার সুস্থতা ও আনন্দময় জীবন প্রত্যাশা করছি।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আগে কি পরিবেশ ছিল, তার একটা ব্যক্তিগত উদাহরণ দেই।
সম্ভবত ২০০৭ কি ২০০৮ এ আমি আমাদের পানি সমস্যার উপর ধারাবাহিকভাবে কয়েকটা পোস্ট দিয়েছিলাম। অমনি তথাকথিত সাইবার আর্মি আমার উপর ঝাঁপিয়ে পরে। আমাদের পানি সমস্যার কথা লেখতে যেয়ে প্রসঙ্গক্রমে ইন্ডিয়ার কথা এসেছে, তাই তারা আমাকে একটা বিশেষ মতাদর্শের লোক বলে চিহ্নিত করে ওই সমস্ত বিশেষণে আক্রমণ করতে থাকে।
যেহেতু আমার জানা ছিল, এই ধরণের পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করতে হয়, আমি একক ভাবে এবং ভাল ভাবেই মোকাবেলা করেছিলাম। ওদের ভয়ে আমার সমর্থনে কোন ব্লগার এগিয়ে আসে নি। যাইহোক, কোন ভাবেই তারা আমাকে ব্লগ থেকে হটাতে না পেরে, একটা অদ্ভুত কাণ্ড করে বসে। আমাকে নিয়ে একটা প্যারোডি গান বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়।
সত্যি বলতে কি, গানটার কম্পোজিশন খুব ভাল হয়েছিল এবং যিনি গেয়েছিলেন তিনিও চমৎকার গেয়ে ছিলেন। আমি গানটা প্রায়ই শুনতাম।
৫| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
আখেনাটেন বলেছেন: চমৎকার একটি পোস্ট দিয়েছেন। সঠিক পারিবারিক মূল্যবোধটা খুবই জরুরী। পরিবার থেকে খারাপ কিছু পেয়ে থাকলে বাইরেও তার প্রতিফলনই আমরা দেখব। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই তবে শিক্ষিতের সামনে 'কু' বসিয়ে। আর শিক্ষা ব্যবস্থার যে হাল হয়েছে বর্তমানে তাতে নেক্সট জেনারেশনের অবস্থা আরো খারাপের দিকেই যাবে বলে মনে হয়।
আবার এখনকার সমাজে যে মূল্যবোধের অবস্থা, তা বিবেচনা করলে সামু অনেক ভালো আছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা সীমা ছাড়িয়ে যায় নি। ব্লগ কর্তৃপক্ষও সচেতন নানামূখী ঘটনার প্রেক্ষিতে।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আপনার কথার সাথে একমত হয়ে, আরো কয়েকটা কথা শুধু যোগ করতে চাই।
পারিবারিক মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, এবং সামাজিক মূল্যবোধও খুব জরুরি।
অন্য ধর্মেও নিশ্চয় আছে, আমি জানি না বলে উল্লেখ্য করছি না।
ইসলাম ধর্মে গালিগালাজ হারাম। অন্য মানুষকে ছোট করা, অপমান করা, বিকৃত নামে ডাকা নিষিদ্ধ করা হয়েছে।
আমাদের দেশে সামাজিক মূল্যবোধেও এইগুলি মেনে চলা হয়।
কেউ যদি এই মূল্যবোধগুলো ধারণ করে তা হলে পরিবেশ অনেক ভাল হবে।
৬| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
আমি মনে করি না যে, ব্লগিং'এর শুরুতে যে উথাল পাতাল পরিবেশ হয়েছিল তার জন্য "একদল উশৃংখল ব্লগার" দায়ী ছিলেন; আমার ধরণা, ব্লগিং যেভাবে হঠাৎ করে সবাইকে লেখার সুযোগ করে দিয়েছিল, সেটা সবার জন্য ছিল এক অপুর্ব অভিজ্ঞতা, পাহাড়ী ঝর্ণার মতো মাতাল; সবকিছু ছিলো নতুন, অনেকেই জানতেন না কি করা দরকার!
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আমি আপনার এই ধারণার সাথে বিনয়ের সাথেই ভিন্নমত পোষণ করছি।
আমি মূল বক্তব্যে উল্লেখ্য করেছি, এই উশৃঙ্খল ব্লগারদের কারো কারো লেখার মান ছিল উচ্চ মানের।
এদের মধ্যে কেউ কেউ লেখালেখির সাথে আগে থেকেই জড়িত ছিলেন। আমি সঙ্গত কারণের এখানে নাম উল্লেখ্য করতে চাই না।
তারা যখন নিজেদের মতাদর্শ প্রচারমূলক লেখা পোস্ট করতো, সেই লেখা ছিল খুবই উচ্চ মানের, তথ্য সমৃদ্ধ এবং সুগঠিত।
কিন্তু তাদের ভিন্ন মতকে আক্রমণ করার সময় নিম্ন রুচির পরিচয় দিত।
সুতরাং অন্তত পক্ষে এদের ক্ষেত্রে এই কথা বলা যাবে না যে, "সেটা সবার জন্য ছিল এক অপূর্ব অভিজ্ঞতা, পাহাড়ী ঝর্ণার মতো মাতাল; সবকিছু ছিলো নতুন, অনেকেই জানতেন না কি করা দরকার!"
