নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা যদি তুষারের মতো...

আখেনাটেন

আমি আমাকে চিনব বলে বিনিদ্র রজনী কাটিয়েছি একা একা, পাই নি একটুও কূল-কিনারা কিংবা তার কেশমাত্র দেখা। এভাবেই না চিনতে চিনতেই কি মহাকালের পথে আঁচড় কাটবে শেষ রেখা?

আখেনাটেন › বিস্তারিত পোস্টঃ

গাধা, নেকড়ে ও মেঘেদের গল্প!!!

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:০৪





গাধাগুলো উপুড় হয়ে লিখে চলেছে কালজয়ী রঙ বেরঙের সাহিত্য অমাবস্যা তিথিতে; কাকেদের চিৎকার, ময়ূরের পেখম নাচানি, আর শিয়ালের হুক্কা হুয়ার নিনাদে অসহায় বিশাল বপুওয়ালা হস্তীবাহিনী। মুখবই, হইচই। ইঁদুরেরা উঁকি দিয়ে দেখে---তমসা---কোথাও কেউ নেই; এই সুযোগ লুটপাটের---তাঁহাদের উর্বর কালজয়ী মস্তিষ্ক।




মহামান্য নেকড়ের আগমন। ইন্দ্রের বর নিয়ে। এরপর আশির্বাদ। ডামাডোল। নখরের হিংস্র আঘাতে সৃষ্টি লাল ছোপ ছোপ দাগগুলো মানচিত্রকে স্মরণ করিয়ে ভেংচি কাটে। কত সহজেই ডান ও বামহাতের মিলন শিহরণ সৃষ্টি করে শীতল উত্তাপে।




কথা দিয়েছিলাম তাই কথা রাখলাম না। কী হবে কথা রেখে? মেঘেদের বেহেল্লাপনায় যদি সমসময় বৃষ্টি হত, তবে মরুভূমি কেন এত?

*******************************************************************************
©আখেনাটেন/মার্চ-২০২০

মন্তব্য ৬৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনূভূতিতে দোলা দেয়া লেখা

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৫

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ভালো থাকুন নিরন্তর।

২| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:২৭

জাহিদ হাসান বলেছেন: বন্ধু তুমি একা হলে ‍দিও আমায় ডাক ;)
বন্ধু তুমি একা হলে ‍দিও আমায় ডাক ;)

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

আখেনাটেন বলেছেন: কী ব্যাপার! জাহিদ সাহেব কী ইদানিং বাপের হোটেলে খেয়ে 'ফ্রি' সার্ভিস দিয়ে বেড়াচ্ছে নাকি! ;)


ধন্যবাদ মন্তব্যের জন্য ব্লগার জাহিদ হাসান।

৩| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ পরীর বাপকে। :D

৪| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




একি লিখলেন?
এতো নতুন কিছু নয় - নাকি নতুন কিছু !

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২০

আখেনাটেন বলেছেন: দুনিয়ায় কোনো কিছুই নতুন নয়-- আবার সবকিছুই নতুন। মানুষের দৃষ্টিভঙ্গীর ব্যাপার-- কী বলেন? :D

ধন্যবাদ ব্লগার ঠাকুরমাহমুদ।

ভালো থাকুন।

৫| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫

ভুয়া মফিজ বলেছেন: বহুদিন পর পর আসেন....ঠিক আছেন তো! আজকাল দেখি কাব্য লেখা শুরু করছেন। আপনার মনোজগতের এই পরিবর্তনের হেতুটা কি? :P

মিশর ভ্রমনের পর্বগুলো না দিয়ে এইসব **ছাল লেখার মানে কি? নেফারতিতি ভাবীর লেটেস্ট নিউজ কি? করোনা থেকে নিরাপদে আছে তো!! বড়ই চিন্তাযুক্ত আছি। =p~

