![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা আহত দৃষ্টি মেলে দেখছিলাম
আমাদের কাঙ্ক্ষিত হৃদয়ের অনাকাঙ্ক্ষিত বদলে যাওয়া
রোদ ভেঙ্গে ভেঙ্গে বৃষ্টি হয়ে ঝরছিল আমাদের পথে পথে
আমাদের হৃদয়ে একে দেয়া হচ্ছিলো বিচ্ছেদের সিল গালা ।
পানশালার সেই ছেলেটা প্রতিদিন মাতাল হতে এসে
ফিরে যায় আশাহত হয়ে, শোকার্ত হৃদয়ে নেশা ধরেনা;
দীর্ঘশ্বাসের ঠোট ছুয়ে এলকোহল কার্যকারিতা হারায়
বিষের পেয়ালায় সাতার কাটে বেদনার নোনা জলগ্রাফি-
তবু সে ভুল করে পথ হারায় চেনা শহরে প্রতিদিন
বুকের পাজর খুঁড়ে রাস্তা বানায়, যে রাস্তা হেটে যায় তুমি পর্যন্ত ।
নিয়নের জন্ডিস রঙা আলোর শহরে তাকালেই অনুভূতি জানান দেয়
বুকের এস্ট্রের তলানিতে পড়ে থাকা ছাই চাপা আগুন
যেখানে ক্রমাগত পুরতে থাকে হেরে যাওয়া জীবনের ইতিহাস ।
প্রেমিক মরে গেলে গ্র্যাভইয়ার্ডে ফুল রেখে যায় প্রিয়তমা
প্রার্থনায় নতজানু হয় প্রিয়জন
মসজিদ-মন্দির-প্যাগোডা আর গির্জা তে
কত জীবন, বেচে থাকে বুকের পাজরে মৃত হৃদয়ের গ্র্যাভইয়ার্ড খুঁড়ে
কত আর্তনাদ, যীশুর মতো ক্রুশ বিদ্ধ ঝুলে থাকে আকাশের সিলিং এ
আয়োজন হয়না শোক উৎসব
প্রার্থনায় হাত তুলে না কেউ সে হৃদয়ের শান্তি কামনায় ।।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।