তবে আংশিকভাবে আপনার সাথে একমত, কারো কারো জন্য এই কথা সত্য।
৭| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২০১৩ সাল ছিল এক কঠিন সময়। আহা, সেই সময়গুলো যেন আর না আসে।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ব্লগ অনেক বার কঠিন সময় অতিক্রম করেছে।
যে কোন কিছুকেই চড়াই-উৎরাই পার হতে হয়।
আমার একটাই আশা আইন এবং সংবিধানের আওতায় মত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক।
৮| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমেন্ট মোছার অপশান এবং মন্তব্যে ব্যান রাখা ব্লগারের হাতে থাকে...
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
এটা খুবই সত্য কথা।
প্রথমত - একজন ব্লগার তার লেখা পোস্ট করার পর সব সময়ের জন্য ব্লগে থাকতে পারে না। ইতোমধ্যে খারাপ মন্তব্য অর্থাৎ অশ্লীল কথা বা ছবি চলে আসতে পারে।
দ্বিতীয়ত - কমেন্ট মোছার আগে লেখককে কমেন্টটা পড়তে হয়। অর্থাৎ গালিটা শুনে, তার পর মুছতে হয়।
৯| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
একাল-সেকাল বলেছেন: ২০০৭ এ সামুতে কি ভয়াবহ অবস্থা ছিল তার বিশদ ব্যাখা দিয়েছেন, ব্যাক্তিগত আক্রমণের শিকার হয়ে আমিও অস্বস্তিতে ছিলাম, সে সময় যুক্তিবাদীর খোলসে অনেক গোয়ার্তুমির মহড়াও চোখে পড়েছে। সংস্কার টা সরকারী পর্যায়ে হলেও নির্দিষ্ট ধারন ক্ষমতা পেরোলেই নাট ফেটে যায়। খেয়াল রাখতে হবে যেন সীমা অতিক্রম না করে। “ নিজে শিখুন, অন্যকে শেখান’’ নীতিতে চললে আমরা সকলেই ভাল থাকব। ধন্যবাদ লেখককে।।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
সুস্থ ব্লগের দায়িত্বটা ব্লগারদেরকেই নিতে হবে।
এর জন্য মাত্র কয়েকটা সূত্র মানতে হবে।
১. ভিন্ন ভিন্ন মত থাকবে।
২. সবাই কখন কোন বিষয়ে একমত হবে না।
৩. মত ভিন্নতার কারণে কাউকে ব্যক্তিগত শত্রু ভাবা যাবে না।
৪. এমন কোন লেখা যাবে না যা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
৫. কারো মানহানি করা যাবে না।
৬. বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোন কিছু লেখা যাবে না।
৭. বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিন্তু অন্য দেশের স্বার্থের পক্ষে কিছু লেখা যাবে না।
৮. আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার এবং ধর্মীয় মূল্যবোধ যেটাকে অশ্লীল বা অনৈতিক মনে করে তার বিরুদ্ধে কিছু লেখা যাবে না। ইত্যাদি।
এই রকম কয়েকটা নীতি মনে চললেই ব্লগের পরিবেশ আরো ভাল হবে।
১০| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
খায়রুল আহসান বলেছেন: জেনে ভাল লাগলো যে ব্লগের এখনকার পরিবেশ আগের চেয়ে অনেক ভাল। তবে এখনও মাঝে মাঝে খারাপ যা কিছু হচ্ছে, যেমন ফ্লাডিং এবং অশালীন ভাষা ব্যবহার, এমনকি অশ্লীল ছবি পোস্ট, এসব থেকে দ্রুত বের হয়ে আসতে পারলে ব্লগটা আরও পরিচ্ছন্ন হবে। সেটাই কাম্য।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ব্লগের পরিবেশ ভাল রাখার জন্য ব্লগারদেরকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
যেমন আপনিই বলেছেন এখনো মাঝে মাঝে খারাপ কিছু হচ্ছে। আগে মাঝে মাঝে হতো না, নিয়মিত ভাবেই খারাপ কাজ হতো।
উন্নতি এটাই যে মাঝে মাঝে হচ্ছে।
উন্নতি যত হবে মাঝে মাঝের পরিমাণও আরো কমে আসবে।
১১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "সুস্থ ব্লকের প্রচেষ্টা নিরন্তর অব্যাহত থাকুক। আর যেন কোন অনভিপ্রেত ঘটনা না ঘটে। সংবিধান এবং আইনের আওতায় স্বাধীন ভাবে সবাই সবার মত প্রকাশ করুক। "
-ড: কামালের লেখা সংবিধানে ব্লগিং'এর মত বিষয়ে কি আছে?