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩০

আখেনাটেন বলেছেন: আজকাল দেখি কাব্য লেখা শুরু করছেন। আপনার মনোজগতের এই পরিবর্তনের হেতুটা কি? -- আপনে তো মিঞা আউলাইয়ে গেছেন। চোখ-কান সব গেছে। এই মহান লেখাগুলো কাব্য তা আপনেরে কে বুঝদিল দিল। যেখানে ষিড়োনামেই গল্প বলা হয়েছে। এগুলো উত্তরাতীত ভাবগম্ভীর পরমানু উপন্যাস। এ বিড়িতেই পয়দা হওয়া সম্ভব। =p~

মিশর ভ্রমনের পর্বগুলো না দিয়ে এইসব **ছাল লেখার মানে কি? নেফারতিতি ভাবীর লেটেস্ট নিউজ কি? ---আগেই তো কইছি--মিশরের ঐসব **ছাল অখাদ্য লেখা আর লিখব না। এখন মহাসাহিত্য রচিত হইবেক। নমুনাস্বরুপ এই সুখাদ্য...। /:)

ভালা আছেন নি। অনেকদিন পর ব্লগে প্রবেশ করলুম। নতুন বউয়ের মতো মনে হচ্ছে। :>

৬| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০৯

সাইন বোর্ড বলেছেন: কাব্যে অনেকটাই রূপকের জগতে চলে এসেছেন, স্বাগতম । মুগ্ধ হলাম পড়ে !

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৪

আখেনাটেন বলেছেন: যাক বাঁচলুম! ভাগ্যিস বলেন নি যে আধ্যাত্মিক জগতে চলে গেছি। :P

মুগ্ধ হওয়ায় গুব্ধ হয়ে তা উপভোগ করলুম। আপনে কিন্তু মিঞাভাই বড়ই চমৎকার কাব্য লিখেন এটা কিন্তু এক বিন্দু মিছাকথা নয়।

ভালো থাকুন।

৭| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

পদ্মপুকুর বলেছেন: মোদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম.... :D

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭

আখেনাটেন বলেছেন: ঐ দিন বিমানবন্দরে তাজা গোলাপ ফুলের মালা নিয়ে গেলে ক্যামন হয়। হাজারো হলেও আমাদেরই তো মহান নেতা। আবার শুনছি কিছুদিন পরে ইমরান কাকুও আসছেন। উনার জন্যও আরেকটা......।

ভালো থাকুন ব্লগার পদ্ম পুকুর।

৮| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২২

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য, অপূর্ব উপস্থাপন

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৮

আখেনাটেন বলেছেন: খুশি হলুম। :D

ধন্যবাদ ব্লগার নেওয়াজ আলি। ভালো থাকুন।

৯| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯

ভুয়া মফিজ বলেছেন: ষিড়োনামেই গল্প বলা হয়েছে। আপনে গল্প কইলেই তো আর গল্প হবে না। ব্লগে শিখছি, এইগুলারে কয় মুক্তগদ্য অথবা গদ্যকবিতা। যেই লেখা একবার পড়লে বুঝা যায় না, সেইটাই আমার কাছে কবিতা; সে দেখতে যেমনই হউক না কেন!! :P

ভালা আছেন নি। অনেকদিন পর ব্লগে প্রবেশ করলুম। নতুন বউয়ের মতো মনে হচ্ছে। ভালা আছি। আমিও খুববেশী নিয়মিত না। যা দ্যাখেন তাই নতুন বউয়ের মতো মনে হইলে আপনের কপালে শণি আছে। =p~

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

আখেনাটেন বলেছেন: যেই লেখা একবার পড়লে বুঝা যায় না, সেইটাই আমার কাছে কবিতা; সে দেখতে যেমনই হউক না কেন!! -- এইটা একখান কথা কইছেন। আপনে অতীতে যদি কখনও বড় সাহিত্যিক হন, তাইলে এই কুখ্যাত লাইনটি কিন্তু অন্যেরা 'খোট' করবে কয়ে দিলুম। প্যাটেন্ট হয়ে গেছে। :P

যা দ্যাখেন তাই নতুন বউয়ের মতো মনে হইলে আপনের কপালে শণি আছে। --- বাংলাদেশে বাস করে শনি-রবি'র ভয় দ্যাখাবেন না কয়ে দিলুম। ওসব থোড়ায় কেয়ার করে বাঙাল। ওরকম দু-চারটা শনি-মঙলকে টপাক করে গিলে খাওয়া বাঙালদের জন্য কঠিনস কিছু না। :-P

১০| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি কি কিছু বুঝতে চেয়েছেন? নাকি না বুঝে টাইপ করেছেন?

