![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রহসনের পর প্রহসন আঁকা
ম্যাপের দাগের মতো ,
শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ;
আজন্ম এক বিরহ নিয়ে
বেড়ে চলে ব্যবধানের আয়ূরেখা
তবু বিষাদের মর্মরে
হেঁটে ফিরি তোমাতেই_______
যুদ্ধের দামামায় ঝলসানো প্রেমিকার মুখ
পড়ে থাকে আগুন পোড়া জোনাকির শরীর হয়ে
নাগরিক দেয়াল জুড়ে নিয়নের আলো জ্বালে
ফুরিয়ে যাওয়া কিছু মৃত প্রেমিক
রক গায়কের গীটারের তারে তারে চিৎকার
রেলক্রসিং পার হয়ে যায় রাতগুলো
আমি জমাট বাধি
তোমার অন্ধকারের নীচে ;
পেছনে ফেরার পথ জুড়ে
শুধু অপেক্ষার হাহাকার ,
প্রশ্নবোধক চিহ্নের আকৃতি নিয়ে পড়ে থাকা
প্রেমিকের লাশের পাশে
চেনা উপন্যাসের বিয়োগান্তক নায়িকা
এখন অার কাঁদে না ,
কি আশ্চর্য একা জীবন !
প্রিয়মুখ সব হেঁটে যায় নির্বাসনের পথে ।।
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩
আকাশ মোহাম্মদ মাইকেল বলেছেন: আশ্চর্য এই বেচে থাকা দাদা
২| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:১১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মাফ চেয়ে নিচ্ছি আগেই। দুইটা বানান একটু ঠিক করে নিলে চমৎকার হত। 'আশ্চর্য' হবে আর 'হেঁটে' হবে। অনেক ধন্যবাদ। কবিতা চর্চা চলুক আরো।
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৪
আকাশ মোহাম্মদ মাইকেল বলেছেন: ধন্যবাদ শুধরে দেবার জন্য, ,এভাবেই পাশে থাকবেন , জীবনের ভুল গুলো সব একদিন ঠিক শুধরে নেবো
৩| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৫
আকাশ মোহাম্মদ মাইকেল বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: একা এসেছি একাই যেতে হবে।
০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫০
আকাশ মোহাম্মদ মাইকেল বলেছেন: মাঝখানে বাকি সব শুধুই মায়া
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৯ রাত ১:০৫
অনিরুদ্ধ কিরন বলেছেন: কী আশ্চর্য জীবন