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৩৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
"ড: কামালের লেখা সংবিধান" এই কথা সাথে আমি একমত নই।
আমাদের সংবিধানের ৩৯ ধারায় চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হয়েছে।
তবে এই স্বাধীনতা অবাধ নয়, অর্থাৎ আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে এই স্বাধীনতা ভোগ করতে হবে।
বাধানিষেধ গুলি হচ্ছে:
এমন কিছু লেখা যাবে না, যা --
১. রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে।
২. বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করে।
৩. জনশৃঙ্খলা ব্যাহত করে।
৪. শালীনতা ও নৈতিকতার বিরুদ্ধে যায়।
৫. আদালত-অবমাননাকর।
৬. মানহানিকর।
৭. অপরাধ-সংঘটনে প্ররোচনা দেয় এমন লেখা।
ব্লগে যেহেতু মতপ্রকাশ করা হয়, তাই ব্লগারও এই বাধানিষেধ গুলি মেনে চলতে বাধ্য।
১২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৯
রাতুল রেজা বলেছেন: সামুতে আগে একটা গ্রুপিং কাজ করতো। এটা বেশি হয়েছিল ২০১১-২০১৩ এর ভেতরে। একদল ব্লগার গ্রুপ করে সঙ্ঘবদ্ধভাবে কিছু ব্লগার কে আক্রমন করতো। আর ধর্ম নিয়ে কটুক্তি তো প্রচুর ছিল, আসিফ মহিউদ্দিন টাইপের কিছু ব্লগার ছিল যারা পরিবেশটা বিষিয়ে তুলেছিল। ব্লগে চিটিং ও কম হয়নি, রোজলীন টাইপের চিটার বাটপার রা ছিল, আবার ছিল এমডি জাকারিয়ার মত লোকদের নিয়ে বিনোদন। এমনকি ব্লগের আক্রমন ইন্টারনেট ছেরে ফিজিক্যাল হয়েছিল।এখন যদিও ব্লগে কম আসি, তার পরেও বলবো ব্লগে বিনোদন আর নেই। আমরা এক সময় প্রচুর মজা করেছি ব্লগে যা এখন আর দেখা যায় না। ব্যাক্তিগত আক্রমন কমেছে তবে পুরোপুরি উঠে যায়নি।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ব্লগটাকে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে।
এতে কোন অসুবিধা নাই, সীমা লঙ্ঘন না করলেই হলো।
তবে নবীন লেখকদের জন্য লেখা চর্চা করার একটা ভাল জায়গা।
অনেকেই আবার মজার মজার পোস্ট দিয়ে বেশ আনন্দও করেন।
তবে অধিকাংশ ক্ষেত্রেই এটা সিরিয়াস লেখা লেখির জায়গা না।
অধিকাংশ ক্ষেত্রেই পাঠকরা সিরিয়াস লেখা পড়েন না। পড়লেও মনোযোগ দিয়ে পড়েন না।
অনেক সিরিয়াস লেখায় দায়সারা গোছের মন্তব্য করেন।
তবে একেবারে যে সিরিয়াস লেখা হয় না, তা না।
এবং কোন কোন ক্ষেত্রে সিরিয়াস মন্তব্য পাওয়া যায়।
এখন এটাকে যে যেভাবে নেন। শেষ কথা হল সীমা লঙ্ঘন না করলেই হল।
১৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: একসময় ভয়াবহ খারাপ অবস্থা গেছে। তাদের নোংরা কথায় অসংখ্য ভালো ব্লগার বিদায় নিয়েছে। কিন্তু আজ সেসব দুষ্ট ব্লগার কই? দুষ্টরা বেশি দিন টিকে থাকতে পারে না।
আজ সামুর সুসময় চলছে। কোনো দুষ্ট ব্লগার নেই। সামুতে শান্তি আর আনন্দ বিরাজ করছে।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আপনার সাথে সম্পূর্ণ একমত। "দুষ্টরা বেশি দিন টিকে থাকতে পারে না।"
১৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৫৩
রাকু হাসান বলেছেন: নতুন ব্লগার হিসাবে আপনার পরার্মশ কাজে লাগবে অামার ..।কৃতজ্ঞ
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আসলে পরামর্শ দেয়ার উদ্দেশ্য আমি এটা লিখি নাই।
আমি শুধু আমরা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি।