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

আখেনাটেন বলেছেন: হা হা হা হা। :-P =p~ মাইরি বলছি, আপনিই এর আসল পাঠক। :P

অনেক অনেক শুভেচ্ছা।

১১| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০৫

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: সত্যি বলছি ভাই,আমি এ পোস্ট এর কিছু বুঝতে পারিনি,সব যেন মাথার উপর দিয়ে গেল দেখছি!!

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২১

আখেনাটেন বলেছেন: এ যে মহাসাহিত্য মিঞাভাই। :P

ভালো থাকুন।

১২| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকেই তবুও কমেন্ট করেছেন। আমি যে করার মতো কিছু পেলাম না।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

আখেনাটেন বলেছেন: :D । পেলেই অবাক হতুম চৌধুরী সাহেব। :P

ভালো থাকুন নিরন্তর।

১৩| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহাকাব্য বটে একখান।
যতই কঠিন হবে বুঝিতে
ততই বাড়িবে এর মান।।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:৫৫

আখেনাটেন বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহাকাব্য বটে একখান।
যতই কঠিন হবে বুঝিতে
ততই বাড়িবে এর মান।।
--- হা হা হা; হক মওলা!


শুভেচ্ছা। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৪| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:২৪

সোহানী বলেছেন: আচ্ছা আচ্ছা ভুয়া মফিজ ভাইয়ের প্রশ্নের উত্তর পাইয়াছি। নেফারতিতি বাদ দিয়া কা*** এর সারিতে পর্দাপন... শুভেচ্ছা স্বাগতম ;)

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:০১

আখেনাটেন বলেছেন: :P

এখন মহাকাব্যের যুগ। কবি-সাহিত্যিক হওয়ার খায়েসটুকু ব্লগেই বিছড়াই। এখন আপনাদের মতো গুরুজনদের দোয়া ও আশির্বাদ সাথে থাকলেই হলো। গাধার ডাক দিতে আমিও কসুর করব না কয়ে দিলুম। B:-/

শুভেচ্ছা নিবেন সোহানী'পা। ভালো থাকুন।


১৫| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: আজকাল কেউ কথা রাখে না, শুধু বলে, "ভুলে গেছি" !!

+।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:০৩

আখেনাটেন বলেছেন: তাই তো এখন সময় ভুলে যাওয়ার। যত ভুলে যাওয়া যায় ততই সুখী-সমৃদ্ধ জীবন। :((

কবিকে অনেকদিন পর দেখলাম মনে হচ্ছে। গম আছন নি। :D

শুভেচ্ছা।

১৬| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: সবাই আমাকেও ভুলে গেছে....... ;)

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:২৩

আখেনাটেন বলেছেন: :D

কবিকে অনেকেই ভুলে গেলেও শুনেছি গোপীরা ভুলতে পারে না। ;)

১৭| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন,




সমসাময়িক জনমানুষ আর রাজনীতির বাস্তবতা।

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১২:৪০

আখেনাটেন বলেছেন: সমসাময়িক জনমানুষ আর রাজনীতির বাস্তবতা। --- এর মাঝেই বয়ে চলা জীবন। চমৎকার বলেছেন।


অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।


১৮| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৪১

শের শায়রী বলেছেন: আপনি দেখি আমার মাথা কেমন আউলা কইরা দিলেন, যত বুজার চেষ্টা করি তত বেশী লাট খেয়ে জড়িয়ে যাচ্ছি। না এই পোষ্টে বেশি থাকা যাবে না। কি ধরনের প্রতিক্রিয়া দেব ভাবতেই আছি..............

