![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউ টার্ন-এ
মুখ থুবড়ে পড়া ভালোবাসা,
পেছনে ফেলে রেখে
পথ ছুটে যায় দূরের গন্তব্যে ।
পানশালায় আগত সুধীবৃন্দ ,
আসুন পরিপূর্ণ হ্যাংওভারের পর
পান করি আরো দু পেগ জ্যাক ড্যানিয়েল ;
আসুন সমবেদনা জানাই
সেই সব মানুষদের জন্য
যারা প্রেমিক হতে গিয়ে ফিরে এসেছিলো
অশুভ সময়ের হাহাকার নিয়ে ।
উপস্থিত জিপসী প্রিয়তমাগন
গ্লাসে তুলে নিন বেদনার নোনা জলগ্রাফি
কান পাতুন দেয়ালের পেইন্টিং এ ঝুলে থাকা কফিনে
আর সমস্বরে কোরাস তুলুন গোঁর খোদকের লিরিকে,
আপনাদের প্রেমিকের মৃত্যু সংবাদ নিয়ে
বিধবা রঙের খবরের কাগজ-
কাল সকালে পৌঁছে যাবে আপনাদের দুয়ারে ।
আসুন প্রার্থনায় নতজানু হই
বিগত সময়ের ভালোবাসার লাশ হৃদয়ে নিয়ে
দ্বিতীয় বার মরে যাওয়া লোকগুলোর জন্য ।
প্রার্থনা করুন হৃদয়ের প্রবল দুর্যোগে
ভেঙে যাওয়া এক বিধ্বস্ত নগরী জন্য
যেখানে দুর্ঘটনার মধ্যরাত দুচোখে নিয়ে
দূরের এক রাতজাগা রাতের শহর
আর চিৎকারের ভেতর জমে যাওয়া ধুলো নিয়ে
সরলরেখায় আঁটকে আছে প্রিয় মুখ ।।
©somewhere in net ltd.