আমার অভিজ্ঞতা যদি আপনার কোন উপকারে আসে, তাহলে ভাল।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩১
গরল বলেছেন: আমি ২০১১ থেকে আছি কিন্তু এরকম খনই চোখে পড়ে নাই। অবশ্য আগে কিছু কারিগড়ি দূর্বলতাও ছিল, যার দরুন অনেকে অনেক রকম সুযোগ নিত। তবে ব্লগ এখন অনেক সুন্দর।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
খারাপ জিনিস চোখে না পরাটাই ভাল, মন খারাপ হয়ে যায়।
আর যদি একান্তই দেখতে চান তা হলে ২০০৭ থেকে ২০১৩-১৪ সাল পর্যন্ত পোস্টগুলি পর্যালোচনা করে দেখতে পারেন।
তবে সব পাবেন না। অনাকাঙ্ক্ষিত অনেকগুলি ঘটনা ঘটার পর কর্তৃপক্ষ অনেক পোস্ট এবং মন্তব্য মুছে দিয়েছেন।
আমার ব্লগে করা অনেক মন্তব্যই মুছে দেয়া হয়েছে অথবা মুছে গেছে।
এক দিক থেকে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, ওইসব কুরুচিপূর্ণ মন্তব্য এবং পোস্টগুলিকে মুছে দেয়ার জন্য।
আরেক দিক থেকে আমি সব সময়ই চাইতাম যতই খারাপ লাগুক এইগুলি যাতে মুছা না হয়। কারণ পরবর্তী প্রজন্ম এবং গবেষকরা যেন জানতে পারে বাংলা ব্লগের শুরুটা কেমন ছিল এবং বিবর্তন এবং পরিবর্তন কি ভাবে হয়েছে।
এই যেমন আপনার চোখেই পরে নাই, কি খারাপ ছিল অবস্থা। যদি কর্তৃপক্ষ মুছে না দিতো, তা হলে আপনে দেখতে পেতেন একজন অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ কত ইতর ভাষা ব্যবহার করতে পারে। অন্যের মতবাদকে আক্রমণ করার জন্য কত নিচে নামতে পারে।
অবশ্য টেকনিক্যাল কারণেও অনেক পোস্ট এবং মন্তব্য মুছে গেছে। যখন সফটওয়্যার ডেভোলাপ এবং পরিবর্তন করা হয়, তখনো অনেক পোস্ট মুছে যায়।
তবে ব্লগ এখন অনেক সুন্দর--এই কথা সত্য। ব্লগকে এই পর্যায়ে আনতে অনেক অনেক কষ্ট এবং ধৈর্য ধরতে হয়েছে।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: স্যর,
আমি একেবারে নবাগত । তবে এসে শুনছি আগের পরিবেশ আরোও খারাপ ছিল। সেদিক দিয়ে আমরা ভাগ্যবান যে ব্লগের কঠিন সময় পার হয়ে মসৃণ যাত্রা শুরু হয়েছে। তবে এখনও কিছু অবাঞ্চিত ফ্লাডিং ব্লগে হচ্ছে। আশাকরবো শীঘ্রই কতৃপক্ষ এ সমস্যা কাটিয়ে উঠবেন।
অনেক শুভেচ্ছা আপনাকে।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আপনাকে ব্লগে স্বাগতম।
সমাজে যেমন খারাপ মানুষ আছে আবার ভাল মানুষও আছে।
ঠিক একই রকম ব্লগেও খারাপ-ভাল উভয়ই আছে।
ব্লগকে পজিটিভ ভাবে ব্যবহার করুন। এতে আপনারই লাভ হবে।
আপনি যদি নবীন লেখক হন, তাহলে ব্লগে লেখতে লেখতে একসময় ভাল লেখক হয়ে যাবেন।
নবীন লেখকদের লেখার কোন সহজ মাধ্যম নাই। ব্লগই হচ্ছে সহজ মাধ্যম।
ভাল ভাল লেখা পোস্ট করুন। মন্তব্যগুলি পর্যালোচনা করতে হবে। সমালোচনা সহ্য করা শিখতে হবে।
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
কালীদাস বলেছেন: রাতুল রেজার সাথে কিয়দংশে একমত। চতুরমাত্রিকে হয়ত আবার যাব সময় করতে পারলে। এর বাইরে যদি বলি, সামহ্যোয়ারইনে ব্লগ কনটেন্টের মান যথেষ্ট ফল করেছে বড় থ্রাশহোল্ডগুলোর পর। এখন ভাল পাঠক দেখা যায় না বললেই চলে। সেকেন্ড, সমালোচনার নামে ব্যাক্তি আক্রমণ করে চলেছে কিছু নিক যেগুলোর কোন সিগনিফিকেন্ট কনট্রিবিউশন নেই ব্লগে।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
বাংলা ব্লগিং এক কঠিন সময় পেরিয়ে সমতলে এসেছে।