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৫৪

আখেনাটেন বলেছেন: হা হা হা; সমাজ, কাল, অবস্থান বিবেচনায় আমার অবস্থা হয়েছে 'সহজ কথা যায় না বলা সহজে, কঠিনরে তাই ভালোবাসিলাম সলাজে' B-) । মাঝখানে বিড়ম্বনায় পড়ল নিজের খেয়ে বনের মোষ তাড়ানো ব্লগ বন্ধুরা। :P

আমার ভাবনাটুকু তাহলে একটু ব্যাখ্যা করি, (শুরুতেই বলি রাখি, আমি কোনো কবি/সাহিত্যিক নই, ঘুনাক্ষরেও চিন্তা করি না)। ১ং লেখাটিতে রূপক অর্থে গাধা বলতে পরিশ্রমী কিন্তু নিম্ন জ্ঞানের অধিকারী তথাকথিত সাহিত্যিকদের নির্দেশ করা হয়েছে। যারা প্রচুর লিখছেন, কিন্তু বাংলা সাহিত্যের কতটুকু কি হচ্ছে সেটা আমাদের স্বাধীনতা পুরষ্কার পাওয়া রইস সাহেব বলতে পারতেন। ইনারা সেই অতীতের বটতলার সাহিত্য রচয়িতা কবিয়ালদের চেয়েও অনেক নিচে। যখন সমাজে জ্ঞানের যোগান কমে যায়, অসাড় শিক্ষার বিস্তার ঘটে তখনই এদের আবির্ভাব গুবরে পোকার কিলবিল করে।
আর এদের নিয়ে একদল (কাক, ময়ুর, শিয়াল) বিশাল লাফালাফি শুরু করে যেমনটা অতীতের সেই কবিয়ালদের নিয়ে হয়েছিল। তবে বাস্তবতার নিরিখে ইনাদের অবস্থান সেই কবিয়ালদের চেয়েও অনেক অনেক নিম্নশ্রেণিভুক্ত। প্রতিটি বইমেলায় আমরা তা অবলোকন করছি। আর হস্তী বলতে এখানে যারা সত্যিকারের সাহিত্যিক বা লিখিয়ে তাঁদের বুঝানো হয়েছে। ইনারা এখন তাঁহাদের দৌরাত্ম্যে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। এ দেশে ইনাদের ভাত নেই। ভালো একটি প্রবন্ধের বই লেখেন, গবেষণামূলক কোনো লেখা লিখেন যার কোনো মূল্যই নেই মূর্খের রাজ্যে।
আর অমাবস্যার রাত বলতে এখন মানুষ আর কাগজে লেখা পড়তে স্বাচ্ছন্দ বোধ করে না, বিশেষ করে আমাদের মতো এমনিতেই কম পড়ুয়া দেশে এটি আরো মারাত্মক। মুখবই=ফেসবুক, হইচই। ইঁদুর বলতে লোভী দাঁতওয়ালা প্রকাশকদের বুঝানো হয়েছে যেখানে উনারা দেখছেন সাহিত্যাকাশে 'তমসা'=অন্ধকার; এই সুযোগ গাধাগুলোর মাথায় কাঠাল ভেঙে কিছু টাকাকড়ি কামানোর। টাকার বিনিময়ে বই প্রকাশের মচ্ছব ও একপিস বইও বিক্রি না হওয়া।

তবে এটা ঠিক যে এর মাঝেও কিছু ভালো লেখক বের হয়ে আসছে। তবে সেটা উঠন্ত মূলা পত্তনেই চেনা যায়। উদাহরণস্বরুপ, আমাদের ব্লগার রিম সাবরিনা'র ভ্রমণকাহিনী পড়েন। কী চমৎকার লেখার গাঁথুনী!


