![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, অপেক্ষায় ... hasibzaman.blogspot.com
[[ উৎসর্গ লাখো শহীদ মুক্তি সেনাদের ]]
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।
রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে
হৃদয় আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে ।।
সে মাটি ছেড়ে অন্য কোথাও
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না
রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নিশা
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।
গানটি এখানে শুনুন
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫
আকাশনীল বলেছেন: লাখো মুক্তিসেনাদের সালাম
২| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৪
অরণ্য আনাম বলেছেন: সকল শহীদের স্বরণ করছি বিনম্র শ্রদ্ধায়। বাবাকে মনে পড়ছে খুব.......
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৮
আকাশনীল বলেছেন: বিনম্র শ্রদ্ধা....
৩| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৬
নকীবুল বারী বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই..........
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৭
আকাশনীল বলেছেন: বিচার চাই...... আমৃত্যু চেয়ে যাবো।।
৪| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৫
রাতমজুর বলেছেন: বিচার চাইনা, ডাইরেক্ট দড়িতে ঝোলানো দেখতে চাই।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৬
আকাশনীল বলেছেন: সহমত
৫| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৬
রেডসিগনাল বলেছেন: লাখো মুক্তিসেনাদের প্রতি রইলো একটা পলাশ ফুলের মালা
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৪
আকাশনীল বলেছেন: লাখো মুক্তিসেনাদের ফুলেল ভালবাসা
৬| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৮
অক্ষর বলেছেন: হু, গান্টা খুবই ভালো লাগে
(আপ্নে মনে হয় ফকির হৈয়া গেছেন, অন্যের পোস্টে যাইয়া ফুহহহহহহ দিয়া আছেন যে?)
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪
আকাশনীল বলেছেন: হা হা হা। ঐ পুস্টে ফুহহ ছাড়া আর কি দিতাম !! হেডিং কি আর লিখসে কি?!
৭| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৮
নিবিড় বলেছেন: গানটা খুব প্রিয়
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১
আকাশনীল বলেছেন: আমারো খুব্বব্ব
৮| ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: চমৎকার একটা গানের জন্য অনেক ধন্যবাদ!
পিলাচ +
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৪
আকাশনীল বলেছেন: আপনাকে ইন্টু ***
৯| ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬
তানজু রাহমান বলেছেন: গানটার জন্য অনেক ধন্যবাদ। আমি আগে শুনেছি বলে মনে পড়ছে না।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৬
আকাশনীল বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ শোনার জন্য।
১০| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৩
মেঘাচ্ছন্ন বলেছেন: +++++
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯
আকাশনীল বলেছেন: *****
১১| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৫
কঁাকন বলেছেন: ধন্যবাদ
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
আকাশনীল বলেছেন:
১২| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৬
মুকুট বলেছেন: ধন্যবাদ! গানটি খুজছিলাম।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
আকাশনীল বলেছেন: পেয়ে গেলেন
১৩| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮
মুকুট বলেছেন: শুনতে পারছি, কিন্তু ডাউনলোড করতে পেলাম না!
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
আকাশনীল বলেছেন: এইবার একটু গিয়ে দেখেন তো, ডাউনলোড হবে মনে হয়
১৪| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৫
জেরী বলেছেন: শহীদ মুক্তি সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
গানটা অসম্ভব রকমের সুন্দর.......।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৮
আকাশনীল বলেছেন: অনেক ধন্যবাদ জেরী আপু
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৮
সৌপ্তিক বলেছেন: বুয়েটে কম্পিউটার সায়েন্সে
ফোর্থ ইয়ারে পড়ে
স্বপ্নপ্রেমী মানুষ তিনি,
দিনভর স্বপ্ন দেখে
রাতে ঘুমায় তিনি!
ইচ্ছে করে আকাশটাকে ছোঁবে!
আকাশের রং নীল,
সাগরের রং নীল,
বেদনার রং ও নীল
স্বাগতম নীলের রাজ্যে ।
পারফেক্ট ছবি দিছে প্রোফাইলে
বুঝা গেলো ফটু সেন্স আছে।
সখের কবি তিনি
মাঝে মাঝে কবিতা লিখে তিনি।
নায়িকা সংকটে ভুগেন তিনি
পথে পথে নায়িকা খুজেন তিনি।
ডেঙ্গু হইয়া মরতে বইছিলো
ব্লগবাসীর দোয়ায় ফিরা আইলো (চাপা বাজি)।
ব্লগে নতুন(মনে হয়)
নিয়মিত আসেনা
নিয়মিত পুষ্টায় না।
আর কিছু মাথায় নাই
ভুল ত্রুটি ক্ষমা চাই
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
আকাশনীল বলেছেন: অনেক থ্যাংকু সৌপ্তিক ভাই
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৩
মুকুট বলেছেন: অসংখ্য ধন্যবাদ, এইমাত্র ডাউনলোড করলাম!
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
আকাশনীল বলেছেন:
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮
সবাক বলেছেন: +++++
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
আকাশনীল বলেছেন: অনেক ধন্যবাদ
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৯
টুশকি বলেছেন: শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি
গানটা খুব সুন্দর
ভাইডি ভালো আছেন?
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৮
আকাশনীল বলেছেন: হুমম, ভাল আছি আপুনি
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫১
অক্ষর বলেছেন: হেয় আবার ভালো থাকবো না!!!!
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০
আকাশনীল বলেছেন: মিয়া চউখ দিলা মনে হয়
২০| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০০
টুশকি বলেছেন: হাহাহাহাহ অক্ষর !!!
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৬
আকাশনীল বলেছেন: উনার কথায় কান দিও না, উনি গো-বেষনায় ব্যস্ত !!!
২১| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২
অক্ষর বলেছেন: মহৎ কেউ চোখ দিলে সেইটা লাগে না
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭
আকাশনীল বলেছেন: হ, আপ্নে তো মহৎ বিজ্ঞানী।।
২২| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮
অক্ষর বলেছেন: হ, আমিতো আপ্নেরে লৈয়া গো-বেষনায় ব্যস্ত
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩১
আকাশনীল বলেছেন: প্রব্লেম নাইক্কা । করেন যতখুশী।।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৩
নাঈম বলেছেন: সকল মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা............