![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল সারাদিন বিটিভি খুলে বসে থাকলাম কিন্তু ইত্যাদির কোন অ্যাড দেখলাম না। ঢাকাই থাকি মেসে তাই সেরকম টিভি দেখা হয়ে ওঠে না।আর যখন বাড়ি আসি তখন ইত্যাদি তো আর জানে না যে আমি বাড়ি আসসি । এখন ঈদের ছুটিতে একধিল এ দুই পাখি মারব চিন্তা করলাম কিন্তু আমার প্রিয় মাগাজিন অনুষ্ঠান বোধহয় দেখা হবে না । তাই ব্লগার ভাইরা কেউ যদি জানেন ইত্যাদি কবে হবে প্লিজ হেল্পান
২| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:০৬
বনফুল ব্লেেন্ডজ বলেছেন: আজ ২১ আগস্ট রাত ১০.০০ বিটিভিতে
৩| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১০
মাস্টার বলেছেন: এই ঈদে খুব সম্ভব ইত্যাদি নেই। জুন মাসে না ইত্যাদি হলো? প্রতি ৩ মাস পর পর ইত্যাদি হয়।
তবে হানিফ সংকেতের পরিচালনায় নাটক আছে।
বোঝা-না বোঝার বোঝা ॥
প্রচার : ঈদের দিন রাত ৮টা ৫০মিনিটে॥
হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন জাহিদ হাসান, মীর সাব্বির, জাকিয়া বারী মম, সাইদ বাবু, রুনা খান, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, শামীম, পুতুল, ফরিদসহ আরো অনেকে।
৪| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১৩
মাস্টার বলেছেন: ওহ না, আছে। বনফুলের কথাই ঠিক। আজকে রাত ১০টা ৩০ এ চোখ রাখুন বিটিভির পর্দায়
৫| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১৬
জনতার সেবক বলেছেন: ইত্যাদি হা আজই, রাত ১০ টার সংবাদের পর
৬| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৩৫
েরজাউল ফারুক বলেছেন: আর্মি স্টেডিয়ামে ধারণ করা হয়েছে। একটি গানে আমার কলেজের (ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ) মেয়েরা নেচেছে।
আশা করি ভাল লাগবে।
৭| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৪৮
জহির উদদীন বলেছেন: কাল সারাদিন বিটিভি খুলে বসে থাকলাম.....
ঈদ কি ভাই বিটিভি'র সাথেই করলেন....
যাক আজ রাত ১০:৩০ পর্যন্ত ধর্য্য ধরুন ইত্যাদি দেখতে পারবেন...
৮| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৫৭
রোড সাইড হিরো বলেছেন: আজ রাত দশটার ইংরেজি সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়াল্ডে প্রচারিত হবে ইত্যাদি।
৯| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০১
ইকরাহি বলেছেন: আজ রাত ১০.৩০ টাই হবে...
১০| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৫
কোবিদ বলেছেন:
১। বনফুল ব্লেেন্ডজ বলেছেন: আজ ২১ আগস্ট রাত ১০.০০ বিটিভিতে
বনফুল দাদা, রাত ১০:০০টাতে বিটিভিতে ইংরেজী খবর প্রচারিত হয়ে আসছে সেই অনাদি কাল থেকে!!
২। েরজাউল ফারুক বলেছেন: আর্মি স্টেডিয়ামে ধারণ করা হয়েছে। একটি গানে আমার কলেজের (ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ) মেয়েরা নেচেছে।
ফারুক ভাই আপনার জেণ্ডার নিয়ে কিঞ্চিত সন্ধেহের বীজ অংকুরিত হচ্ছে !!
১১| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৯
মাস্টার বলেছেন: কোবিদ,
যাহোক, উনি টিচার হতে পারেন
১২| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২২
পােভল খান বলেছেন: মেসে থাকলে কি পত্রিকা পড়া যায় না?
১৩| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪২
akash3269 বলেছেন: সবাইকে ধন্যবাদ এবং সরি যে আগে ধন্যবাদ দিতে পারিনি । গ্রামে বসে গ্রামীণফোন মডেম চালাচ্ছি তো
১৪| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৩
akash3269 বলেছেন: পােভল খান বলেছেন: মেসে থাকলে কি পত্রিকা পড়া যায় না?
ভাই আপাতত মেসে না গ্রামে আসি
১৫| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৭
বনফুল ব্লেেন্ডজ বলেছেন: মিঃ কোবিদ আপনিই ঠিক। সে হিসেবে কোন সময়ই তো বলা যায় না! যদি বলি ১০.৩০(?) তাহলেও ঘোষনার পরই দেখবেন ১৫ মিঃ বিজ্ঞাপন। যা হোক ভুল সময় বলার জন্য দুঃখিত। ইত্যাদি রাত ১০.০০ টার সংবাদের পর কিছুক্ষণ বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনের পরই প্রচারিত হবে হয়তো।
১৬| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আজ রাত সাড়ে দশটায়।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:০৪
সামু পাগলা০০৭ বলেছেন: রাত দশটার খবরের পরে বোধহয় আর ঈদের ২য় দিন। একদমই শিয়র না অন্য কারোর কাছ থেকে ভাল করে জেনে নেবেন।