নেকড়ে বলতে পাশের দেশের সাম্প্রদায়িক কুলাঙ্গারদের বুঝানো হয়েছে। নানাররম আশির্বাদ, প্রতিশ্রুতি নিয়ে আসছেন---এরপর হৈচৈ। অথচ ঘৃণার বিষবাষ্পে রঞ্জিত রাজপথের ছোপ ছোপ রক্তের দাগগুলো আমাদের পতাকার লাল বৃত্তকে ভেংচি কাটছে। যেখানে আমাদের পতাকার ঐ লাল জমিন নিষ্ঠুরতা, সাম্পদায়িকতা, অমানবিকতার নাগপাশ থেকে বের হয়ে সুখী ও সমৃদ্ধ এক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে সেখানে এইসব সাম্প্রদায়িক কুলাঙ্গারের মিথস্ক্রিয়া এক বিরাট হতাশাই বটে! আর 'ডান ও বামহাত' বলতে নেকড়ে ভদ্রলোক কঠোর রক্ষণশীল হয়েও যেভাবে বামদিকে হেলে থেকেও আমাদের প্রধানমন্ত্রীর মতো অসাম্প্রদায়িক চরিত্রের সাথে হাত মিলাচ্ছেন নানা ইস্যুতে তা কিছুটা বিস্ময়করই বটে। সেজন্যই বলেছি, 'শীতল উত্তাপে'--নিশ্চয় প্রধানমন্ত্রীর ঐ বাহ্যিক উষ্ণ করমর্দনের অন্তরালে শীতল এক স্রোত থাকবেই যা উনি কিছু কথা ও কাজে ইতোমধ্যেই প্রকাশ করেছেন।



এটা বর্তমান মানুষের চালচিত্রকে বুঝানো হয়েছে। যেখানে আমরা এখন কথা দিয়ে কথা না রাখাকেই ভালো জ্ঞান বলে মনে করি। অন্যায়গুলোকে ন্যায়ের মোড়কে এমনভাবে বাক্সবন্দী করা হচ্ছে যে এখন আর সেগুলো অন্যায্য বলে মনে হচ্ছে না। ফলে অন্যায়কারীও এখন বুক ফুলে নিজের পক্ষে সাফাই গাইতে পারছে। এবং তাদের যুক্তি 'মেঘের...' মানে মানুষের কাজেকর্মে যদি সবসময়ই ভালো ফল হত তাহলে তো দুনিয়াটা স্বর্গ (মরুভূমি থাকত না) হয়ে যেতে। যেহেতু হচ্ছে না তাই তোমাদেরকে আমাদের মতো খারাপ মানুষদের সাথেই এখন মেনে চলতে হবে। এভাবেই সমাজের ভালো ও মন্দের মধ্যে দুরত্ব ক্রমশই কমে যাচ্ছে। অসাম্য বাড়ছে।

******
অনেক কথাই বলালম, শায়েরী ভাই। এই ভাবনার আলোকেই লেখা। আর বলে রাখা ভাল যে আমি কোনো সাহিত্যিক নই। আর এই গার্বেজ লেখা সাহিত্যের কোনো অংশও নয়। স্রেফ আমার নাদান ভাবনার বহি:প্রকাশ এই লেখা। নাথিং এলস।

তবে আমি পড়ি। একটি সত্যি কথা বলি, অনেক আগে আবদুল্লাহ আবু সাঈদ স্যারেরও একটি বই আমি কেজি দরে ঠোঙাওয়ালার কাছে বিক্রি করে দিয়েছিলাম। যদিও স্যার নিজেও পরে স্বীকার করেছিলেন যে ওটা আসলে ফরমায়েশী লেখা ছিল। সৃতিচারণমূলক লেখা, আমেরিকা ভ্রমণের উপর মনে হয়। অখাদ্য।

ভুলভাল কিছু বললে মাফ করবেন। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার উদ্দেশ্যে এই লেখা নয়।


১৯| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৫৯

করুণাধারা বলেছেন: অসাধারণ কবিতা!! লিখতে থাকুন।

ভ্রমণ কাহিনী, গল্প, প্রবন্ধ সবই আপনার ঝুলিতে আছে, খালি কবিতাই বাকি ছিল। এখন সেটাও হবার পর আপনাকে রইস উদ্দিন সাহেবের চেয়েও শক্তিশালী লেখক বলে মনে হচ্ছে। কবিতা মিলিয়ে দেখুন view this link

