![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলায়নপর পথহারা এক পথিক আমি ঘরে ফেরার তাড়া নেই/ভুলের বোঝা মাথায় নিয়ে নত মাথায় ফিরবো ঘরে/কোথাও এমন ঘর নেই..
বসন্তের লুহাওয়ায় ঘোর লাগল মনে। যে ঘোর দশানন বিস্তার করে ভর করল চোখে, চিন্তায়, চেতনায়। এমনই এক অক্ষনে ঘোর লাগা চোখে মিলে গেল চার চোখ। গোধূলীর রাঙা আলোয় চৈত্রের সেই মেলা প্রাঙ্গনে। তুমি দেখছিলে কাঁচের চুড়ি, আর আমি তোমাকে। কল্পনার ছায়ামূর্তি মনের চৌকাঠে মাথা গলিয়ে ঢুকে পড়ল অন্ধকার কুঠুরিতে। কেবলই মনে হতে লাগল তুমিই আমার অভাবিত অনাগত। যে চলে এসেছে আমার হৃদয় দুয়ারে। শান্ত পুকুরের জলের মত মনটা মনের কুঠুরিতে শুয়ে শুয়ে কল্পনার আকাশে রংধনু দেখতে পেল। যেখান থেকে ঠিকরে আসা আলো আমার ভিতরের সলতেটাকে উসকে দিল। যার নির্ধূম শিখায় উজ্জ্বল হয়ে উঠল তোমার মুখ। যেখানে ক্ষনে ক্ষনে চৈত্রের দমকা হাওয়ায় উড়তে থাকা দুগাছি অবাধ্য চুল যেন সে লাবণ্যকে দিল আর একটু বাড়িয়ে। সাঁজহীন তুমিই যেন অপূর্ব সাঁজ। অপরাহ্নের রাঙা আলোয় তোমার গৌর মুখের প্রতিচ্ছবি এঁটে গেল মনের পলল জমিনে। কোথা থেকে যেন এক দমকা হাওয়া এসে ছোঁ মেরে কেড়ে নিয়ে গেল আমার পানসে মুহুর্ত গুলো। লহমায় সেখানে পুতে দিল ঘাস ফুল। যার ঠাট ও গন্ধহীন অথচ মাধুর্যপূর্ণ স্নিগ্ধতা আচ্ছাদিত করল চারপাস। আর সেই ঘাস ফুলের উদ্যানে প্রজাপতি হয়ে ফরফর শব্দে উড়তে থাকলে তুমি। কিন্তু এ কী? বসন্তের রঙ ছটায় আর চৈত্রের আলোকের ঝর্ণা ধারায় বুঝি মরীচিকা ভেবে দৃষ্টি ভ্রম হল। সন্ধার আধার নামতে নামতে তুমি বেরিয়ে পড়লে মেলা থেকে। কিছু ভেবে না ভেবেই আনমনে নিলাম তোমার পিছু। কিন্তু হঠাৎ তুমি হারিয়ে গেলে! আমার পার্থিব আর অপার্থিব চোখ তোমার পিছু ছুটতে গিয়ে হোঁচট খেল ভাবনার দেয়ালে। বাজ পড়ল । মুহুর্তে মনের আকাশ ছেয়ে গেল চৈত্রের কাল মেঘে। প্রচন্ড ঝড়ে দুমড়ে মুছড়ে একাকার হয়ে এল চারপাস। পানসে যে মুহুর্ত গুলো তোমার গৌরচ্ছটায় ফুতকারে উড়ে গিয়েছিল তা আবার ফিরে এল শত রূপে, এই আঙ্গিনায় ,এই শহরে। আজ আবার চৈত্র এসেছে ধরায়। আবার বসেছে মেলা। বেদনাতুর চোখ মানুষের ভিড় ঠেলে আজও খোঁজে ফিরে তোমার সেই গৌর মুখ। অপরাহ্নের শেষ আলোয় দেখা যে মুখ আজও হৃদয়ে রক্ত ক্ষরন ঘটায়। তাইতো বুঝি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন,
প্রহরশেষের আলোয় রাঙা
সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ।
৩১ শে মার্চ, ২০১১ রাত ১০:৪২
আকাশ মামুন বলেছেন: শুকরিয়া।
ধন্যবাদ
২| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪৮
মাহবু১৫৪ বলেছেন: ++++++
৩১ শে মার্চ, ২০১১ রাত ৯:৫০
আকাশ মামুন বলেছেন: শুকরিয়া
৩| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ২:৫৬
সহ্চর বলেছেন: চমৎকার ভাবে লিখসেন ভাই
একটানে পরলাম,আবার পড়লাম, আবার পড়লাম ...................
+
৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:৪৪
আকাশ মামুন বলেছেন: চৈত্র আসলেই মনে কেমন যেন সুর বেজে উঠে । সেই সুর থেকেই লেখা । আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রানিত হলাম।
ভাল থাকা হয় যেন।
৪| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ২:৫৮
সত্যাশ্রয়ী বলেছেন:
ভাল লিখেছেন।
০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৮
আকাশ মামুন বলেছেন: চেষ্টা করি । আমি যতটা না ভাল লিখছি তার চেয়ে আপনি অনেক ভাল পাঠক। তার জন্যই আমার এই প্রাপ্তি।
৫| ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৩৮
রাত্রি২০১০ বলেছেন:
যদি তারে নাই চিনি গো সেকি
আমাউ নিবে চিনে এই নব ফাল্গুনের দিনে
জানি নে---
ভাল লাগল!
সব পথ এসে মিলে যাক তার দুখানি নয়নে---মন দিয়ে চাইলে সব মিলে---
৩০ শে মার্চ, ২০১১ রাত ১:২৪
আকাশ মামুন বলেছেন: সব পথ এসে মিলে ঠিকই গেছে। কিন্তু শেষ পর্যন্ত সংযোগহীন সেতুর মত পথটা ফুরিয়ে গেছে।
৬| ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৪২
শোশমিতা বলেছেন: আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না- সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল .....
৩০ শে মার্চ, ২০১১ রাত ১:২১
আকাশ মামুন বলেছেন: বৃষ্টি ভেজা এই রাতে কিসের যেন অভাব বোধ হচ্ছে।আমার প্রাণের পরে চলে গেল কে?
৭| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৬
শেখ আমিনুল ইসলাম বলেছেন: হৃদয়ছোঁয়া লেখা। সুন্দর।
০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ২:৪১
আকাশ মামুন বলেছেন: শুকরিয়া । ভাল আছেন নিশ্চয় শেখ সাহেব
৮| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৯
ফাইরুজ বলেছেন: চমত্কার
১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৩
আকাশ মামুন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা। ভাল থাকা হয় যেন।
৯| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:০০
শায়মা বলেছেন: আহারে ভাইয়া।
দোয়া করি নেক্সট বসন্তে তাহার দেখা পাও।
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৮
আকাশ মামুন বলেছেন: তাইলেতো বুড়া হয়ে যামু ভাইয়া। তোমার প্রার্থনা টা একটু এগিয়ে আনা যায় না?
১০| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৭
সাইমনরকস বলেছেন: সত্যিই চমৎকার। আমার ব্লগেও আপনাকে আমন্ত্রন।
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০০
আকাশ মামুন বলেছেন: ধন্যবাদ। সময় করে আসব।
১১| ১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০১
আমি সুখ পাখি বলেছেন: ভাল লাগলো
১২ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫১
আকাশ মামুন বলেছেন: আপনার ভাল লাগার দমকা হাওয়া আমারও আঙ্গিনায় ছাপ ফেলে গেল। ভাল বুঝি এমনই।
ভাল থাকা হয় যেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪৩
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো পড়ে ।