নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
'লাগে টাকা, দেবে গৌরী সেন' কে এই গৌরী সেন?
কারও টাকার প্রয়োজন হলে তিনি কেন দিতে যাবেন?
কীভাবে এই প্রবাদের সৃষ্টি হল বাংলায়?
গৌরী সেন মহিলা না পুরুষ?
গৌরী সেন কি কাল্পনিক চরিত্র নাকি সত্যিই ছিলেন।
এই গৗরী সন কাল্পনিক চরিত্র নয়।
এই নামে কোলকাতাতে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন।
তাঁর পুরো নাম গৌরীশঙ্কর সেন অথবা গৌরীকান্ত সেন।
পিতার নাম নন্দরাম সেন।
নামেই বুঝা যাচ্ছে তিনি কোনও মহিলা নন।
ষোড়শ শতাব্দীর শেষ দিকে তিনি হুগলীতে অভিজাত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর জন্ম সাল আনুমানিক ১৫৮০।
তবে কেউ কেউ বলেছে গৌরী সেন আসলে একটি রূপক চরিত্র।
এখন প্রশ্ন হল, "লাগে টাকা, দেবে গৌরী সেন" এই কথা চালু হল কিভাবে?
শুনা যায়, গৌরী সেন কলকাতায় বৈষ্ণব চরণ শেঠ নামে এক বিত্তবান ব্যবসায়ীর সাথে যৌথভাবে ব্যবসা করতেন।
তারা একটা দস্তা বোঝাই পুরাতন জাহাজ নিলামে কেনেন।
পরে দেখা যায় আসলে ঐগুলি দস্তা নয়, বরং রুপা।
গৌরী সেন এই অকল্পনীয় সম্পদ গরিব-দুঃখী বা যাদের টাকার প্রয়োজন তাদের মধ্যে বিলিয়ে দেবেন বলে ঠিক করেন।
সে সময় অসংখ্য মানুষকে বিনা শর্তে অর্থ দান করে ঋণমুক্ত করেন।
অনেক মানুষের মামলা করার খরচও তিনি দিতেন।
অর্থাৎ যেকোন প্রয়োজনে মানুষ তার কাছে টাকা চাইলেই তিনি দিতেন।
গ্রন্থনা: মোহাম্মদ আলী আকন্দ
তথ্য সূত্র:
১. কলিকাতা একালের ও সেকালের -- হরিসাধন মুখোপাধ্যায়।
২. বাংলা প্রবাদের গঠন ও উৎসকথা -- কমল কুমার পাল।
৩. বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা-৯: প্রবাদ-প্রবচন--এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ
৪. বাংলা প্রবাদ ও প্রবচন -- সুবলচন্দ্র মিত্র
১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: গৌরী সেনকে চিনে রাখা ভাল।
কাজে দিবে।
২| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাক শেষ পর্যন্ত বিষটি জানা গেলো।
১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আমিও শেষ পর্যন্ত জানতে পেরেছিলাম।
৩| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: দারুন ইতিহাস।
১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আসলেই এটা একটা দারুণ ইতিহাস।
৪| ১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১৭
প্রামানিক বলেছেন: কোলকাতায় এখনো গৌরি সেনের বাড়ি অক্ষত আছে।
১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: নতুন তথ্য সংযোজন করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২৫
শেরজা তপন বলেছেন: অবশেষে চিনলাম গৌরি সেনকে।