![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন ব্লগ জিনিসটা বোঝার চেষ্টায় আছি ।
বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা । রোজ কেয়ামতের আর বেশি দিন নাই । সাইদীর মত ইমানদার একজন মানুষরে নিয়া তামাশাই এর উৎকৃষ্ট উদাহরণ
উনার মত নেক বান্দার সাথে এমন না-ইনসাফই কোন ভাবেই মেনে নেয়া যায় না ।
না হয় উনি হইসেই হুজুর তাই বইলা কি উনার সাধ-আল্লাদ থাকতে নাই??
এই যে এই বয়সেও এতো এনার্জি তাতো কেবল মুমিন বইলাই ।
আজকালকার পোলাপাইন যে একসাথে ১০-১২ টা bf/gf নিয়া ঘুরে তাতে কিছু হয় না খালি সাইদী করলেই দোষ???
নাহ পোলাপাইন এখন বড়ই দুষ্টু হইয়া গেসে একজন মুমিন বান্দার ব্যক্তিগত জীবন নিয়া টানা হেঁচড়া শুরু করসে । এই গুলা সবই হিংসুইক্কা পোলাপাইনের কাজ । নিজেরা তো কিছু করতে পারে না তাই হুজুরের উপর ঈর্ষা হইতেসে ।
উনি হুজুর মানুষ, নেক বান্দা ভুল ত্রুটি যদি কিছু কইরাও থাকেন তা আবার ফতোয়া দিয়া শুদ্ধ কইরা নিবেন।
হে মুমিন ভাই-বোনেরা আপনারা এই সব কথায় কান দিবেন না ।
কৌতুহল বশতও যদি কিছু শুইনা ফেলেন তবে সাথে সাথে তওবা পরেন ।
কিন্তু কণ্ঠটা সাইদীর মত লাগে?? নাউজুবিল্লাহ !! এই পাপ চিন্তা মাথায় স্থান দিবেন না ।
চোখ কান সব বন্ধ কইরা হুজুরের পক্ষে আন্দোলন শুরু করেন । নানাজনে নানা কথা বলবে ওইসবে বিভ্রান্ত হইবেন না।
মনে রাখবেন বিভ্রান্ত হইলেই আপনার বেহেস্তের টিকিট মিস হইয়া যাইব ।
তাই নিজের বেহেশ্ত ঠিক রাখতে হুজুরের সাথে থাকুন । ঘটনার সত্যতা না খুইজা এইটারে মিথ্যা হিসেবে প্রমান করার জন্যে উঠেপড়ে লাগুন ।
যে যাই বলুক না কেন আপনি আপনার তালগাছ নিয়া অটল থাকুন ।
আর হ্যাঁ যাওয়ার আগে আমার একটা কথার জবাব দিয়া যান-
হুজুরের এই রসালাপ শুনার পর থাইকা আমার কান দুইটা যে সুইসাইড করতে চাইতাসে এর দায়ভার কে নিবে??????????????????
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫২
আঁখি মনি বলেছেন: ইয়াল্লা আপ্নে কি হুজুরের ছোট ভাই??
২| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: Naujibillah!
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৬
আঁখি মনি বলেছেন: নাউজুবিল্লাহ !!!!!!!!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৪
সামির হোসাইন বলেছেন: আঁখি মণি তোমার মুপাইল নাম্বারটা দিবা
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৩
আঁখি মনি বলেছেন: নাউজুবিল্লাহ !!!!!!!!
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
নট ডিফাইন বলেছেন: মেশিন চলবে
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৪
আঁখি মনি বলেছেন:
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৮
সামির হোসাইন বলেছেন: আফা না ভাই আমার কথায় মাইন্ড খাইয়েন না । মেশিন কেলেংকারি নিয়ে একটু মজা করলাম
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৫
আঁখি মনি বলেছেন:
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আঁখি সোনা, চাদের কনা, ময়না পাখি, মুনিয়া টিয়া, সোনা পাখি, ডানা কাটা পরী,
হুজুর করলে দোষ না হইলে আমিও একটু করি!
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৭
আঁখি মনি বলেছেন: আস্তাগফিরুল্লাহ!!!!
