নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ৪৪১৬৮৩

আমি সত্য বলতে ভালবাসি

আকাশ৪৪১৬৮৩ › বিস্তারিত পোস্টঃ

সাত ব্যক্তির আরশেরনিচে ছায়া দান

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২

হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সাত প্রকারের লোককে নিজ আরশের ছায়ায় স্থান দিবেন । উক্ত সাত শ্রেনির লোকেরা হলেনঃ --------------- --------------- ---১। ন্যায়্পরায়ন (মুসলমান) শাসক। ২। ঐ যুবক-যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ৩। যে লোকের অন্তর মসজিদের সাতে সম্পৃক্ত । অর্থাৎ এক নামায শেষ হওয়ার পর তার মন ব্যাকুল থাকে অপরনামাযে মসজিদে প্রবেশের জন্য। ৪। এমন দুই ব্যাক্তি-যারা পরস্পর আল্লাহর জন্যেই মুহব্বাত করে, তারা ঐ কারণেই একত্রিত হয় এবং ঐকারনেই পৃথক হয়।৫। যে ব্যাক্তি নির্জনে আল্লাহর জিকির করতে থাকে। এবং তার চক্ষু দিয়ে পানি বের হয়।৬। যে পুরুষকে কোনসুন্দরী রমণী অসৎ কর্মের জন্য ডাকে আর ঐ পুরুষ বলে যে,আমি আল্লাহকে ভয় করি।৭। যে ব্যাক্তি এমন গোপনে দান করে যে,তার ডান হাত কী দান করল তার বাম হাত টের না পায়।আল্লাহ তা’আলা আমাদেরকে এ গুনে গুনান্বিত হওয়ার তাওফিক দিন। আমীন।বিমূর্ত পথিক,



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৫

আজীব ০০৭ বলেছেন: আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.