![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশলাইয়ে আগুন জ্বালতেই
ফয়েল পেপারে নৃত্যরত দেবী ,
ক্যাম্পফায়ারে নগ্ন আগুন বন্দনার মতো
ইঞ্চি ইঞ্চি গড়ে তোলে ধোয়ার পিরামিড ;
তোমার ক্ল্যাসিক চোখে জমে থাকা
বৃষ্টিতে ভিজবো বলে ,
নিঃশ্বাসে সমস্ত বিষ টেনে নিয়ে
এসে দাড়াই বড় রাস্তার মোড়ে -
এসে দাড়াই বিস্তীর্ণ বিরহ তটে আঁকা
বিমূর্ত ভাষ্কর্যের সামনে আবার
যেখানে দূরবীনে অনন্ত অপেক্ষা রেখে
প্রিয় মুখ চলে গেছো অজানায়
যেখানে খোলা মেঘের পাতার ভাঁজে
প্রতীক্ষার দীর্ঘ ছায়া_______
ধুলোয় ঢেকে আছে হৃদয়ের সীমান্ত রেখা ,
দৃশ্য থেকে দৃশ্যান্তর হয় পুরনো অতীত ;
আহত কিছু আকুতি নিয়ে প্রতিধ্বনিত হয়
পুরনো সেই আর্তনাদ আবার ________
“এভাবে চলে যেতে নেই
এভাবে চলে যাওয়া যায়না প্রিয়তমা” ।।
২| ০৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর আবেগময়ী কবিতা।