| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা আহত দৃষ্টি মেলে দেখছিলাম
আমাদের কাঙ্ক্ষিত হৃদয়ের অনাকাঙ্ক্ষিত বদলে যাওয়া
রোদ ভেঙ্গে ভেঙ্গে বৃষ্টি হয়ে ঝরছিল আমাদের পথে পথে
আমাদের হৃদয়ে একে দেয়া হচ্ছিলো বিচ্ছেদের সিল গালা ।
পানশালার সেই ছেলেটা প্রতিদিন মাতাল...
দেশলাইয়ে আগুন জ্বালতেই
ফয়েল পেপারে নৃত্যরত দেবী ,
ক্যাম্পফায়ারে নগ্ন আগুন বন্দনার মতো
ইঞ্চি ইঞ্চি গড়ে তোলে ধোয়ার পিরামিড ;
তোমার ক্ল্যাসিক চোখে জমে থাকা
বৃষ্টিতে ভিজবো বলে ,
নিঃশ্বাসে সমস্ত...
কতটা দূরে গেলে অধিকার হারিয়ে যায়
ইঞ্চি ইঞ্চি মেপে দ্যাখাও দূরত্ব ততটা, তোমার-আমার
নিঃশর্ত দস্তখত করে দেবো আমাদের বিচ্ছেদের অসিয়ত নামায়,
মাইলের পর মাইল পথ জুড়ে ছড়িয়ে থাকা বিচ্ছেদ
কাধ ব্যাগে কুড়িয়ে নিয়ে হেটে...
প্রহসনের পর প্রহসন আঁকা
ম্যাপের দাগের মতো ,
শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ;
আজন্ম এক বিরহ নিয়ে
বেড়ে চলে ব্যবধানের আয়ূরেখা
তবু বিষাদের মর্মরে
হেঁটে ফিরি তোমাতেই_______
যুদ্ধের দামামায় ঝলসানো প্রেমিকার মুখ
পড়ে থাকে...
ইউ টার্ন-এ
মুখ থুবড়ে পড়া ভালোবাসা,
পেছনে ফেলে রেখে
পথ ছুটে যায় দূরের গন্তব্যে ।
পানশালায় আগত সুধীবৃন্দ ,
আসুন পরিপূর্ণ হ্যাংওভারের পর
পান করি আরো দু পেগ জ্যাক ড্যানিয়েল ;
আসুন...
ইউ টার্ন-এ
মুখ থুবড়ে পড়া ভালোবাসা,
পেছনে ফেলে রেখে
পথ ছুটে যায় দূরের গন্তব্যে ।
পানশালায় আগত সুধীবৃন্দ ,
আসুন পরিপূর্ণ হ্যাংওভারের পর
পান করি আরো দু পেগ জ্যাক ড্যানিয়েল ;
আসুন...
©somewhere in net ltd.