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:০২

আখেনাটেন বলেছেন: হা হা হা;
তাহলে তো নেক্সস স্বাধীনতা পুরষ্কারটা আমার হাতেই উঠছে মনে হচ্ছে। ;)


শুভেচ্ছা করুণাধারা'পা। আপনাদের কথা স্মরণ হয় বলেই ব্লগে আসা বা আসতে হবে, নইলে ভবিষ্য স্বাধীনতা পুরষ্কারের হিটলিষ্টে থাকা একজনের কি ব্লগে লেখা মানায়? :P

ভালো থাকুন।

২০| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের বাস্তবতা। আর কিছু বলবো কি

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:০৪

আখেনাটেন বলেছেন: হুম; সেটাই।

আপনাকে বহুকাল বাদে ব্লগে দেখলাম মনে হচ্ছে। :D

শুভেচ্ছা ও অভিনন্দন।

২১| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৩:০৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমার তো বেশ লাগলো!

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:০৭

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ ব্লগার রিম সাবরিনা...।

ভালো থাকুন।

*আপনাকে আমি কোনো একসময় বলেছিলাম আমার অন্যতম প্রিয় বর্তমানের ভ্রমণ সাহিত্যিক মঈনুস সুলতান। উনার লেখাগুলো পড়ার সময় অজান্তের আপনার লেখার কথা মনে পড়ে। এবারে আপনার বই মেলায় পেয়ে ভালো লেগেছে। :D


২২| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ পরীর বাপকে।

শুকরিয়া।

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:০৭

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সাংকেতিক লেখা। অনেকেই কিছুই বোঝেনি কিন্তু বোঝার ভান করেছে। :(

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:০৮

আখেনাটেন বলেছেন: :|


ভালো থাকুন ব্লগার দেশ প্রেমিক বাঙালী।

২৪| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১২:১৫

রানার ব্লগ বলেছেন: এক ধাক্কায় গাধার দলে নামিয়ে দিলেন !!!! তবে কি জানেন দিন শেষে এই গাধারাই মাঝ সড়কে থাকে বাকিরা ফুটপাত দিয়ে হাটে, কেউ লজ্জায় মুখ লুকায় কেউ মাথা চুলকায় আর ভাবে আমি কেন গাধা হলাম না।

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:২১

আখেনাটেন বলেছেন: না, রানার ব্লগ ভাই, আমি আপনার কথা মানতে পারলাম না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আপনি জীবের টিকে থাকার সেই ডারউইনিয় থিওরিটা জানেনা না, 'সারভাইভাল অব দ্যা ফিটেস্ট'। প্রাকৃতিক নির্বাচনে সেই গুটিকয়েকই টিকে থাকবে যাদের জীন পরবর্তী জেনারেশনে পাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকিরা কালের গর্ভে হারিয়ে যাবে অজান্তেই। ঐ গাধাদের ভীড়ে নিশ্চয় দুএকটা খচ্চর আছে যারা পরবর্তীতে হয়ত বিবর্তনের ফলে হস্তীতে পরিণত হবে তবে বেশির ভাগ গাধায় মাটির সাথে মিশে জৈব সারের একটি বড় নিয়ামক হবে এতে নিশ্চিত থাকেন।

মন্তব্যের জন্য শুভেচ্ছা নিবেন। ভালো থাকুন।

২৫| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। রূপকে বাস্তবতাটা এত নিখুতভাবে তুলে এনেছেন যে বলতেই হয়-দারুন।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:২৮

আখেনাটেন বলেছেন: খুশি হলুম। :D


ভালো থাকুন ব্লগার মোঃ মাইদুল সরকার।

২৬| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই ১৮ নম্বর মন্তব্যের উত্তর পড়ুন। ভালো লাগবে অবশ্যই।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:২৮

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ। :D

২৭| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৪৭

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: নেকড়ে বলতে পাশের দেশের সাম্প্রদায়িক কুলাঙ্গারদের বুঝানো হয়েছে। নানাররম আশির্বাদ, প্রতিশ্রুতি নিয়ে আসছেন---এরপর হৈচৈ। অথচ ঘৃণার বিষবাষ্পে রঞ্জিত রাজপথের ছোপ ছোপ রক্তের দাগগুলো আমাদের পতাকার লাল বৃত্তকে ভেংচি কাটছে....

