![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, অপেক্ষায় ... hasibzaman.blogspot.com
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
বলবো না আকাশের চাঁদ এনে দেবো
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি
হোক যত ঝড় বন্যা
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
নয় মিছে আশা নয় শুধু ভালবাসা
নই অকারন প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুততো
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলোওওও
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কাল হয়ে যায় ঝাপসা
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যত ভালবাস তারেএএ
দূরে রয়ে যাবে
তা কি তুমি জানো না?
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
---তপু---
আমার অসম্ভব প্রিয় এই গান টা যদি এই রোমান্টিক বৃষ্টি স্নাত দিনে শুনতে মন চায় আবার
এইখানে
আনিলা আপুর অসাধারন গায়কীতে এই নূপুর আবার শুনুন
নূপুর ২
গান টি আজকের এই দারুন রোমান্টিকতায় আবার শুনে কেমন লাগলো প্লিজ শেয়ার করুন
আর এক পায়ে নূপুর পরার অভ্যাস যদি কারো থাকে ফীলিজ একটু আওয়াজ ;
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৪
আকাশনীল বলেছেন: সামনাসামনি দেখা হইলে মাইরের জন্য রেডি থাইকেন
লিরিক টা কী এত ই বাজে লাগলো??
২| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২১
মিসকল বলেছেন: গানটা আমার খুব প্রিয়।
৩| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৪
উন্মাদ ছেলে বলেছেন:
লেখক বলেছেন: সামনাসামনি দেখা হইলে মাইরের জন্য রেডি থাইকেন
লিরিক টা কী এত ই বাজে লাগলো??
ও আচ্ছা
৪| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৫
উন্মাদ ছেলে বলেছেন: লিরিকটাও সুন্দর। এইটা তপুর জীবনের শ্রেষ্ঠ গান। তপু জীবনে আর এরকম গান গাইতে পারবে বলে মনে হয় না।
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৭
আকাশনীল বলেছেন: লেখক বলেছেন: একদম ঠিক বলসেন
এখন যদি ও সবাই এইটার বদলে নূপুর ২ শোনে কিন্তু আমার এটাই অনেক বেশি ভালো লাগে
গান ও সুন্দর বললেন, লিরিক ও সুন্দর বললেন
তাইলে কি আমার হাতের লেখা খারাপ হইসে ভাইজান?
রেডী থাইকেন হুম
৫| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩১
ঘাসফুল বলেছেন: ডুয়েট টা দেয়া হোক ...
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৭
আকাশনীল বলেছেন: ঘাসফুল আপনার জন্য নূপুর ২ অ্যাড করলাম
লেখাটা আরেকবার দেখুন
ধইন্যা পাতার অপেক্ষায় রইলাম
৬| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৭
ঘাসফুল বলেছেন: ভিডিও কৈ ?
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৮
আকাশনীল বলেছেন: কোন এক আজিব কারনে আমি ভিডিও এর চেয়ে অডিও অনেক বেশী লাইক করি
আর এই গান টার ভিডিও একদম ভাল লাগে নাই আমার
এতো সুন্দর গানের সাথে যায় না
৭| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৮
ঘাসফুল বলেছেন: ওরে ধইন্যবাদরে
৮| ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
নিহন বলেছেন: +
৯| ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
ঝুমী বলেছেন: আমি ২ পায়ে নুপুর পড়ি!
গানটা সত্যিই অসাধারণ! আমার খুব খুব ভাল লাগে। +
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১১
আকাশনীল বলেছেন: আপু আমি তো এক পায়ে নূপুর পরাদের খুঁজছি
আমার ব্লগে আসায় ধন্যবাদ
১০| ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
কালপুরুষ বলেছেন: সত্যিই সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১| ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৯
কাঙাল মামা বলেছেন: গানটা আমার খুব প্রিয়
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০
আকাশনীল বলেছেন: ধন্যবাদ মামা
১২| ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১১
কাঙাল মামা বলেছেন: অফটপিক :
আমি টেলিকম-এ পড়তেছি। ব্রাক ইউনিভারসিটি তে। আপনি তো আমার চেয়ে অনেক বড়। আমি সবে সেকেন্ড ইয়ার শেষ করলাম।
১৩| ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৩
তানজু রাহমান বলেছেন: ভদ্রতা রক্ষা করে বলবো যে ভালোই কিন্তু আসলে বেশি ভালো লাগে না। শুনতে শুনতে হয়তোবা লাগতে পারে। কিন্তু শোনার ধৈর্য নাই। বেশির ভাগ সময় পুতুপুতু সহ্য হয় না।
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
আকাশনীল বলেছেন: হা হা হা ডারুন কমেন্টস
১৪| ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪২
মুহিব বলেছেন: গানটা অসাধারন। কাওর পা খালি দেখলে পায়ে নুপুর পরাতে ইচ্ছা করে।
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
আকাশনীল বলেছেন: আপ্নার ভাই আমার মতন অবস্থা
আমি এক পায়ে নুপুর পরে এমন কাউকে খুজছি হা হা হা
আসেন একটা গান শুনি
১৫| ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৫
জেরী বলেছেন: ইদানিং অনেককেই এক পায়ে নূপুর পরতে দেখছি..............আমার ২ বান্ধবী পরে........ কিন্তু ওরা এন্গেজড
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৯
আকাশনীল বলেছেন: দিলে চোট দিলেন
আপনি কয় পায়ে পরেন আপু ???
১৬| ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
জেরী বলেছেন: তানজু ভাইয়ুর সাথে একমত.............তানজু ভাইয়ুরে ইদানিং ভালা পাই
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২২
আকাশনীল বলেছেন: তানজু ভাইয়ুকে কিছু নন লুতুপুতু মার্কা গান শুনিয়েছি, আপ্নিও চেখে দেখতে পারেন
আমার লেটেস্ট পোস্ট টাতে গানের লিঙ্ক গুলো আছে
১৭| ২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০২
জেরী বলেছেন: জেরী নূপুর পরে না.......কখনোই না.........চলাফেরার সময় শব্দ হলে লোকজন বিরক্ত হয়....
২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
আকাশনীল বলেছেন: টা পরবে কেন?? পরলে তো শব্দে টম টের পেয়ে যাবে, কুন্দিক দিয়া কুন্দিক জায় আর ধরে মাইর লাগাবে !! তাই না জেরী আপ্পি ??
১৮| ২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
নুশেরা বলেছেন: ১৪ নম্বর মন্তব্যের জবাবে যে লিঙ্কটা দিলেন ঐটা কি বাংলাদেশে তৈরী গান? কৈলাস খের-এর "টুটা টুটা এক পারিন্দা--- আল্লাহ্ কে বান্দে" এর অক্ষম, দুর্বল, নির্লজ্জ, ব্যর্থ অনুকরণ
২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩
আকাশনীল বলেছেন: আপু সরি, আমি তাহলে ধরতে পারি নাই
অরিজিনাল টা শুনে দেখতেসি
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৫
উন্মাদ ছেলে বলেছেন: হুমম গানটা সুন্দর।++++
অফটপিক: আপনি কি স্কুলে পড়েন?