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৪
গ্লাডিয়েটর রিট্রান্স বলেছেন: ভয়েজটা সাঈদীর হোক আর না হোক তয় কথাটা হিট খাইছে মাইরি “মেশিন চলবে”, পোলাপান এখন তো কোপা সামসু না বলে বলবে মেশিন চলবে :#>
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৯
আঁখি মনি বলেছেন: ডায়লগ অব দা ইয়ার
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৪
মোঃ তানভির বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১০
আঁখি মনি বলেছেন:
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৮
ফারজানা শিরিন বলেছেন: আপু দারুণ লিখছেন ।
হুজুর শব্দটা বাদ দিয়ে সাইদি বলা যায়না ? হুজুর অনেক ভালো স্বভাবের মানুষকে সম্বোধন করার জন্য বেবহ্রিত শব্দ ।
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১২
আঁখি মনি বলেছেন: থিঙ্কু
আপু বেচারা তো এই হুজুর নাম বেইচাই খায় । :-<
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১২
লিঙ্কনহুসাইন বলেছেন: ( মেশিন চলবে ) কথাটা বোধহয় মার্কেট পেতে যাচ্ছে সব পোলাপাইনে মুখে দুই দিন ধইরা এই একই কথা শোনা যাচ্ছে
সম্ভাবত ২০১৩ সালে এইটা হবে সব চাইতে আলোচিত কথা ( মেশিন চলবেই )
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৪
আঁখি মনি বলেছেন: হুম ডায়লগ অফ দা ইয়ার
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৩
প্রকৌশলী আতিক বলেছেন: পানও চলবে মেশিন ও চলবে। রেডি হও সোনা মনি
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৫
আঁখি মনি বলেছেন: সব্বাই দেখি সাইদির যোগ্য উত্তরসুরি !!!!
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৫
ুঃখবিলাস বলেছেন: মনে রাখবেন বিভ্রান্ত হইলেই আপনার বেহেস্তের টিকিট মিস হইয়া যাইব ।
হায় হায় !!
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৯
আঁখি মনি বলেছেন:
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬
লক্ষ্যহীন বলেছেন: আখি মনি, তুমি বড়ই দুষ্টু। তোমার নাম দিলাম দুষ্টু মনি।
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২১
আঁখি মনি বলেছেন: কি যে বলেন না :#> :#> :#>
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৮
শাপতাহিন বলেছেন: মেশিন চলবে
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২২
আঁখি মনি বলেছেন:
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৬
চেনা মুখ বলেছেন: নাউজুবিল্লাহ
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৫
আঁখি মনি বলেছেন: নাউজুবিল্লাহ!!!!!!!!!!
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৮
আঁখি মনি বলেছেন:
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০২
জাহিদুল হাসান বলেছেন: লেখক বলেছেন: সব্বাই দেখি সাইদির যোগ্য উত্তরসুরি !!!!
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৯
আঁখি মনি বলেছেন: তাই তো দেখতেসি
:-<
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২০
রাহাত আহমেদ শাওন বলেছেন: মেশিন চলবে
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
আঁখি মনি বলেছেন:
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩
টাইম পাস বলেছেন: দাদু লইট্রা ফিস
খুব মজা ইস।
একটু পান খাব
কেউ আসলে বন্দ করে দিব।
লম্বা সাড়ে সাত ইন্চি
নতুন সিম কিনছি।
মোটা ওয়ান এন্ড হাফ
বুকে ২টা হাতের চাপ।
মিশিন চলবে
জিনিসটা লম্বা হবে।
স্বপনে কেদেছি,কেমন করে থাকি
উড়ে আয় ময়না পাখি।
ডানা কাটা পরী
আমার ভাংগাতরী।
আলেদা রোম
গভীর রাত সময় কম।
ক্লান্ত শরীর, ঘুম হবে আজ
একদিগে পান চলবে
অন্যদিগে কাজ।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
আঁখি মনি বলেছেন:
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৫
একজন ঘূণপোকা বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
আঁখি মনি বলেছেন:
২১| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৮
নিয়েল ( হিমু ) বলেছেন: খেক খেক খেক
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
আঁখি মনি বলেছেন: খিক খিক খিক
২২| ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৯
চারশবিশ বলেছেন: আপনি কটাক্ষ করে বলেন আর যে ভাবেই বলেন (ইমানদার, নেক বান্দা, হুজুর) এই বিশেষন গুলি এইখানে ব্যাবহার করা ঠিক হয়নি
তাহলে সত্যিকারের ইমানদার, নেক বান্দা, হুজুরের বিশেষন গুলি কি ভাবে ব্যাবহার করবেন
দয়া করে বিশেষন গুলি পোষ্ট থেকে তুলে নিন
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
আঁখি মনি বলেছেন: ভাই কি করুম সাইদির ভক্তরা তো তারে এই বিশেষণেই বিশেষায়িত করে থাকে ।
আমি পোস্ট থেকে এই শব্দ গুলা তুলে নিলেই কি তাদের বলা থামবে??
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৮
সামির হোসাইন বলেছেন: আখি মণি , ময়না পাখি
সোনা পাখি, ডানা কাটা পরী। কি করছো এখন ?