![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন ব্লগ জিনিসটা বোঝার চেষ্টায় আছি ।
মালালা ইউসুফজাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়ে। নারী শিক্ষার বিরুদ্ধে তালেবানদের অবস্থান নিয়ে সদা সোচ্চার।
সে একজন পাকিস্তানি কিশোরী আর আমরা একটি বিশ্ব মানবতাবাদী জাতি ।মানবতার অবক্ষয়ে আমরা কেঁদেকেটে একাকার হয়ে যাই। নিজের দেশে হাজারও মেয়ে শিক্ষার সুযোগ পায় না সেই দিকে আমাদের নজর দেয়ার টাইম নাই । মালালা গুলি খায় পাকিস্তানে আর আমরা ঘরে কাঁদি । ফেবুতে মালালার সম্মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করি ।
সে পাকিস্তানি হইসে তাতে কি?? মানবতার কাছে দেশ জাতি কিছু নাই ।
হুম কথা সত্য। মানবতা অবশ্যই দেশ জাতির ঊর্ধ্বে। এতো টুকুন একটা মেয়ে নারী শিক্ষার জন্যে কথা বলতে গিয়ে গুলিবিদ্ধ হয় , এই ঘটনা অবশ্যই আমাদের নাড়া দেয়, দিবে।
কিন্তু আমরা ভুলে যাই মালালাও একজন পাকিস্তানি।এবং একজন পাকিস্তানি হিসেবে তার যা করনীয় তাই করসে।নিজের দেশের নারী স্বাধীনতা নিয়ে কথা বলসে।প্রতিবাদ করার জন্যে গুলি খাইসে।আর তা দেখে আমরা মানবতাবাদী জাতি ব্যথিত হব।মানবতার দোহাই দয়ে ভুলে যাব পাকিস্তান আমাদের জন্ম শত্রু ।
কিন্তু হে মানবতাবাদী জাতি আপনি ভুলে গেলেও ওরা ভুলে না।তাদের দেশে গিয়ে কেন মরলেন না এই দোষে আপনাদের বাঘেদের বিড়াল বলে গালি দেয়। যেইখানে নিরাপত্তার অভাবে নিজেই নিজের দেশে যায় না ।সুস্থ হয়েও লন্ডনে পড়ে থাকে।
একজন পাকিস্তানির কাছ থেকে এর থেকে ভাল আর কি আশা করা যায়??
হে মানবতাবাদী জাতি হুমায়ূন আজাদ স্যাররে ভাল পান আর না পান উনার এই কথাটা অস্বীকার করতে পারবেন না- পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
আঁখি মনি বলেছেন: লিউনেল মেসি বলেছেন: আমার নিজস্ব একটা বানী আছে, "ইন্ডিয়ানরা ইন্ডিয়ান, পাকিস্তানীরা পাকিস্তানী কিন্তু একজন বাংলাদেশী সব সময় বাংলাদেশী নয়, তারা ভাদা এবং পাইক্যা"
খাঁটি একটা কথা বলছেন ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
আমিনুল ইসলাম সজিব বলেছেন: একমত ভাই । আমি পাকি ও ভাদা দুইটাকেই অবিশ্বাস করি । চরমভাবে ...
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
আঁখি মনি বলেছেন: বিশ্বাস মত কারণও নাই
৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
রেজিস্টার বলেছেন: দুইটাই চুতিয়া জাতি, ভারত পাকিস্তান দুইটাই আমগো শত্রু। ফাকিস্তান আগে মারছে এখন মারতেছে ভারতিয় খা পো গুলা।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
আঁখি মনি বলেছেন: কথা সত্য
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
লিউনেল মেসি বলেছেন: আমার নিজস্ব একটা বানী আছে, "ইন্ডিয়ানরা ইন্ডিয়ান, পাকিস্তানীরা পাকিস্তানী কিন্তু একজন বাংলাদেশী সব সময় বাংলাদেশী নয়, তারা ভাদা এবং পাইক্যা"
আমার তো মনে হয় ইন্ডীয়া পাকিস্তানরে সাহায্য করছে এই রঙ্গলীলা করতে।
এতে ইন্ডিয়ার অনেক লাভই হয়েছে বটে। পাকিরা বাংলাদেশের বিপিএল এ আইবো না, ইন্ডীয়ান প্লেয়ারও নাই। ওরা তো মিশন কামিয়াব কইরা ফালাইছে।
এখন ভাদাদের পাকি নিয়া পোস্ট দিতে দেখি, আতচ ভাদা গো ভারতের কোন দোষ দরতে দেখিনা।