আমিতো দেখছি বুঝতে পেরেছিলাম!! নিজেকে জ্ঞানী জ্ঞানী লাগছে!! /:)

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৩০

আখেনাটেন বলেছেন: :-B :D

২৮| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:০০

শের শায়রী বলেছেন: আবারো আসলাম। মন্তব্যর বিশ্লেষান পড়ে লেখাটা পড়লাম। মাথার জট খুলছে :)

এক কথায় অসাধারন ভাব প্রকাশ। অভিনন্দন প্রিয় ভাই।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৩০

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ। :D

২৯| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক !

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩

আখেনাটেন বলেছেন: :D


শুভেচ্ছা মনিরা'পা। ভালো থাকুন।

৩০| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২১

আরোগ্য বলেছেন: গাধা, নেকড়ে আরও মেঘদেরই জয়জয়কার । মানুষ হয়া কি ফাইসা গেলাম? :(

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৫

আখেনাটেন বলেছেন: :((

আরোগ্য সাহেবকে বহুদিন পর দেখলাম মনে হচ্ছে। :)

শুভেচ্ছা.....।

৩১| ১৩ ই মার্চ, ২০২০ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: দিন এবং কালের মাঝে কিন্তু দুরত্ত অনেক।
ঠিক না।।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৪

আখেনাটেন বলেছেন: :(


ভালো থাকুন ভাইজান।

৩২| ১৩ ই মার্চ, ২০২০ সকাল ৭:৫২

মলাসইলমুইনা বলেছেন: ফ্যারাও,
এতো নিখাদ মিসরিয়ান ফ্যারাওয়ের ভাষায় বলা কাব্য সংহিতা ! ফারাওয়ের ভাষাতো আমজনতা প্রজাবৃন্দের বোঝার কথা না ।তাই আগে এসে ফ্যারাওকে তাসলিম সহকারে তকলিফ দিতে চাইনি গুঁড়ো সাহিত্যের মর্ম উদ্ধারে। কিন্তু বেলা ফুরাবার কালে এসেই কাব্য সংহিতার শানে নজুল থেকে বোঝা গেল কাব্য সংহিতায় অতি গূঢ়, তাৎপর্যপূর্ণ ও উচ্চমানের সাহিত্যকর্ম সাধিত হইয়াছে ! আধ মরাদের ঘা মেরে বাঁচানো যাবে কিনা জানিনা তবে পোস্টের মূল বক্তব্যের ব্যাপারে আমার মতামত সহমত মানে বিলকুল কোনো দ্বিমত নেই ।ওয়েলকাম ব্যাক ফ্যারাও ।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

আখেনাটেন বলেছেন: :D

আপনার ট্রেডমার্ক মন্তব্য পড়ে হাসলাম।

ভালো থাকুন।

৩৩| ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: ভাগ্যিস, একটু পরেই আপনার এ পোস্টে এসেছি। ১৭ নং মন্তব্যের আগে আসলে তো কিছু না বুঝেই একটা সাদামাটা মন্তব্য রেখে চলে যেতে হতো (যা আমি কখনোই করি না)। আপনার ব্যাখ্যা পড়ে বলতেই হয়, অসাধারণ আপনার চিন্তাশক্তি। খুব ভাল লাগলো এ রূপক কবিতা!
২৪ নং প্রতিমন্তব্যটি ভাল লেগেছে। +

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২

আখেনাটেন বলেছেন: আপনার ভালো লাগায় আপ্লুত হলুম। :D

আসলে তো কিছু না বুঝেই একটা সাদামাটা মন্তব্য রেখে চলে যেতে হতো -- আপনি যে তা কখনোই করেন না তা আমরা সকলেই জানি। আপনাদের মতো কিছু প্রিয় ব্লগারদের কারণে এখনও সামুতে বিচরণ করার ইচ্ছে হয়... নইলে...। :(

অনেক অনেক ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.