নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ: (চতুর্থ পর্ব)

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৭

পঞ্চম সংশোধনী: ৯ এপ্রিল, ১৯৭৯

সংবিধানের পঞ্চম সংশোধনী ১৯৭৯ সালের ৬ এপ্রিলে জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ৯ এপ্রিল এটি পাশ হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্টের থেকে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে বৈধতা দানসহ সংবিধানে “বিসমিল্লাহির-রাহমানির রাহিম” সংযোজন করা হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান উত্থাপিত বিলটি ২৪১-০ ভোটে পাস হয়। ২০১০ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে এই সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড বনাম বাংলাদেশ সরকার এবং অন্যান্য (রিট পিটিশন নং ৬০১৬/২০০০) মামলায় বিচারপতি খায়রুল হক ২০০৫ সালের ২৯ আগস্ট এক রায়ে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন। Bangladesh Italian Marble Works Ltd v Bangladesh (2006) BLT (Special) (HCD) 1.

পরে ২০০৯ সালে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং ১০৪৪/২০০৯ ও ১০৪৫/২০০৯ দায়ের করলে প্রধান বিচারপতি মোঃ তাফাজ্জুল ইসলামের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, মোঃ আব্দুল মতিন, বিজন কুমার দাস, মোঃ মোজাম্মেল হোসেন, ও সুরেন্দ্র কুমার সিনহা ২০১০ সালের ১ ফেব্রুয়ারি লিভ পিটিশন খারিজ করে হাই কোর্ট বিভাগের রায় বহাল রাখেন। অর্থাৎ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়া রায় বহাল রাখেন। Khondhker Delwar Hossain v Bangladesh Italian Marble Works Ltd and Others (2010) 62 DLR (AD) 298.

পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ:
১. সংবিধানের প্রস্তাবনায় ‘বিস্‌মিল্লাহির-রহ্‌মানির রহিম’ সংযোজন করা হয়।
২. "বাঙালি জাতীয়তাবাদ" এর পরিবর্তে "বাংলাদেশী জাতীয়তাবাদ" অন্তর্ভুক্ত করা হয়।
৩. ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল তারিখ পর্যন্ত সামরিক সরকারের সকল কার্যাবলীর বৈধতা দেওয়া হয়।
৪. ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং উক্ত দলগুলোর নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।
৫. ধর্মনিরপেক্ষতার পরিবর্তে "সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস" যুক্ত করা হয়।
৬. সংবিধানের মূলনীতিতে থাকা সমাজতন্ত্রকে নতুন করে সংজ্ঞায়িত করে "সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র" রাখা হয় ।
৭. এক দলীয় শাসন ব্যবস্থা বাতিল করা হয়।
৮. মৌলিক অধিকারসমূহ পুনর্বহাল করা হয়।
৯. বিচার বিভাগের স্বাধীনতা বহুলাংশে পুনরুদ্ধার করা হয়।

বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ: (তৃতীয় পর্ব)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.